আসুন, নিউজফ্রেমের পরবর্তী দুজন সদস্যকে স্বাগত জানাইঃ নিউজফ্রেমে যাদের প্রয়োজন রয়েছে

নিউজফ্রেমে এখন সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে, আর আমরা আনন্দের সাথে ঘোষণা করছি আমাদের দুজন নতুন সদস্যদের যোগদানের কথা, তারা হলেন বেলেন ফ্রেব্রেস করডেরো এবং নেভিন থম্পসন

আপনাদের অনেকেই নেভিনকে হয়ত চিনে থাকবেন কারণ তিনি জিভির এক সক্রিয় সদস্য, আর আমরা আনন্দিত যে বেলেন আমাদের সম্প্রদায়ের সাথে যোগ দিয়েছে।

জানুয়ারি মাসে আমরা ঘোষণা প্রদান করেছিলাম নিউজফ্রেম ও রাইজিং ভয়েসেস–এর সহযোগিতার, যার মাধ্যমে আমরা মূলধারার সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রান্তিক সম্প্রদায়কে তুলে ধরে যে সমস্ত টুলস ও ডাটা বিশ্লেষণে দক্ষ এমন প্রযুক্তি প্রায়োগের ব্যাপারে সচেষ্ট। রাইজিং ভয়েসেস সম্প্রদায়ে নেতৃত্ব প্রদান করা বেলন নিউজফ্রেমে যোগদান করেছে।

বেলেন ফ্রেব্রেস করডেরো

নেভিন থম্পসন

বেলেন ফ্রেব্রেস কোরডেরো এক সাংবাদিক ও গবেষক এবং সম্প্রতি যোগাযোগ মাধ্যমের উপর গবেষণা (ডক্টরেট) শুরু করেছেন, যার গবেষণা হচ্ছে বিকল্প ধারার প্রচার মাধ্যম ও নারীর স্বাস্থ্য মাঝে সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখা। ল্যাটিন আমেরিকার ও কানাডার বিভিন্ন মানবাধিকার প্রকল্পের সাথে যুক্ত এবং আইডিআরসি (অল্টারনেটিভ ডেভলপমেন্ট রিসার্চ সেন্টার) এবং ও ইউনিসেফের সাথে তিনি কাজ করছেন।

নেভিন থম্পসন গ্লোবাল ভয়েসেস-এর জাপানি ভাষার সম্পাদক। তিনি ২০০৫ সালে গ্লোবাল ভয়েসেস-যোগদান করেন এবং জিভি সম্প্রদায়ের অন্যতম এক সক্রিয় সদস্য। তিনি একাধারে অনুবাদক, লেখক এবং সাংবাদিক এবং একই সাথে তিনি কোয়ার্টজ ও পাবলিক রেডিও ইন্টারন্যাশনাল –এর সাথেও যুক্ত। যোগাযোগ ও সংযুক্ততার কাজে নেতৃত্ব প্রদানে নেভিন নিউজফ্রেমে যোগদান করেছে।

বেলেনের কাছে সাংবাদিকতা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরা যেগুলো সাধারণত তেমন গুরুত্ব পায় না, এবং তিনি প্রচার মাধ্যমের সংবাদ উপলব্ধি করতে এবং উন্নত করতে উৎসাহী। বেলেন বলেন “যখন আমার বয়স ছয় বছর তখন থেকে আমার স্বপ্ন সাংবাদিক হওয়ার, তবে আমার স্বদেশ ইকুয়েডোরে সাংবাদিকতা ও লিবারেল আর্টস নামক বিষয়ে স্নাতক পর্যায়ের অধ্যয়নের সময় আমি উপলব্ধি করলাম যে মূলধারা ও স্যোশাল মিডিয়া সবসময় অনেক বিষয়ে যথেষ্ট সংবাদ প্রদান করে না আর ভিন্ন ধরনের কাহিনীগুলোকে দ্রুত তুলে আনা দরকার”। রাইজিং ভয়েসেস কমিউনিটিকে নেতৃত্ব প্রদান করা বেলেন আশা প্রকাশ করেন “অনুশীলন এবং গবেষণার মত বিষয়ে একই সাথে কাজ করতে গিয়ে আমি আমার লক্ষ্য স্থির করেছি সেই সকল গুরুত্বপূর্ণ কাহিনীগুলোকে তুলে ধরার যা এখনো অজানা। আমি সেগুলো তৈরি করব এবং প্রচার করার কাজে নিয়োজিত থাকব”।

