নেট-নাগরিক প্রতিবেদন: ভেনিজুয়েলার সংঘাত রাস্তা থেকে পর্দায় সরে আসছে

২০১৪ সালে মারাকাইবোতে ভেনিজুয়েলার বলিভারীয় জাতীয় পুলিশের একজন কর্মকর্তা বিক্ষোভকারীদের পর্যবেক্ষণ করছে। ছবি: মারিয়া আলেজান্দ্রা মোরা (সিসি বাই-এসএ ৩.০)

গ্লোবাল ভয়েসেস এডভোকেসির নেট-নাগরিক প্রতিবেদন বিশ্বজুড়ে ইন্টারনেটের অধিকারগুলির চ্যালেঞ্জ, জয়লাভ ও উদীয়মান প্রবণতার একটি সংক্ষিপ্ত আন্তর্জাতিক চিত্র প্রদান করে।

২8 জুন রাতে সারা ভেনিজুয়েলার ইন্টারনেট ব্যবহারকারীরা একাধিক প্রধান প্রধান ওয়েব এবং সামাজিক গণযোগাযোগ মাধ্যমের সাইটগুলো অন্ধকার হয়ে যাওয়ার অভিযোগ করেছে। মিডিয়া সংস্থা ভেনেজুয়েলা ইন্তেলিজেন্তের মতে:

রাজ্যের ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী ক্যানটিভির ডিএনএস (যে সব সার্ভার ডোমেইন নেমগুলোকে আইপি এ্যাড্রেসে অনুদিত করে থাকে) সার্ভারগুলি ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং পেরিস্কোপের জন্যে ডিএনএস অনুরোধগুলিতে সাড়া না দেয়ায় ব্যবহারকারীরা এসব প্লাটফর্মে প্রবেশ করতে পারছিলো না।

এক ঘন্টা পর ব্যবহারকারীরা আবার সেই সাইটগুলিতে প্রবেশ করতে  করতে সক্ষম হয়। সেন্সরশিপের এই তরঙ্গটি এসেছে যখন ভেনিজুয়েলার সরকার রেকর্ড মাত্রার জনগণের বিরোধিতা এবং অস্থিরতা এবং দেশব্যাপী ব্যাপক ক্ষুধা ও জনস্বাস্থ্যের হুমকি সৃষ্টিকারী দ্রুত দ্রুত বেড়ে ওঠা অর্থনৈতিক সংকটের সম্মুখীন।

২০১৬ সালের মে মাসে সরকারের একটি জরুরী অবস্থা (যা এখনও চলমান) ঘোষণা এবং আনুষ্ঠানিকভাবে অনলাইন বিষয়বস্তু পরিশোধন অনুমোদনের পর থেকে ইন্টারনেটে প্রবেশের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। ২০১৬ সালের মে মাসে প্রকাশিত সেন্সরশিপের সূচক দেশে ৪১টি ওয়েবসাইট অবরুদ্ধ থাকার প্রমাণ প্রকাশ করেছে

জনসাধারণের অস্থিরতা সৃষ্টিকারী বক্তৃতা নিয়ন্ত্রণের জন্যে কর্তৃপক্ষ হয়তো সামাজিক গণযোগাযোগ মাধ্যম সেন্সরশীপকে একটি কার্যকর স্বল্পমেয়াদী প্রক্রিয়া হিসেবে দেখে থাকতে পারে, তবে তারাও তাদের নাগরিকদের সাথে যোগাযোগ করার জন্যে ইন্টারনেটে প্রবেশাধিকারের উপর নির্ভর করে।

মাত্র গত সপ্তাহেই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনিজুয়েলাতে প্রাক্তন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সমর্থক হিসেবে পরিচিত ১৮০ জন সরকারী কর্মচারী ও শ্যাভেজপন্থীদের অ্যাকাউন্টের স্থগিতাদেশের জন্যে টুইটার কর্মীদের তদন্ত করার জন্যে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। মাদুরো “সামাজিক গণযোগাযোগ মাধ্যমে যুদ্ধ” অব্যহত রাখতে হাজার হাজার নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্যে দায়ী টুইটার কর্মকর্তাদের পরিচয় “প্রকাশ” করার প্রতিজ্ঞা করেছেন।

