- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেসকে দান করুন-বিশ্বের সাথে যোগাযোগ বজায় রাখতে আমাদের সাহায্য করুন

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম, ঘোষণা

২৮ নভেম্বর হচ্ছে #গিভিংটুয়িসডে [1], এই দিনটি সকলের প্রতি দান করার দিন হিসেবে উৎসর্গকৃত, আর আমরা আশা করছি গ্লোবাল ভয়েসেস হচ্ছে এমন এক সংগঠন এ বছর যে সংগঠনের কাজকে আপনি সমর্থন করতে পারেন তাদেরকে দান করে [2]

কী ভাবে প্রচার মাধ্যমের একটি দল এক সম্প্রদায় গড়ে তুলেছে এবং মানবাধিকার রক্ষা করছে যা নাগরিকেরা নিজ সম্প্রদায় এবং নিজ দেশের সীমানার বাইরের ঘটা ঘটনার প্রত্যক্ষ করছে সেটাকে ইতিবাচক ভাবে প্রভাবিত করতে পারে, আমাদের সংগঠন তার এক শুরু এবং শাক্তিশালী উদাহরণ হিসেবে আবির্ভূত হয়েছে।

বিভিন্ন ঘটনা তুলে ধরে এবং সংস্কৃতি, ভাষা এবং মতামতের ভিন্নতার মাঝে এক গভীর সম্পর্ক তৈরি করে গ্লোবাল ভয়েসেস-এ আমরা এক শক্তিশালী এবং বিশাল এক সম্প্রদায় গড়ে তুলেছি। বিগত ১২ বছরে আমাদের কাজ প্রমাণ করেছে ভিন্নতার সুরের মাঝেও মানবের বন্ধন বিশ্ব নিয়ে তার অনুধাবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে।

যখন নাগরিকেরা এই উপলব্ধির অনুসন্ধান করেছে যে বিশ্বের এক কঠিন পরিবেশে সহ অবস্থানের সাথ বাস করা যায়, তখন আমাদের অভিজ্ঞতা তুলে ধরা এবং অভিজ্ঞতাকে পরিমাপ করা, সাথে দক্ষতা এক আমাদের লক্ষ্যের এমন কী এক প্রয়োজনীয় অংশে পরিণত হয়েছে।

মানবের সাথে মানবের সেতুবন্ধন গড়তে থাকা ও ঘৃণা এবং অসহনশীলতার মত শক্তি যা আমাদের এই পৃথিবীতে সুন্দর ভাবে বসবাসের জন্য হুমকি স্বরূপ সে সবের বিরুদ্ধে ক্রমাগত লড়ার জন্য দয়ার করে আমাদের দান করুন।

Donate now » [3]