- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসসে-এ, আমরা ছড়িয়ে আছি সর্বত্র-এভাবে ছড়িয়ে যেতে আমাদের সাহায্য করুন

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, ঘোষণা

শ্রীলঙ্কার রাজধানী কলোম্বয় অনুষ্ঠিত গ্লোবাল ভয়েসেস সামিট ২০১৭-এ, গ্লোবাল ভয়েসস সম্প্রদায়ের সদস্যদের নিজস্ব সেলফি। ছবি ফারীস আদাম/ এইশান ওয়ানি-এর।

প্রিয় বন্ধুরা,
সম্প্রতি শ্রীলঙ্কার রাজধানী কলোম্বয় অনুষ্ঠিত আমাদের সামিটে [1], আমরা আমাদের সম্প্রদায়ের সদস্যদের জিজ্ঞেস করেছিলাম, গ্লোবাল ভয়েসেস- এ অংশ নিতে কোন বিষয়টি তাদের সবচেয়ে উৎসাহিত করে। বোঝাপড়া, বৈচিত্র্যতা, গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা, অংশগ্রহণ এবং কৌতূহল এর মত মূল্যবোধ, যা আমাদের মাঝে যা অবস্থান করছে, তা হচ্ছে একটা বিশৃঙ্খল অবস্থা

ভিন্নতার সাথে মধ্যস্থতার মাঝে বিচ্ছিন্নতা, জাতীয় সীমানার বাইরে যোগাযোগে এবং সংস্কৃতি ও ভাষার সীমাবদ্ধতায় বিশৃঙ্খলতা, সৃষ্টিশীলতার মাঝে বিশৃঙ্খলতা যার জন্য যে কোন পরিস্থিতিতে অথবা সম্পর্কে লড়াই করা যায়।

গ্লোবাল ভয়েসেস-এর প্রায় ১,২০০ জন কর্মী ১৬০ টি দেশে বাস করে এবং কাজ করে।

আমাদের এই সংগঠনকে অর্থ দান করার অর্থ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আমাদের এই সংগঠনের কর্মীদের সাহায্য করা যাদের সংবাদ সংস্কৃতি, ভাষা এবং মতামতের ভিন্নতার মাঝে এক গভীর সম্পর্ক তৈরি করে- তাদের কাজ যা জরুরী বিশেষ করে যখন আমরা এই বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করছি কী ভাবে বিশ্বের এক কঠিন পরিবেশের মাঝে মিলেমিশে বাস করা যায়।

যখন ২০১৭ সাল আমাদের বিদায় জানাচ্ছে, তখন আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য দয়া করে আমাদের দান করুন [2]

আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, আমরা কামনা করছি ২০১৮ সাল আপনাদের জন্য আনন্দ আর শান্তি বয়ে আনুক!

Donate now » [3]