
নেপালের কাঠমুণ্ডুর বুধা এলাকার থার্লাম মঠে ধুলো থেকে সুরক্ষার জন্যে বয়স্ক তিব্বতী নারীরা মুখে মুখোশ পরে প্রার্থনা করছে। ফ্লিকার থেকে ওয়ান্ডারলেনের নেয়া চিত্র। সিসি বাই-এনসি ২.০
নেপালের রাজধানী কাঠমুন্ডু সাম্প্রতিক ইতিহাসে তার সবচেয়ে খারাপ বায়ু দূষণ প্রত্যক্ষ করছে। সর্বত্র ধূলিকণা, শ্বাসযন্ত্রের রোগের বৃদ্ধি আর সরকার মহাসুখে পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে বসে থাকায় এক দল শিক্ষার্থী শহর জুড়ে প্রতিনিধিত্বকারী মূর্তিগুলোকে মুখোশ পরিয়ে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে।
Finally ! The statue wears a mask by youth to show symbolic protest against air pollution in #Kathmandu Nepal pic.twitter.com/LgGcc5ZhAr
— SMRITI DHUNGANA (@aesmriti) March 20, 2017
অবশেষে! নেপালের #কাঠমুণ্ডুর বায়ু দূষণের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ প্রদর্শনের জন্যে তরুণরা মূর্তিকে একটি মুখোশ পরিয়ে দিয়েছে।
অধিবাসীরা হ্যাশট্যাগের সঙ্গে ‘কাঠমুন্ডু’ ও ‘ধূলো” আর ‘মাস্ক’ ও ‘কাঠমুন্ডু’ এরকম বিভিন্ন ম্যাশ-আপ যোগ করে টুইট করে যোগদান করেছে। নেপালের বাহা এবং বাহি নামের একটি সুপরিচিত বৌদ্ধ বিহারের আয়োজনে এমনকি দেবতারাও মুখোশ পরে দেখিয়েছেন।
Even #gods need a #mask here! #Maskmandu #dusty #kathmandu #airpollution PC: Baha and bahi of #Nepal pic.twitter.com/rK7oacmkLm
— Krity Shrestha (@Dankrity) February 17, 2017
এখানে এমনকি #দেবতাদের একটি #মুখোশ প্রয়োজন! #মুখোশমুণ্ডু #ধূলোময় #কাঠমুণ্ডু #বায়ুদূষণ ছবির-কৃতজ্ঞতা: #নেপাল-এর বাহা এবং বাহি
মুখোশ পরিহিত নেপালের সাবেক প্রধানমন্ত্রী যুদ্ধা শমসেরের প্রতিনিধিত্বশীল মূর্তির চিত্র ব্যাপকভাবে ভাগাভাগি করা হয়েছে।
I am against the vandalizing of public property, but this to poke government regarding duskmandu #duskmandu #kathmandu PC:Facebook pic.twitter.com/p5obIM1yHx
— Sabin Rimal (@rimalsabin) March 18, 2017
আমি সরকারি সম্পত্তি ভাংচুরের বিরুদ্ধে, তবে এটা সরকারকে আবছায়া মুণ্ডু নিয়ে খোঁচানোর জন্যে #আবছায়ামুণ্ডু #কাঠমুণ্ডু ছবির-কৃতজ্ঞতা: ফেসবুক
কাঠমুন্ডুতে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম গ্রহণযোগ্য মাত্রা ছাড়িয়ে গেছে। ২০১৫ সালের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন কাজ, রাস্তা প্রশস্তকরণ প্রকল্প এবং বহুল প্রত্যাশিত মেলামচি জল-সরবরাহ প্রকল্প (এমডাব্লিউএসপি) সম্পর্কিত পাইপলাইনের কাজ ইতোমধ্যে শহরের চারপাশের শতাধিক ইটের ভাঁটা এবং কাঠমুন্ডুর রাস্তায় ভীড় করা যানবাহনের নির্গত ধোঁয়ায় সৃষ্ট দূষণকে আরো বাড়িয়ে দিয়েছে।
নেপালের শুদ্ধ বাতাস নেটওয়ার্ক অনুসারে, কাঠমুন্ডু উপত্যকার বাটির মতো আকৃতি বাতাসের চলাচলকে বাঁধাগ্রস্ত এবং বায়ুমন্ডলের দূষণকারী উপাদানগুলোকে আটকে রাখতে সাহায্য করে আর একে শীতের সময় আরো বেশি বায়ু দূষণ প্রবণ করে তোলে।
নেপালের স্বাস্থ্য গবেষণা পর্ষদের একজন কর্মকর্তা ব্যাখ্যা করেছেন যে কাঠমুণ্ডুর বাতাসে বস্তুকণার পরিমাণ ২.৫ মাইক্রোমিটারের (পিএম২.৫) কম রয়েছে যা ক্যান্সার সৃষ্টিকারী বলে পরিচিত। মানুষের একটি চুলের চেয়ে কম প্রস্থের ব্যাসে ১০ মাইক্রোমিটারের ছোট অথবা সমান কণাগুলো এত ছোট যে তারা ফুসফুসের ভিতরে ঢুকে গিয়ে মারাত্মক স্বাস্থ্য সমস্যা ঘটাচ্ছে।
Valley Pollution Index | https://t.co/yTmGtZWlaM pic.twitter.com/c9kEkk9urH
— myRepública (@RepublicaNepal) February 2, 2017
উপত্যকায় দূষণ সূচক |
এই ইন্সটাগ্রাম পোস্টটি #ধূলামুণ্ডু দেখাচ্ছে।
উপেন্দ্র শ্রেষ্ঠা এই কার্টুনটি ভাগাভাগি করেছেন:
Reality of #dustmandu Kathmandu pic.twitter.com/csMkPlzhGC
— Upendra Shrestha (@upensth) February 3, 2017
#ধূলামুণ্ডুর বাস্তবতা কাঠমুন্ডু
সরকার এই নিখুঁত ধুলো ঝড় এড়াতে যে পদক্ষেপগুলো আগেই নিতে পারতো সেগুলো এখন ধীরে ধীরে দূষণ সংকটে সাড়া দিচ্ছে।
সরকার সম্প্রতি রাজধানী ও এর আশেপাশের উপত্যকায় ২০ বছরের পুরোনো সরকারি যানবাহন নিষিদ্ধ করেছে। বিবিসি’র একটি প্রতিবেদন অনুসারে, সংসদের পরিবেশ সুরক্ষা কমিটি ধূলোর দূষণ কমাতে জল কর্তৃপক্ষকে পানি ছিটাতে নির্দেশ দিয়েছে; এবং প্রায় ৬০% দূষণ কমিয়ে ফেলার জন্যে দশটি ইটের ভাঁটা একটি নতুন প্রযুক্তি গ্রহণ করেছে।
যাই হোক, কিছু দিনের জন্যে হলেও শহরের প্রতিনিধিত্বকারী মূর্তিগুলোর মতো বাসিন্দাদের কাছেও তাদের মুখে মুখোশ পরা ছাড়া আর কোন বিকল্প নেই।