জাপানে রেলগাড়ির অভ্যন্তরসজ্জা, ম্যানহোলের ঢাকনা এবং এমনকি কেক নিয়ে নিয়োজিত ব্লগ রয়েছে। আর তাই একটি টাম্বলার (গেলাস) এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে অনেক অনেক জাপানীদের বসবাস করে আসা বহুল ব্যবহৃত ইস্পাত-কংক্রিট নির্মিত সাধারণ মানুষের বিভিন্ন আবাসন প্রকল্পের গুচ্ছ নিয়ে একটি ব্লগ দানচি (ভবনশ্রেণী) থাকাটা বিস্ময়ের কোন ব্যাপার নয়।
এই দানচি ব্লগটি সেখানে জাপানের কত লোক এখনো বসবাস তার একটি বিরল দৃষ্টি প্রদান করে।
দানচি শব্দটির মধ্যে ইংরেজি “প্রকল্প” বা “সামাজিক গৃহায়ণ” এর মতো জাপানী ভাষায় একটি নেতিবাচক অর্থ দ্যোতনা রয়েছে। আগেকার দিনে এসবকে জাপানী ভাষায় কোয়েই জুতাকুয়ে (公 営 住宅) বা সাধারণের আবাসন হিসেবে পরিচিত।
Concrete lovers, this blog explores the housing estates of Japan. Also known as ‘danchi’https://t.co/YvZgQsTwCL pic.twitter.com/vybt7p6bki
— Present & Correct (@presentcorrect) March 22, 2017
কংক্রিট প্রেমীরা, এই ব্লগটি জাপানের গৃহায়ণ ভূসম্পত্তি অন্বেষণ করে। এটা ‘দানচি’ হিসেবেও পরিচিত
মার্কিন ওয়েব ফোরাম মেটাফিল্টার-এর মতো দানচিতে হেঁটে চলা!! জাপানের ভিতরের গৃহায়ণ ভূসম্পত্তির বিভিন্ন ছবি তুলে ধরায় নিয়োজিত জাপানী ভাষার একটি ব্লগ। ব্লগটি ঘন ঘন হালনাগাদ করা হয় এবং কিয়োটো, কেন্দ্রীয় টোকিও, ওসাকা ও জাপানের আরো অন্যান্য অংশসহ সমগ্র জাপানের গৃহায়ণ ব্লকগুলোর ছবি প্রদর্শন করে থাকে। পোস্টগুলোতে ব্লকগুলোর সুনির্দিষ্ট ঠিকানা এবং কখন তাদের তৈরি করা হয়েছে সে সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত থাকে:
তামাচি একিমায়ে অ্যাপার্টমেন্ট (১৯৬৬)
শিবা, মিনাতো ওয়ার্ড, টোকিও
২০১৬ সালে গৃহীত ছবি
ওসাকা কাদোমা সাধারণ গৃহায়ণ (১৯৬৭)
কাদোমা, ওসাকা প্রিফেকচার
২০১৭ সালে গৃহীত ছবি
ছবিগুলো কখনো জাপানের একটি অ্যাপার্টমেন্টে বসবাস করা কারো কাছে পরিচিত যেমন সর্বব্যাপী ইস্পাত-কংক্রিট এবং কিছুটা সাধারণভাবে সাবমেরিনে দেখতে পাওয়া টেকসই ধাতব এপার্টমেন্টের দরজার মতো খুঁটিনাটি বিষয়ের ছবি ধারণ করে:
নাহা মিউনিসিপাল ৎসুবোগাওয়া – পূর্ব অ্যাপার্টমেন্ট (১৯৮৫-১৯৯২ সালে র্নির্মিত)
ৎসুবোগাওয়া, নাহা (ওকিনাওয়া প্রিফেকচার)
২০১৬ সালে গৃহীত ছবি
ছবিগুলো জাপানের প্রচলিত সাধারণ গৃহায়ণ ভূসম্পত্তি, সাধারণত কাটখোট্টাভাবে নির্মিত উপযোগবাদী দৃশ্যপটটিকে সৌন্দর্যমণ্ডিত করার আরো সাম্প্রতিক প্রচেষ্টাগুলো ধারণ করে।
ওসাকা কাদোমা সাধারণ গৃহায়ণ (১৯৬৭)
কাদোমা, ওসাকা প্রিফেকচার
২০১৭ সালে গৃহীত ছবি
ওসাকা কাদোমা সাধারণ গৃহায়ণ (১৯৬৭)
কাদোমা, ওসাকা প্রিফেকচার
২০১৭ সালে গৃহীত ছবি
জাপান টাইমস পত্রিকার জন্যে লিখতে গিয়ে ফিলিপ ব্রাসোর জাপানের সাধারণ গৃহায়ণ সম্পর্কে একটি দরকারী প্রথম পাঠ সরবরাহ করেছেন এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সরকার গৃহায়ণ নীতি, কারা জাপানে সাধারণ গৃহায়ণ লাভের যোগ্য, সেইসাথে সাম্প্রতিক বছরগুলোতে সাধারণের গৃহায়ণে সরকারের বিনিয়োগ কিভাবে কমে এসেছে, ঝুঁকিপূর্ণ কাজের বৃদ্ধি এবং মজুরী কমে যাওয়া কিভাবে জাপানে আয়-বৈষম্য আরো বেশি বাড়িয়ে দিচ্ছে তা বিধৃত করা হয়েছে।