মায়ানমারের শান প্রদেশের থানডাউয়াং প্রদেশের হাটবারের দৃশ্য

নায়াং শায়ে থেকে চার চাকার যানের এক ঘণ্টার দূরত্বে অবস্থিত থানডাউয়াং গ্রাম ইন লে হ্রদের পশ্চিমে অবস্থিত (ছবি এবং শিরোনাম চ্যান সন/ দি ইরাওয়াদ্দির)।

এই ছবি প্রবন্ধের লেখক দি ইরাবতীর চ্যান সন এর। দি ইরাবতী হচ্ছে মায়ানমারের এক স্বাধীন সংবাদ ওয়েবসাইট, আর লেখা বিনিময় চুক্তির অধীনে এই প্রবন্ধটি গ্লোবাল ভয়েসেস-এ পুনরায় প্রকাশিত হয়েছে।

শান প্রদেশের ইনলে হ্রদের পাশে সপ্তাহে পাঁচ দিন এর বিভিন্ন এলাকায় বাজার বসে, যা নির্দিষ্ট সময়ে আবার পূর্বের স্থানে ফিরে আসে, যে সমস্ত বাজারে প্রাণোচ্ছল দৃশ বিদ্যমান, বিশেষ করে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীরা লোকের এখানে পণ্য ক্রয়বিক্রয় করতে আসে, যার মধ্যে রয়েছে ইনথা এবং পা-ও জাতি। তারা প্রতিদিন এক জায়গা থেকে ওন্য জায়গায় যায় তাদের পণ্য ও পোষাক বিক্রি করার জন্য।

হ্রদের পাড়ে বেশ কিছু গ্রাম যেমন ইনডেইন, নামপান, থাউয়াং থাও এবং খাওয়াং দিয়াং-এ এই সকল হাট বসে, আর এই সকল হাটের প্রধান পাঁচটি এলাকা হচ্ছে নিয়াং শাউই( ইয়াওয়াংহেউই), হেহো, তাওয়াংগি, মিয়াং থায়ুক এবং শেহউই নিয়াং। চন্দ্র মাস অনুসারে এই সকল বাজার বসে, পূর্নিমা বা অমাবস্যায় হাট বন্ধ থাকে।

নিয়াং শেহউই থেকে হৃদের পশ্চিম পার্শ্বে গাড়িতে করে এক ঘন্টার দূরত্বে অবস্থিত থানডাউয়াং গ্রাম যার রয়েছে নাম্পান-এর চেয়ে কম আকর্ষণীয় এক বাজার। কী ভাবে স্থানীয়রা কেনাবেচা করে সে বিষয়ে এই হাট এক বিশ্বাসযোগ্য সুযোগ প্রদান করে। সাধারণত বিক্রেতার সূর্য ওঠার আগে থেকে এই হাটবারের জন্য প্রস্তুত হতে থাকে এবং দুপুর পর্যন্ত হাটের কেনাবেচা চলতে থাকে।

থানডাউয়াং হাটের আকর্ষণ প্রতিবেশী ইনডেইন এবং নামপান হাটের চেয়ে কম (ছবি এবং শিরোনাম চ্যান সান/ দি ইরাবতী)

হ্রদ থেকে থানডাউয়াং বাজারের দূরত্ব মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথ (ছবি এবং শিরোনাম চ্যান সান/ দি ইরাবতী)

থানডাউয়াং বাজারের ফুল বিক্রেতারা (ছবি এবং শিরোনাম চ্যান সান/ দি ইরাবতী)

এক দম্পতি বাজারে লোহার তৈজসপত্র বিক্রি করছে (ছবি এবং শিরোনাম চ্যান সান/ দি ইরাবতী)

বাজারের সম্মুখ অংশে এক ব্যক্তি দাঁড়িয়ে, যেখানে মুরগী বিক্রি হয়( (ছবি এবং শিরোনাম চ্যান সান/ দি ইরাবতী)।

নাইয়াং শেহউই থেকে থানডাউয়াং বাজার যাওয়ার পথের দৃশ্য

খুব সকালে এক নারী থানডাউয়াং বাজারের এসে হাজির (ছবি এবং শিরোনাম চ্যান সান/ দি ইরাবতী)

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .