
রোববার সকালে ইয়ারোস্লাভ এক আঞ্চলিক প্রসিকিউশন অফিসের নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করা বার্তার একটি স্ক্রিনশট।
আগামীকাল (১২ জুন, ২০১৭) রাশিয়ায় দেশজুড়ে দূর্নীতি বিরোধী এক বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঘটনাক্রমে সে দিনটি রুশ দিবস হিসেবে পালন হয়ে থাকে। হ্যাকাররা ইয়ারাস্লাভ এক-এর স্থানীয় প্রসিকিউশন অফিসের ওয়েব সাইট হ্যাক করে এবং সেখানে এক রসিকতাপূর্ণ বার্তা রেখে যায় যার অর্থ হচ্ছে “গৃহে থাকুন, নয়তো আমরা ডিমোনের কাছে পাঠানোর পরিবর্তে আপনাকে কারাগারে পাঠিয়ে দেব”।
ডিমোন হচ্ছে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভের ডাক নাম। যখন বিরোধী নেতা আলেক্সি নাভালনেই দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান “তিনি আপনাদের জন্য কোন অশুভ কেউ নন” নামের একটি চলচ্চিত্র ২ মার্চ, ২০১৭ তারিখে প্রকাশ করে, তারপর থেকে এই নামটি ব্যাপক ভাবে ব্যবহৃত হচ্ছে। এই চলচ্চিত্র রাশিয়ার প্রশাসনের শীর্ষে অবস্থান করা ব্যক্তিদের দূর্নীতি বিস্তারিত ভাবে তুলে ধরেছে, যার মধ্যে মেদভেদেভও অর্ন্তভুক্ত এবং এই চলচ্চিত্র ২৬ মার্চে সারা রাশিয়া ব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভের এক অনুঘটক হিসেবে কাজ করেছে।
হ্যাকাররা ইউটিউব ভিডিওর “তিনি আপনাদের জনা ডিমোন নন”, গানটি প্রসিকিউশন অফিসের ওয়েবসাইটে জুড়ে দেয় এবং সাথে যোগ করে প্রসিকিউশন অফিস নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, “যেন তারা উত্তেজনা সৃষ্টির জন্য আওয়াজ না তুলে অনুমোদনহীন প্রতিবাদ থেকে দূরে থাকে”।
তবে, মস্কো সময় ১১.১৫ মিনিটে এই পোস্টটি অপসারণ করা হয়, কিন্তু এর ক্যাশেটি ( কম্পিউটারের ক্ষেত্রে একটি ক্যাশে হচ্ছে এমন একটি স্থান যেখানে অস্থায়ী ভাবে কোন কিছু সংরক্ষণ করা হয়। রয়ে যায়ঃ
Уже #Ихтамнет pic.twitter.com/kQXjsyXXZ4
— Догоняй! Е7Ы09 (@mix_voronezh) June 11, 2017
ইতোমধ্যে তা চলে গেছে
রোববার সকালে প্রসিকিউশন অফিস থেকে স্থানীয় সংবাদ প্রকাশনা ইয়ারনিউজকে জানানো হয় যে তাদের ওয়েবসাইট হ্যাক করা হয়েছিল:
К проверке будут привлечены специализированные подразделения правоохранительных органов области. По результатам проверки будут приняты меры прокурорского реагирования.
স্থানীয় বিশেষ আইন শৃঙ্খলা বাহিনী এই হামলার বিষয়টি তদন্ত করে দেখবে। এই তদন্তের বিষয়ে প্রসিকিউশন অফিস কী ভাবে সাড়া প্রদান করে তার উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে…।
প্রতিবাদ আন্দোলন নস্যাৎ করার অজস্র প্রচেষ্টা সত্ত্বেও নাভালনি ফাউন্ডেশন আয়োজিত সোমবারের দূর্নীতি বিরোধী শোভাযাত্রা ঠিকমত অনুষ্ঠিত হয়। রাষ্ট্র নিবেদিত নাভালনি বিরোধী ভিডিও ইউটিউবে আপলোড কর হয় এবং নাভালনি ও তার সমর্থকেরা বিভিন্ন ধরনের হামলার শিকার হয়, যার মধ্যে “অসাধারণ সবুজ” এন্টিসেপটিক হামলাও অর্ন্তগত ছিল। ২৬ মার্চ অনুষ্ঠিত দূর্নীতি বিরোধী বিক্ষোভে শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়, ২০১১-১২ সালের পর এটাই রাশিয়ায় অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভ।