দেশ হিসেবে বাংলাদেশের বয়স বেশি নয়। তবে জাতি হিসেবে বাঙালি অনেক পুরোনো। দক্ষিণ এশিয়া অঞ্চলে বাঙ্গালিদের বাস হাজার বছর ধরে এবং বর্তমানে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক সীমানা দ্বারা বাংলাদেশ আর ভারতের মধ্যে বিভক্ত। বাংলাদেশে জাতি হিসেবে বাঙ্গালীদের সংখ্যা প্রায় ৯৮%।
হাজার হাজার বছর ধরে এ অঞ্চলে অনেক জাতিগোষ্ঠীর আগমন ঘটেছে এবং এ এলাকার জনগোষ্ঠী মুঘল ও ব্রিটিশ শাসকদের দ্বারা শাসিত হয়েছে। তাদের সাথে মিশে বাঙালি শংকর জাতি হিসেবে পরিচিতি পেয়েছে। তাই এদেশের মানুষের চেহারা একেক রকম। কিন্তু তাদের স্বভাব চরিত্রে একইধরনের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য চোখে পড়ে। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ অমি আজাদ সেসব বৈশিষ্ট্য নিয়ে হাস্যরস সহকারে নিয়মিতভাবে টুইট করছেন #আমিবাংলাদেশী হ্যাশট্যাগ যোগ করে।
অমি আজাদ পেশায় একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। বর্তমানে কাজ করছেন সিঙ্গাপুর ভিত্তিক জিডিপি-গ্লোবাল-এ। রিয়েলিটি বাইটস নামে তার একটি ব্লগও রয়েছে। এখানে তিনি তথ্যপ্রযুক্তির পাশাপাশি নানা বিষয় নিয়ে লিখে থাকেন। বেশ কয়েকমাস ধরে তিনি বাঙ্গালীদের চরিত্র নিয়ে কৌতুক সহকারে টুইট করছেন তার পাঠকদের কাছে।
রিক্সা চালানোর বাংলাদেশের একটি খুব সাধারণ পেশা। বিপুল সংখ্যক মানুষ এই পেশায় নিয়োজিত। তারা বিভিন্ন অজুহাতে যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া দাবি করেন:
রোদ হলে, বৃষ্টি হলে, ছুটির দিনে, খুব সকালে, সন্ধ্যার পরে – মোটামুটি সব অযুহাতেই ভাড়া একটু বেশী! #আমিবাংলাদেশী রিক্সা ওয়ালা!!
— Omi Azad (@omiazad) July 24, 2017
বাংলাদেশি কম্পিউটার ব্যবহারকারীদের অনেকেই চোরাই সফটওয়্যার ব্যবহার করেন। এদের মধ্যে অনেকেরই লাইসেন্স কিনে সফটওয়্যার ব্যবহার করার ক্ষমতা রয়েছে। তবুও তারা চোরাই সফটওয়্যার ব্যবহার করেন:
আমি কম্পিউটার ব্যবহার করে যত টাকাই রোজগার করি-না-কেনো, মরে গেলেও সফটওয়ার টাকা দিয়ে কিনে ব্যবহার করবো না!! #আমিবাংলাদেশী
— Omi Azad (@omiazad) July 23, 2017
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি। আর ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি। এদের বড় অংশই অনলাইনে লিখতে গেলে ইংরেজি হরফে বাংলা লিখে থাকেন। অথচ বাংলা ভাষা প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ প্রাণ দিয়েছেন।
বাংলা আমার গর্ব! কিন্তু আমি সবসময় ইংরেজী হরফে বাংলা লিখবো!! #আমিবাংলাদেশী
— Omi Azad (@omiazad) July 19, 2017
যত্রতত্র রাস্তা পার হওয়ার বাঙালির আরেকটি কমন বৈশিষ্ট্য। অমি আজাদ টুইট করেছেন:
আমরা সবসময়ই ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হবো… #আমিবাংলাদেশী
— Omi Azad (@omiazad) July 17, 2017
শুধু তাই নয়। হর্ন শুনেও আমরা রাস্তা থেকে সরে যাই না, সেটার দিকে ইঙ্গিত করে লিখেছেন:
চলার পথে হর্ণ দিয়ে আপনি হাতি/জলহস্তি/গন্ডার সরাতে পারবেন, আমাকে পারবেন না। #আমিবাংলাদেশী
— Omi Azad (@omiazad) August 9, 2017
অমি আজাদ এরকম আরো কিছু চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে টুইট করেছেন:
অন্য ব্যাংকের এটিএম থেকে ১৫ টাকা ফি দিয়ে টাকা তুলবোনা। কিন্তু তার বেশী রিক্সা ভাড়া দিয়ে আমার ব্যাংকের বুথে যাবো! #আমিবাংলাদেশী
— Omi Azad (@omiazad) August 3, 2017
প্রতি মাসে ময়লার ভ্যানকে চাঁদা দিলেও ময়লা আমরা জানালা দিয়েই ফেলি। #আমিবাংলাদেশী
— Omi Azad (@omiazad) July 29, 2017
ঠিকভাবে আমার ঠিকানা কিভাবে লিখতে হয়, আমি এখনো জানিনা। আমাদের মধ্যে অনেকে GPA 5 #আমিবাংলাদেশী
— Omi Azad (@omiazad) July 23, 2017
আপনার অফিস সকালে শুরু হতে পারে, আমি ১০টার আগে ডিউটিতে আসিনা। #আমিবাংলাদেশী @Uber ড্রাইভার
— Omi Azad (@omiazad) August 24, 2017
আর এতসবের পরেও বাঙ্গালীরা তাদের চারিত্রিক বৈশিষ্ট নিয়ে সন্তুষ্ট ও গর্বিত। একটি নামকরা বাগধারা পরিবর্তন করে অমি আজাদ সেটাই প্রকাশ করছেন।
আপনারে বড় বলে বড় সেই হয়, লোকে যারে বড় বলে সেই বড় নয়!! #আমিবাংলাদেশী
— Omi Azad (@omiazad) July 31, 2017