ভিয়েতনামী একজন ব্লগার জেলে, অন্যজন বাধ্যতামূলক নির্বাসনে

২০০৯ সালের ২৯ জুন তারিখে ভিয়েতনামী মানবাধিকার ব্লগার এবং কমিউনিটির নেতা (মাশরুমের মা নামে ব্লগ করা) ঙ্গুয়েন ঙ্গক নহু কুইনকে ফেসবুক এবং বিদেশী প্রচার মাধ্যমগুলির সাথে বিভিন্ন সাক্ষাত্কারে সরকারী নীতিমালা বিকৃত করা এবং কমিউনিস্টকে শাসকগোষ্ঠীর সুনামহানীর জন্যে দোষী সাব্যস্ত করে খান হোয়া জেলা আদালত ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।

ভিয়েতনাম কর্তৃপক্ষ ২৪ জুন তারিখে অধ্যাপক ফাম মিন হোয়াংকে নির্বাসনে  বহিষ্কারে বাধ্য করেছে। মে  মাসে হোয়াংয়ের নাগরিকত্ব কেঁড়ে নিয়ে ২৩ জুন তারিখে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। তিনি বলেছেন, কর্তৃপক্ষ তাকে ২৪ ঘণ্টা আটকে রেখে প্যারিসগামী একটি বিমানে জোর করে উঠিয়ে দিয়েছে। তিনি এখন তার স্ত্রী ও কন্যা সন্তানের কাছ থেকে বিচ্ছিন্ন এবং তার অসুস্থ বড় ভাইয়ের যত্ন নিতে পারছেন না। ব্লগার এবং ভিয়েতনামী গণতান্ত্রিক রাজনৈতিক আন্দোলন – ভিয়েত ট্যানের সদস্য হোয়াংকে ২০১০সালের শুরুতে ১৭ মাস আটক রাখা হয়েছিল। তার মুক্তির পর থেকে তিনি সাইবার নিরাপত্তা, মানবাধিকার ও নেতৃত্বের দক্ষতার উপর প্রশিক্ষণ পরিচালনা করেছেন। “আমি এখনো কোন একদিন ভিয়েতনামে ফিরে এসে বসবাস এবং মৃত্যুবরণ করার একটু আশা করি,” তিনি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন।

কিউবার স্বাধীন সাংবাদিক ‘মিথ্যা সংবাদ’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার

কিউবার রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তারা কিউবার সাংবাদিক ম্যানুয়েল আলেহান্দ্রো লিওন ভেলাজকেজকে গুয়ানতানামো প্রদেশে গ্রেপ্তার করে দুই দিন আটকে রেখেছিলো। পুলিশ ইলেকট্রনিক যন্ত্রপাতি, মোবাইল ফোন, কয়েকশ ডলার মূল্যের মার্কিন, ইউরোপীয় ও কিউবান মুদ্রা এবং তার পাসপোর্ট ও প্রেস কার্ড জব্দ করেছে। লিওন ভেলাজকেজ স্বাধীন সংবাদ ওয়েবসাইট কিউবার ডায়েরির একজন প্রতিবেদক হিসেবে পূর্ব কিউবাতে হারিকেন ত্রাণ প্রচেষ্টা এবং পরিকাঠামো চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন।  এবং ডায়রির ডি কিউবার জন্যে জুড়ে রয়েছে।  ৩ জুলাই তারিখে বৈঠক করার জন্যে তাকে ডেকে পাঠিয়ে পুলিশ তাকে “মিথ্যা সংবাদ” বিতরণের দায়ে অভিযুক্ত করেছে।

মরক্কোর ওয়েব সম্পাদক আটক এবং বিচারের অপেক্ষায়

ভিডিও সাংবাদিক এবং সংবাদ ওয়েবসাইট রিফ২৪-এর পরিচালককে জুন মাসের ৬ তারিখে মরোক্কোর রিফ অঞ্চলে গ্রেপ্তার করা হয়েছে যেখানে বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল ২০১৬ সালের অক্টোবর থেকে অবনতিশীল অর্থনীতি, দুর্বল অবকাঠামো ও সরকারি দুর্নীতি। বর্তমানে মোহাম্মদ আল-আসরিহি আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া সাংবাদিকতা চর্চা এবং বাইরের “বিচ্ছিন্নতাবাদীদের” কাছ থেকে বিদেশী তহবিল সংগ্রহসহ নানা অভিযোগে প্রাক-বিচারের আটকাবস্থায় রয়েছেন। তিনি কাসাব্লাংকার উকাচা কারাগারে নির্জন কারাবাস ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।

থাই নির্দেশে ইউটিউব চার্লি চ্যাপলিনের ‘গ্রেট ডিকটেটর’ সেন্সর করেছে

থাইল্যান্ডের সামরিক সমর্থিত সরকারের নির্দেশে চার্লি চ্যাপলিনের ‘দি গ্রেট ডিক্টেটর’ ভিডিওটি ইউটিউবে অবরুদ্ধ করা হয়েছে। জুনের ২৪ তারিখে ইন্টারনেট ব্যবহারকারীরা থাই সাবটাইটেল সম্বলিত ভিডিও ক্লিপটি  পাওয়া যাচ্ছে না  বলে রিপোর্ট করেছে। ভিডিওটির পরিবর্তে পৃষ্ঠাটিতে স্ট্যান্ডার্ড বার্তাটি প্রদর্শিত হচ্ছে: “সরকারের একটি আইনি অভিযোগের কারণে এই দেশটির ডোমেইনে এই বিষয়বস্তুটি পাওয়া যাবে না।”

কৌতুকাভিনেতা চ্যাপলিনের হলিউড চলচ্চিত্র “দ্য গ্রেট ডিটেক্টর”-এ ১৯৪০ সালে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের উত্থানকে ব্যাঙ্গ করা হয়েছে। ১৯৩২ সালের ২৪ জুন তারিখে থাইল্যান্ডে নিরংকুশ রাজতন্ত্রের পরিসমাপ্তি ঘটানো বিপ্লবের স্মৃতি স্মরণ করা হয়।

চীনা নেট-নাগরিকদের ভিপিএন ব্যবহারের দিন ফুরিয়ে আসছে

ইন্টারনেট ব্যবহারকারীরা অনুমান করছে যে ১ জুলাই ২০১৭ থেকে মূল ভূখণ্ডে চীনে ব্যক্তিগত ব্যবহারের জন্যে অধিকাংশ ভিপিএন অ্যাপ্লিকেশন আর পাওয়া যাবে না। ১ জুলাই থেকে জনপ্রিয় ভিপিএন পরিষেবা প্রদানকারী গ্রিন তাদের অপারেশন বন্ধ ঘোষণা করার পর থেকে টুইটার এবং ওয়েইবোতে অননুমোদিত ভিপিএনগুলির উপর রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা্র কানাঘুষা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ থেকে চীনের ক্ষমতার হংকং হস্তান্তরের ২০তম বার্ষিকী চিহ্নিত করে বলে তারিখটি সংবেদনশীল। তবে সরাসরি সংযোগের চূড়ান্ত কোন প্রমাণ নেই। এই পদক্ষেপটি হয়তো একটি আসন্ন নিষেধাজ্ঞা আরোপ ত্বরান্বিত করাকে নির্দেশ করে। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এটি ২০১৮ সালের মার্চ মাস থেকে অননুমোদিত ভিপিএনসহ “অবৈধ পরিষেবা” নিষিদ্ধ করে দিবে।

কেনীয় কর্মকর্তারা নির্বাচনের দিন ইন্টারনেট বন্ধ না করার অঙ্গীকার করেছে

সাম্প্রতিক নির্বাচনে গ্যাবন ও গাম্বিয়া নেটওয়ার্ক নেটওয়ার্ক বন্ধ করে  রাখার পর আগামী ৮ আগস্ট নির্বাচনের সময় কেনিয়ার নির্বাচনে তাদের পদাঙ্ক অনুসরণ করবে কিনা উৎসুক মন জানতে চায়। কেনিয়ার আইসিটি মন্ত্রীপরিষদ সচিব জো মুচেরু আশ্বস্ত করেছেন, “আমরা একটি ডিজিটাল দেশ আর এটা আমাদের উদ্দেশ্য নয়। এটা এমনকি দূরবর্তী পশ্চাদপসরনও নয়।”

ঘৃণামূলক কথাবার্তা নিয়ে ফেসবুকের ভণ্ডামি উন্মুক্ত

গোপণে পাওয়া নথি দেখে প্রোপাবলিকা প্রদর্শন করেছে কিভাবে ফেসবুক মডারেটরদেরকে ঘৃণাত্মক বক্তব্য অপসারণ করতে – অথবা সংরক্ষণ করতে – উপদেশ দেয়। অন্যান্য নির্দেশনাগুলোর মধ্যে নির্দেশিকাগুলি মডারেটরদেরকে জনগণের মধ্যেকার “সুরক্ষিত শ্রেণিগুলো”র উদ্দেশ্যে – একটি উদাহরণে সাদা পুরুষদের, কিন্তু কালো শিশুদেরগুলো নয়- করা ঘৃণাত্মক বক্তব্যগুলোকে মুছে ফেলতে বলেছে।

ফেসবুক গবেষকদের অনুরোধ স্বত্ত্বেও জবাবদিহিতা এবং নির্বাচনের সময় জালিয়াতিমূলক বিজ্ঞাপনগুলি প্রতিরোধের জন্যে গুরুত্বপূর্ণ সাইটটিতে পোস্ট করা রাজনৈতিক প্রচারের বিজ্ঞাপনগুলি সম্পর্কে উপাত্ত প্রকাশ করবে না। মার্কিন টেলিভিশনের সম্প্রচারকারীদের বিজ্ঞাপনের খরচ এবং সময়সূচী সম্পর্কে বিস্তারিত জানাতে হয়। কিন্তু সম্প্রচারিত বিজ্ঞাপনগুলির পরিবর্তে ডিজিটাল মাধ্যমের দিকে বড় ধরনের ঝোঁক সত্ত্বেওঅনলাইন বিজ্ঞাপনের ক্ষেত্রে এই তথ্যগুলো এতো সহজে পাওয়া যায় না।

গুগল আমাদের কিছু ইমেল গোপনীয়তা ফিরিয়ে দিতে পারে

লক্ষিত বিজ্ঞাপনের উদ্দেশ্যে জিমেইল তাদের ব্যবহারকারীদের ইমেজগুলির বিষয়বস্তুগুলোকে দীর্ঘদিন ধরে স্ক্যান করে চলছে। কোম্পানির একটি ঘোষণা অনুযায়ী এই বছরের শেষের দিকে এই চর্চাটি শেষ হতে পারে যে সিদ্ধান্তটিকে গোপনীয়তার সমর্থকদের সতর্কভাবে স্বাগত জানাচ্ছে।

নেট-নাগরিক সক্রিয়তা

নারীর বিরুদ্ধে সহিংসতা বিষয়ে জাতিসংঘের বিশেষ দূত  সংবেদী নারী ও মেয়েদের বিরুদ্ধে অনলাইন সহিংসতার একটি প্রতিবেদনের জন্যে তথ্য আহবান করছে। অবশ্যই ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখের মধ্যে জমা দিতে হবে।

ইমেলের মাধ্যমে নেটিজেন প্রতিবেদন পাওয়ার জন্যে গ্রাহক হোন

 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .