- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তাজিকিস্তানের অনলাইনে বিরোধী দলের শোচনীয় দশা

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, তাজিকিস্তান, কৌতুক, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম, রাজনীতি

পূর্ব তাজিকিস্তানের পর্বত সমূহ। ছবি পিক্সাবে-এর, ক্রিয়েটিভ কমন্স-এর মাধ্যমে ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারী নাদোর্গ এটি আপলোড করেছে।

তাজিকিস্তানের বিরোধী নেতা হতে যাচ্ছেন এমন এক ব্যক্তি কীভাবে সোশ্যাল মিডিয়া তার উপস্থিতি প্রতিষ্ঠিত করবে? আব্দুল মান্নোন শেরালিয়েভ, যিনি নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান এর এক সদস্য, এই বিষয়ে তার কিছু বিদ্রূপাত্মক চিন্তা রয়েছে।

শেরালিয়েভ-এর ফেসবুকের পাতায় [1] তুলে ধরা তার এক প্রবন্ধের সারাংশ এখানে প্রকাশ করা হল, যা এপ্রিলে প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় উপস্থিতির ক্ষেত্রে তার নির্দেশনার মধ্যে রয়েছে ভুয়া অনুসারী বা ফলোয়ার দিয়ে কৌশলগত সেলফি তোলা এবং তাদের নিয়ে ট্রোল বা মজা করার কৌশল–দৃশ্যত এটি রাজনৈতিক বহিরাগতদের জন্য অনেক বেশী প্রাসঙ্গিক, যারা সমর্থনের জন্য এক ভিত্তি গড়ে তুলতে চায়, তা সে তাজিকিস্তান বা অন্য যে কোন রাষ্ট্রে হোক না কেন [2]

শেরালিয়েভ যে সমস্ত উপদেশ প্রদান করেছে তা নীচে তুলে ধরা হল :

  • Пеш аз ҳама эълон кунед, ки ба хотири мубориза ва хидмат ба мардум, ҳаракати сиёсие бунёдгузорӣ кардаед. Беҳтар аст, ки номи ҳаракат пурсадову ҷарангосӣ бошад;
  • Бо 10-15 номҳои сохта дар шабакаҳои иҷтимоӣ саҳифа боз кунед (бо истилоҳи имрӯза – фейк);
  • Ҳар чӣ аз номи худатон навиштед, тавассути ин фейкҳо таблиғ кунед;
  • Ин фейкҳо бояд шуморо муборизи сарсахт, донишманди тавоно, дӯстдори миллат, сиёсатмадори бузург ва ғайра муаррифӣ кунанд;
  • Ҳар чӣ шумо навиштед бояд тавассути ин “шогирдон”-атон шарҳнависӣ ва бознашр шавад;
  • প্রথমত, ঘোষণা করতে হবে যে জনতার সেবার জন্য এক রাজনৈতিক আন্দোলন খুঁজে পাওয়া গেছে। এর এমন এক নাম প্রদান করতে হবে যেন তা আন্দোলনের জন্য আবেদন তৈরি করতে সক্ষম হয়।
  • সোশ্যাল মিডিয়ায় ১০-১৫টা ভুয়া একাউন্ট খুলতে হবে;
  • নেতার একাউন্টে যা পোস্ট করা হবে, ভুয়া একাউন্ট দিয়ে তা সবার সামনে তুলে ধরতে হবে;
  • এই সকল ভুয়া একাউন্ট আপনাকে সবার সামনে এক উচ্চ শিক্ষিত নাগরিক, লড়াকু যোদ্ধা, স্বদেশপ্রেমী, প্রখ্যাত রাজনীতিবীদ ও এই ধরনের গুণসম্পন্ন নাগরিক হিসেবে তুলে ধরবে।;
  • নেতার পোস্টে যাই লেখা হোক না কেন, তাতে লাইক প্রদান, মন্তব্য করা এবং ও সেগুলো শেয়ার করবে ঐ সকল ভুয়া অনুসারীরা”.

নেই কার্যকরী বিরোধী দল

শেরালিয়েভ-এর এই নির্দেশনার বিষয়ে আরো বিস্তারিত কিছু তুলে ধরার আগে এটি বলা প্রয়োজন যে তাজিকিস্তান প্রচলিত, পরিপূর্ণ সাধারণ কোন বিরোধী দলের অভাব রয়েছে, যার জন্য দায়ী তাজিক সরকার, যারা এমনকি খুব হালকা/সামান্য সমালোচনাও সহ্য করতে নারাজ।

দেশটির কিছু প্রখ্যাত অনলাইন বিরোধী নেতার প্রতি শেরালিয়েভের উন্নাসিকতা-বিশেষ করে যে সমস্ত নেতারা বিশেষ করে দেশের বাইরে অবস্থান করছে-এর কারণ হতে পারে সম্ভবত শেরালিয়েভ-এর মর্যাদা, যা অর্জন করেছেন দেশটির সর্বশেষ সত্যিকারের প্রধান বিরোধী দলের একজন সদস্য হিসেবে।

তুলনামূলক সহজ বিরোধী যে শক্তি দেশটির একেবারে সাম্প্রতিক সময় পর্যন্ত সংসদে ছিল, সেই আইআরপিটির সদস্যরা লুকিয়ে যেতে বাধ্য হয় বিশেষ করে যখন তাজিকিস্তানের কর্তৃত্ব পরায়ণ সরকার হঠাৎ করে ২০১৫ সালে এই দলটিকে নিষিদ্ধ করে এবং গত বছর দলটির গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে জেলে পাঠিয়ে দেয়।

কিন্তু যেহেতু তাজিকিস্তানের ফেসবুক ভিত্তিক অনলাইন বিরোধী দল দেশটির প্রতিদিনের দমন নিপীড়নের মাঝে বাস করে না, যেমনটা মধ্য এশিয়ার এই দেশটিতে আইআরপিটি দলের সদস্যরা দলটির বৈধ অস্তিত্বের ইতি ঘটার পরে যে ঘটনার মুখোমুখি হচ্ছে, তার মানে এই নয় যে এই অনলাইনবাসীরা বিপদ মুক্ত জীবন উপভোগ করে।

যেমন এর এক উদাহরণ উমারালি কুভাতভ, যিনি বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দল গ্রুপ্পা ২৪-এর নেতৃত্ব প্রদান করতেন, ২০১৫ সালে তাকে ইস্তাম্বুলে গুলি করে হত্যা করা হয় [3], সম্ভবত তার আগে তাকে বিষ প্রয়োগ করা হয়। এই দলের অন্য গুরুত্বপূর্ণ সদস্যরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, তাদের অভিযোগ তারা দুটি দেশের সীমান্তে হয়রানির শিকার হয় এবং নজরদারির মধ্যে রয়েছে।

যে সময় কুভাতোভাসকে খুন করা হয় শে সময় তাজিকিস্তান গ্রুপ্পা ২৪কে সন্ত্রাসবাদী দল হিসেবে ঘোষণা করে, যদিও দলটির অপরাধ দৃশ্যত দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা রাষ্ট্রপতি এমমালী রাখমনকে নিয়ে তোষামোদ বিহীন মেমে পোস্ট করা। যদিও দলটি দেশের ৮৫ লক্ষ নাগরিকের এক অসফল বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

কিন্তু শেরালিয়েভ নিঃসন্দেহে সঠিক ভাবে এই বিষয়টি উল্লেখ করেছে যে গ্রুপ্পা ২৪ এবং একই ধরনের বিরোধী মানসিকতার দলগুলোর পোস্টের জনপ্রিয়তা বৃদ্ধি ঘটে তাদের ভুয়া অনুসারীদের দ্বারা [4]-কারণ সত্যিকারের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কোন পোস্টে লাইক দেওয়ার ক্ষেত্রে ক্রমশ ভীত হয়ে উঠেছে-যা তাদের একভাবে মর্মস্পর্শী অভিজ্ঞতা প্রদান করে।

তার এই হালকা চালে বলা গুরুত্বপূর্ণ পোস্টে, শেরালিয়েভ একই সাথে বিবেচনা করছে কী ভাবে ভুয়া অনুসারীরা এক দূরবর্তী এবং ধারাবাহিক অনলাইন আচরণ গ্রহণ করবে যাতে সম্ভাব্য বিরোধী নেতা হতে যাওয়া নাগরিকের প্রোফাইল উন্নত করা যায়।

  • Ҳар як аз ин фейкҳо бояд хислату ақидаи худро дошта бошад. Масалан яке аз онҳо нақши “энгри бёрд”-ро дошта бошаду ҳар касе зиди шумои азиз ҳарфе гуфт худфидоёна алайҳаш битозад, якеи дигар нафари мулоиму боҳикмат ва насиҳатгар бошад;
  • Мувозиб бошед, то онҳоро бо ҳам иваз накунед. Яъне нашавад, ки аз номи нафари боҳикмату насиҳатгар ворид шуда, нақши “энгри бёрд”-ро бозӣ кунед;
  • প্রতিটি ভুয়া একাউন্টের একটি নির্দিষ্ট চরিত্র এবং নীতি থাকতে হবে। যেমন এক উদাহরণ, যখন এদের একজন এ্যাংরি বার্ড বা ক্ষুব্ধ ব্যক্তির ভূমিকা পালন করবে এবং নেতার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণকারী বিরুদ্ধে নির্মম ভাবে আক্রমণ চালাবে, তখন অন্য একজন অনেক সহনশীল শব্দ ব্যবহার করবে, অনেক বেশী কূটনৈতিক পরিভাষা ব্যবহার করবে।
  • তবে এই সকল ভূমিকা মিশিয়ে ফেলার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সমর্থককে আরো নরম, আরো কূটনৈতিক ভুয়া একাউন্ট দিয়ে লগ ইন করতে হবে, যেন তাকে ক্ষুব্ধ নাগরিকের ভূমিকা পালন করতে না যায়।

নাগরিকদের সাথে যুক্ত হওয়া

কিন্তু সত্যিকারের নাগরিকদের ক্ষেত্রে কী ঘটবে? এমন কী এই সকল উদ্দীপক রাজনীতিবিদেরা দেশটিতে বাস করেও থাকে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম কোনদিন তাদের চেহারা দেখায় না।
জাতীয় প্রচার মাধ্যমে কেবল শাসকদের জন্য-যার মানে হচ্ছে অনলাইন বিরোধীদের অন্য কোথাও মুখ দেখাতে হবে-এবং নিয়মিত ইন্টারনেট প্রবেশকারী দেশটির এক পঞ্চমাংশ নাগরিকদের কাছে আবেদনের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ।

  • Бо ҳар касе чой нӯшидед, сӯҳбат кардед, тасодуфан дар кӯча вохӯрдед, аз нафари раҳгузаре хоҳиш кунед шуморо аксбардорӣ кунанд;
  • Ҳамеша вақти аксбардорӣ чунон вонамуд кунед, ки хеле ҷиддӣ ҳастед ва бо мусоҳибатон сӯҳбати муҳиме анҷом медиҳед;
  • Беҳтар аст мусоҳибатон хориҷӣ ва синнаш аз 40 боло бошад. Бо ин роҳ метавонед ӯро ягон вазири масалан Ҳолланд муаррифӣ кунед;
  • যখনই আপনার সুযোগ হবে কারো সাথে এক কাপ চা খাওয়ার অথবা রাস্তায় ঘটনাক্রমে কারো সাথে দেখা হলে, অথবা আলাপ হলে, এক পথিককে আহ্বান জানান দুজনের যুগলবন্দী এক ছবি তোলার;
  • ছবিতে ভাব গাম্ভীর্য বজায় রাখুন এবং ভান করুন যেন কোন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে।;
  • ভাল হয় যদি ছবির উক্তি ব্যক্তিটি যদি এক বিদেশী হয় এবং ৪০ বছরের বেশী হয়, আর তাকে আপনি বিদেশী কোন কেউকেটা, যেমন হল্যান্ডের মন্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন;

রাজ্যহীন রাজা

সাম্প্রতিক বছরগুলোয়, তাজিকিস্তানের ইন্টারনেটের গতি ক্রমশ ধীরগতিতে পরিণত হয়েছে এবং রাজনৈতিক নিপীড়নের বিষয়টি আরো জোরালো হওয়ার কারণে ব্যবহারকারীরা রাজনৈতিক পোস্ট প্রদান এড়িয়ে চলেছে, কিন্তু এ রকম পোস্ট যদি এক নিবেদিত প্রাণ অনুসারীকে আকর্ষণ করে, তাহলে কী হবে?

যেমনটা শেরালিয়েভ-এর ক্ষেত্রে ঘটেছে, যার পোস্ট ১৪০টি লাইক পেয়ছে, তার ব্যাখ্যা হচ্ছে দেশটির অনলাইনে অবস্থান করা বিরোধীদলের সদস্যরা এক অর্থহীন বেদনার দ্বারা নির্ধারিত হয়:

Дар натиҷа, баъди ин таблиғҳо, як гурӯҳи дигаре аз шогирдони воқеъӣ пайдо хоҳед кард, ки хоҳанд пиндошт шумо ҳамон нафаре ҳастед, ки “шогирдонатон” муаррифӣ мекунанд ва шумо ба як лидери…. фейсбукӣ табдил мешавед. Бале танҳо фейсбукӣ.

এই সকল প্রচারণা যদি কাউকে সত্যিকারের একদল অনুসারী খুঁজে দেয় যে এই রকম এক নেতাকে সত্যিকার অর্থে সবার সামনে তুলে ধরে, সেক্ষেত্রে এ রকম ব্যক্তির ফেসবুক নেতা হওয়ার জন্য তার ফেসবুক স্ট্যাটাস প্রয়োজন। কিন্তু সে কেবল ফেসবুকে নেতা হয়ে থাকবে, তার চেয়ে বেশী কিছু নয়।