#আমিইবাংলাদেশী টুইটে হাস্যরসের সাথে উঠে এলো বাংলাদেশের মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য

বাংলাদেশের সবচে’ বড় লোক উৎসব পহেলা বৈশাখ। বাংলা সনের প্রথম দিন এই উৎসব পালন করা হয়ে থাকে। এই উৎসবের সাথে বাঙালি জাতিসত্ত্বার নিবিড় যোগাযোগ রয়েছে। ছবি তুলেছেন রিফাত জামিল ইউসুফজাই। উইকিপিডিয়া থেকে নেয়া হয়েছে।

দেশ হিসেবে বাংলাদেশের বয়স বেশি নয়। তবে জাতি হিসেবে বাঙালি অনেক পুরোনো। দক্ষিণ এশিয়া অঞ্চলে বাঙ্গালিদের বাস হাজার বছর ধরে এবং বর্তমানে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানা দ্বারা বাংলাদেশ আর ভারতের মধ্যে বিভক্ত। বাংলাদেশে জাতি হিসেবে বাঙ্গালীদের সংখ্যা প্রায় ৯৮%।

হাজার হাজার বছর ধরে এ অঞ্চলে অনেক জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে এবং এ এলাকার জনগোষ্ঠী মুঘল ও ব্রিটিশ শাসকদের দ্বারা শাসিত হয়েছে। তাদের সাথে মিশে বাঙালি শংকর জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। তাই এদেশের মানুষের চেহারা একেক রকম। কিন্তু তাদের স্বভাব চরিত্রে একইধরনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য চোখে পড়ে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অমি আজাদ সেসব বৈশিষ্ট্য নিয়ে হাস্যরস সহকারে নিয়মিতভাবে টুইট করছেন #আমিবাংলাদেশী হ্যাশট্যাগ যোগ করে।

অমি আজাদ পেশায় একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। বর্তমানে কাজ করছেন সিঙ্গাপুর ভিত্তিক জিডিপি-গ্লোবাল-এ। রিয়েলিটি বাইটস নামে তার একটি ব্লগও রয়েছে। এখানে তিনি তথ্যপ্রযুক্তির পাশাপাশি নানা বিষয় নিয়ে লিখে থাকেন। বেশ কয়েকমাস ধরে তিনি বাঙ্গালীদের চরিত্র নিয়ে কৌতুক সহকারে টুইট করছেন তার পাঠকদের কাছে।

রিক্সা চালানোর বাংলাদেশের একটি খুব সাধারণ পেশা। বিপুল সংখ্যক মানুষ এই পেশায় নিয়োজিত। তারা বিভিন্ন অজুহাতে যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া দাবি করেন:

বাংলাদেশি কম্পিউটার ব্যবহারকারীদের অনেকেই চোরাই সফটওয়্যার ব্যবহার করেন। এদের মধ্যে অনেকেরই লাইসেন্স কিনে সফটওয়্যার ব্যবহার করার ক্ষমতা রয়েছে। তবুও তারা চোরাই সফটওয়্যার ব্যবহার করেন:

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি। আর ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি। এদের বড় অংশই অনলাইনে লিখতে গেলে ইংরেজি হরফে বাংলা লিখে থাকেন। অথচ বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ প্রাণ দিয়েছেন

যত্রতত্র রাস্তা পার হওয়ার বাঙালির আরেকটি কমন বৈশিষ্ট্য। অমি আজাদ টুইট করেছেন:

শুধু তাই নয়। হর্ন শুনেও আমরা রাস্তা থেকে সরে যাই না, সেটার দিকে ইঙ্গিত করে লিখেছেন:

অমি আজাদ এরকম আরো কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে টুইট করেছেন:

আর এতসবের পরেও বাঙ্গালীরা তাদের চারিত্রিক বৈশিষ্ট নিয়ে সন্তুষ্ট ও গর্বিত। একটি নামকরা বাগধারা পরিবর্তন করে অমি আজাদ সেটাই প্রকাশ করছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .