- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বছর শেষেও ভিয়েতনামের নাগরিকেরা বিষাক্ত বর্জ্যে অজস্র মাছের মৃত্যুর ঘটনার বিচার দাবি করছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, ভিয়েতনাম, ডিজিটাল অ্যাক্টিভিজম, দুর্যোগ, নাগরিক মাধ্যম, পরিবেশ
[1]

পানির উপর ব্যানার হাতে দাঁড়িয়ে প্রতিবাদকারীরা, যেখানে লেখা আছে “পরিবেশ ধ্বংস করা একটি অপরাধ”। ছবির সূত্র, কোটস হিয়ু-এর ফেসবুক পাতা।

লাও-এ প্রকাশিত এই প্রবন্ধটি [2] ডন লে-এর, লাও হচ্ছে ভিয়েত তানের [3] একটি সংবাদ ও অনলাইন রেডিও প্রকল্প, যা ভিয়েতনামের কাহিনী প্রচার করে থাকে। গ্লোবাল ভয়েসেস-এর সাথে লেখা বিনিময় চুক্তি অনুসারে এটি এখানে পুনরায় প্রকাশ করা হল।

তাইওয়ানের মালিকানাধীন এক ইস্পাত কারখানা থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত রাসায়নিকের কারণে বিপুল পরিমাণ মাছের মৃত্যু এবং পরিবেশের দীর্ঘস্থায়ী ক্ষতি সাধনের এক বছর পর এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এপ্রিলের প্রথম সপ্তাহে মধ্য ভিয়েতনামের সমুদ্রতট ও স্যোশাল মিডিয়ায় হাজার হাজার নাগরিক জড় হয়।

বিক্ষোভকারীর অভিযোগ করছে ফরমোসা হা তিনহ্‌ ইস্পাত কারখানা কর্তৃপক্ষ এবং ভিয়েতনামের সরকার দেশটির সর্ববৃহৎ এই প্রাকৃতিক বিপর্যয়ের [4] জন্য দায়ী।

এই বিষাক্ত রাসায়নিক উপাদান ছড়িয়ে পড়ার ঘটনা ৭০ টন [5] মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় যা মধ্য ভিয়েতনামের উপকূলে ছড়িয়ে পড়েছিল। একই সাথে ভিয়েতনামের হা তিনহ্‌, কুয়াং বিনহ, কুয়াং ত্রি এবং থুয়া থিয়েন হুয়ে নামক চারটি প্রদেশের নাগরিকদের জীবন যাত্রা ধ্বংস করে ফেলে। কুয়াং ত্রির স্থানীয় পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের উপপরিচালক সংবাদ সংস্থা রয়টার্সকে জানায় যে কেবল এই প্রদেশে ৩,০০০ নৌকা এই ঘটনায় আক্রান্ত হয়েছিল এবং অনেক জেলে ও জেলে পরিবার তাদের নৌকা পরিত্যাগে বাধ্য হয়েছিল [4]

এই ঘটনায় ফরমোসা এবং ভিয়েতনাম সরকারের মাঝে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণের সমঝোতা [6] সত্ত্বেও বিগত বছরে এই বিপর্যয়ের ক্ষেত্রে সরকারের ধীর গতিতে সাড়া প্রদান এবং ইস্পাত কোম্পানিকে ঘটনার জন্য দায়ী করার ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হওয়ায় জেলেদের মাঝে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে। জেলেরা যুক্তি প্রদর্শন করে যে এই ক্ষতিপূরণ যথেষ্ট নয় এবং তা সবচেয়ে আক্রান্ত এলাকার নাগরিকদের তেমন কাজে আসেনি।

ফরমোসা স্টীল প্ল্যান্ট যেখানে অবস্থিত সেই কেই আনহ শহরের নাগরিকেরা এই ঘটনার প্রথম বার্ষিকী পালনে মাছের কঙ্কাল আঁকা সাদা জামা পড়ে । তারা এক চিহ্ন প্রদর্শনের মাধ্যমে ফরমোসা কোম্পানিকে কাজের ইতি টানার আহ্বান জানায়।

[7]

হা তিনহ্‌ প্রদেশের কেই আনহ শহরের সমুদ্রতটের দিকে বিক্ষোভকারিরা মিছিল করে এগিয়ে যাচ্ছে। ছবির সূত্রঃ বাচ হং কুয়েন-এর ফেসবুক পাতা

এই প্রতিবাদের অন্যতম নেতা ক্যাথলিক যাজক রেভারেন্ড ত্রান দিনহা বলেন:

ভিয়েতনাম ত্যাগের আগে ফরমোসা নামক কোম্পানিকে তাদের পুরো দায় স্বীকার করে নিতে হবে এবং আমাদের স্বদেশ, জনগণ এবং কেন্দ্রীয় ভিয়েতনামের পরিবেশকে আগের মত পরিচ্ছন্ন রেখে যেতে হবে।

প্রতিবেশী নাগেহ আন প্রদেশের স্থানীয় নাগরিকেরা তাদের এই প্রতিবাদের আয়োজন করে সমুদ্রের মাঝে। যে নৌকাগুলো পানি আন্দোলিত করে [8] বিক্ষোভ প্রদর্শন করছিল সেগুলো মাছের কঙ্কাল আঁকা কালো পতাকা এবং পাঁচ রঙা ঐতিহ্যবাহী পতাকায় সজ্জিত করা হয়।

এদিকে, প্রায় ৮০০০-এর মত নাগরিক হা তিনহ্‌ প্রদেশের লক হা জেলার পিপলস কমিটি বিল্ডিং-এর সামনে সমবেত হয়।

[9]

পিপলস কমিটি বিল্ডিং-এর সামনে সমবেত বিক্ষোভকারীরা। ছবির সুত্রঃ বাচ হং কুয়েন-এর ফেসবুক পাতা

আরো ক্ষতিপূরণের দাবীতে জেলেরা জাল নিয়ে হা তিনহ্‌ প্রদেশের ওয়ান এ নামের সড়ক অবরোধ করে সে রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।

জেলেরা তাদের মাছ ধরার জাল নিয়ে ওয়ান এ নামের রাস্তায় নেমে ফরমোসার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে এবং ক্ষতিপূরণের অর্থ দাবি করছে। শিশুরা যে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে সেগুলো দেখুন।

এদিকে, ভিয়েতনামের নেট নাগরিকেরা একটি অনলাইন দরখাস্তে [15] আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে যেন সবাই পরিবেশগত বিপর্যয়ের বিরুদ্ধে কথা বলে। তাদের এই দরখাস্তে বিখ্যাত ধর্মীয় এবং আনলাইনের সক্রিয় সম্প্রদায়ের প্রখ্যাত ব্যক্তিদের উদ্ধৃতি প্রদান করা হয়েছে যারা এই ফরমোসা বিপর্যয়ের এক যথাযথ সমাধান চাইছে। দরখাস্ত প্রদানের দুই সপ্তাহের মধ্যে এতে ১০০,০০০ টি স্বাক্ষর সংগ্রহ করা হয়।

আন্তর্জাতিক সমর্থনে আবেদন করা দরখাস্তের সারাংশ নীচে তুলে ধরা হল:

আমরা আশা করছি যে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক, এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলো ভিয়েতনাম সরকারের প্রতি আহ্বান জানাবে, যেন সরকার এই ঘটনার দায়িত্ব স্বীকার এবং পরিবেশের পুনর্গঠন ও ঘটনার শিকার ব্যক্তিদের পু্নর্বাসনের দায়িত্ব গ্রহণ করে।

পানির কাছ থেকে তোলা নিজেদের ছবি ফেসবুকে প্রদর্শনের মাধ্যমে পরিবেশ বিপর্যয়ের শিকার নাগরিকদের প্রতি সারা দেশের নাগরিকেরা সমবেদনা প্রকাশ করছে ।

[16]

উত্তর ভিয়েতনামের একটিভিস্টরা ফরমোসা বিপর্যয়ের শিকারদের প্রতি সমর্থন প্রদান করছে, ছবির সুত্রঃ হোয়াং সাও ক্লাবের ফেসবুক পাতা।

হ্যানয় ভিত্তিক আইনজীবী লুয়ান লে ফেসবুকে লিখেছে:

ভুল সময়ে ভুল লোকেদের হাতে ক্ষমতা ক্ষোভের আগুন জ্বালিয়ে দিতে পারে। সরকারি কর্মকর্তাদের জনগণের অসোন্তষ মোকাবেলা করার ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীল, পেশাদার এবং সাহসী হতে হবে ।