গ্লোবাল ভয়েসেস-এর জাপানী ভাষার সম্পাদক হিসেবে কাজ করা ছাড়াও নেভিন গ্লোবাল ভয়েসস-এর শ্রোতাদের সাথে সংযুক্ততার কাজে নেতৃত্ব প্রদান করছেন, যা তিনি ২০১৫ সাল থেকে করে আসছেন। তিনি বলেন, “আমার পেশা হচ্ছে সফট ওয়ার পণ্য বিপণন করা, আর এই কারণে আমি নিউজফ্রেম প্রকল্পের প্রতি আগ্রহী হয়ে উঠি, প্রধান টুল হিসেবে নিউজফ্রেম মিডিয়া ক্লাউড হচ্ছে এক শক্তিশালী সফটওয়্যার টুলস যা সাংবাদিকদের যথেষ্ট কাজে আসে। যদিও কাজের এই চ্যালেঞ্জ, এই টুলসের গুরুত্বের বিষয়টি ব্যাখ্যা করে এবং ব্যবহারকারীদের সেই সমস্ত উপায় বের করে দেয় কীভাবে এই টুল সে ব্যবহার করবে। তার মানে এটা হচ্ছে এমন একটা কিছু যা আমি করতে পারি, আর সাংবাদিকতার প্রেক্ষাপটে এই কাজ করার সুযোগ পেয়ে আমি উত্তেজিত”।

যে কোন চ্যালেঞ্জে আমরা হাল ছেড়ে দেব না। তাহলে পরে আমরা কী করতে যাচ্ছি?

তাজা সংবাদ:

সাজানো সংবাদ নিয়ে চালানো আমাদের পরীক্ষা সম্বন্ধে জানুনঃ আন্তর্জাতিক পর্যায়ে বানানো অথবা সাজানো সংবাদ স্পষ্ট করা করার প্রচেষ্টায়।

বেলেনের সাথে কথা বলে আমরা রাইজং ভয়েসেস-এর শাখা মারজিনালিয়ার সাথে আমাদের সহযোগিতার বিষয়ে সম্ভাব্য আহ্বানের বিষয়টি নিশ্চিত করব। এমআইটি মিডিয়া ল্যাবের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে আমাদের প্রথম অনুসন্ধান মূলক কাজ ল্যাটিন আমেরিকার আদিবাসী সম্প্রদায়ের প্রতি মনোযোগ প্রদান করবে যা করা হবে উত্তর আমেরিকার স্ট্যান্ডিং রক ক্যাম্পাসে ২০৬-২০১৭ সালের সময়সূচীতে, আপনি এ সম্বন্ধে পাঠ করতে পারেন এখানে

আপনার অনুসন্ধানের জন্য আমরা শীঘ্রই মিডিয়া ক্লাউড ব্যবহার সংক্রান্ত এক নির্দেশনা প্রকাশ করার পাশাপাশি আমরা নিউজফ্রেমকে গড়তে থাকব।

আর এটাই সবকিছুর চূড়ান্ত নয়!!অনুসন্ধান বিষয়ে আমরা আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করছি এবং জিভি সম্প্রদায়ের কাছ থেকে নতুন চিন্তা ও ভাবনার আশা করছি। যদি আপনি মিডিয়া ক্লাউডে কোন অনুসন্ধানমূলক কাজে অথবা কোন দেশের গবেষণার প্রতি আগ্রহী হন তাহলে দয়া করে আমাদের জানান।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .