যে মেক্সিকোর দুষ্ট রাজনীতিবিদ তার মুখে ছুঁড়ে মারা হবে পচা টমেটো

JitomatazoMx

ছবি:ফ্লিকার  এ্যালান লেভিন-এর। সিসি ২.০

একজন একটিভিস্ট এবং প্রাক্তন সরকারি কর্মকর্তা, যে সমস্ত রাজনীতিবিদের উপর জনগণ নাখোশ তাদের অপমান করার উদ্দেশ্যে একটা ভিন্ন ধরনের প্রচারণা শুরু করেছে যার নাম #জিটোমাটোম্যাক্স, এই প্রচারণা সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের টমেটো সংগ্রহে উৎসাহ প্রদান করা হচ্ছে, যাকে মেক্সিকো সিটিতে জিটোমাটোজস নামে ডাকা হয়, আর এর উদ্দেশ্য হচ্ছে এই সকল টমেটো দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের মুখে ছুড়ে মারা।

টমেটো ছুঁড়ে মারা নামক এই প্রচারণার নিজস্ব টুইটার একাউন্ট রয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছেঃ

Cuando hay abusos de la clase política y no hay mecanismos legales de defensa, el jitomatazo es la vía para expresar nuestro repudio.

যখন রাজনিতিবিদেরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং আইনের শাসন থাকে না, তখন আমাদের অসোন্তষ প্রকাশ করার একটা উপায় হচ্ছে তাদের মুখে টমেটো ছুঁড়ে মারা (জিটমোটাজ)।

কোন ভুল করা যাবে না, জিটোমাটোজ হচ্ছে সত্যিকার অর্থে টমেটো সংগ্রহ করে তার দুর্নীতিবাজদের মুখে ছুঁড়ে মারা।

ক্ষণ গণনা শুরু, এই সপ্তাহ থেকে আমরা সামাজিক প্রতিবাদ আন্দোলনকারী দল হিসেবে কাজ করা শুরু করবো। #PoliticsWithoutPrivileges

প্রথম যে রাজনীতিবীদ জিটমাটোজের শিকার হন, তিনি আইন সভার সদস্য সেজার কামাচো, তিনি ইনস্টিটিউশনাল রেভ্যুলুশনারি পার্টির (পিআরআই) সদস্য, যে দলটি বিগত সত্তর বছর ধরে ক্ষমতায় থাকার স্বাদ লাভ করেছিল, আর সম্প্রতি দলটি রাষ্ট্রপতি এনরিকে পেনার হাত ধরে আবার ক্ষমতায় ফিরে এসেছে।

কামাচোর সমালোচকেরা বলছে যে তিনি গত বছর ডিসেম্বর মাসে “বড়দিনের উপহার” গ্রহণ করেছিলেন যা বেশ প্রশ্নের জন্ম দেয়, বিশেষ করে দেশটিতে যখন অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হ্রাস পাচ্ছে এবং দফায় দফায় বিদ্যুতের দাম বাড়ছে।

অনলাইনের জরিপের ভিত্তিতে জানা গেছে যে জিটমেটোজ-এর পরবর্তী লক্ষ্য হবে ৮৩ বছর বয়স্ক অভিনেত্রী কারমেন সেলিনাস- পিআরআই-এর আরেকজন আইনপ্রণেতা, যিনি শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক অনভিজ্ঞতা সত্ত্বেও আইন সভায় একটি আসন জয়লাভ করেন।

জিটমাটোজ-এর জনপ্রিয়তার জবাবে রাষ্ট্রবিজ্ঞানী লুইস রুডোলফো এই ধরনের প্রতিবাদের জনপ্রিয়তা যাচাই করার জন্য তার টুইটার অনুসারীদের মাঝে এক জরীপের আয়োজন করে:

আপনি কি এই ধরনের প্রতিবাদের পক্ষে নাকি বিপক্ষে #জিটমেটাজ? ???

এদিক কামাচো নামের প্রচারণার উদ্যোক্তা আরনে আউস ডেন রুথেন হাআগ-এর প্রতি অভিযোগ দায়ের করছে যে সে অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে, যার বিরুদ্ধে “ বৈধ ভাবে এক অবৈধ কাজ করার” মত অভিযোগ এন মামলা দায়ের করেছে।

আরেকজন টুইটার ব্যবহারকারী কামাচোর সাথে একমত, যিনি আপত্তি জানাচ্ছেন টমেটো ছুঁড়ে মারার বিষয়টির প্রতি, কারণ তা হবে এক সহিংস আচরণ:

@ডোরিও জিমেনেজল, জিটমেটোজ নামক প্রতিবাদের বিষয়ে, আমি যে কোন ধরনের সহিংস আচরণের বিরুদ্ধে যা সামাজিক শান্তিপূর্ণ অবস্থানের মত বিষয়কে প্রত্যাখান করে।

আমি জিটমেটোজ-এর বিরুদ্ধে, কারণ এটা একটা সহিংস আচরণ যা সমস্যার সমাধান করে না, বরঞ্চ কোন কিছু নিয়ে কাউকে আক্রমণ করতে উৎসাহিত করে, এর এ কারণে আমরা একে উৎসাহ প্রদান করব না।

গত বছর, আরনে আউস ডেন রুথেন হাআগ সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান যেন তারা লাইভ স্ট্রিম করে এমন অ্যাপ পেরিস্কোপ ব্যবহার করে, যেন তারা দেশের কোন নাগরিক যদি অবৈধ বা সহিংস কাজের ঘটনা লাইভ স্ট্রিম বা সরাসরি প্রদর্শন করতে পারে। এর কয়েক মাস পরে তিনি সরকারি চাকুরী ছেড়ে দেন এবং এই ধরনের প্রতিবাদ মূলক কর্মকাণ্ডে নিজেকে নিযুক্ত করেন।

*ভাষাতাত্ত্বিক ব্যাখ্যাঃ মেক্সিকো সিটিতে, বাসিন্দারা জিটমেটাজ শব্দটি ব্যবহার করে এক ধরনের লাল টমেটো বোঝাতে। এই শব্দটি উদ্ভূত হয়েছে নাহুতাল নামক এক আদিবাসী সম্প্রদায়ের শব্দ টোমাটাল থেকে, যা এক সবজির কথা উল্লে করে। এই শব্দ থেকে উত্তর মেক্সিকোর টমেটো নামক শব্দের উৎপত্তি যা এক বিশেষ ধরনের সবজিকে বোঝানো হয়ে থাকে [ এবং সারা বিশ্বেও]।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .