সাংবাদিক লি মাজকেন রাতারাতি স্লোভেনিয়ার একজন খ্যাতিমান ব্যক্তিতে পরিণত হয়েছেন। দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রধান হিসেবে সরকারি কর্মকর্তা তিলেন স্মোলনিকারকে তার কাজ সম্পর্কে সাক্ষাৎকারের মৌলিক প্রশ্ন করে ঘাবড়ে দিয়েছেন। সাক্ষাৎকারটির একদিন পরেই স্লোভেনীয় অবকাঠামো মন্ত্রণালয় সঙ্গে সঙ্গেই স্মোলনিকারকে বরখাস্ত করেছে।
স্মোলনিকার ১৬ ফেব্রুয়ারি তারিখে ক্রাঞ্জের ব্রদোতে বায়ুকলের মতো নবায়নযোগ্য শক্তির উৎসগুলোতে অর্থায়ন বিষয়ে একটি গণশুনানীর শিরোনাম প্রদান করেন। তারপর মাজকেন একটি সাক্ষাৎকার গ্রহণের চেষ্টা করেন। এতে স্মোলনিকার গণশুনানি এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে প্রায় এক ডজন মৌলিক প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন।
পরে ক্রোয়েশীয় টিভি আরটিএল-এর সঙ্গে কথা বলার সময় মাজকেন জানিয়েছেন জনস্বার্থ সংশ্লিষ্ট একটি বিষয় হওয়ায় তার মিডিয়া প্রতিষ্ঠান সাক্ষাৎকারটি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এটা স্পষ্ট হয়ে গিয়েছে, স্মোলনিকার তার অনুমিত দক্ষতার বিষয়ে মৌলিক জ্ঞান রাখেন না।
Samo smo koristili najjače oružje novinara, a to su pitanja. Prvo sam mislila da je nervozan, jer i mene nekada uhvati nervoza pred kamerom, ali mi je onda sve jasnije bilo da nema pojma. Onda smo odlučili ovdje u redakciji da se to nekom državnom dužnosniku koji prima ogromnu plaću to ne smije dešavati, jer su stvarno bila osnovna pitanja.
আমরা শুধু একজন সাংবাদিকের সবচেয়ে শক্তিশালী অস্ত্র: প্রশ্ন ব্যবহার করেছি। প্রথমে আমি ভেবেছিলাম তার হয়তো মঞ্চভীতি আছে, কারণ আমি নিজেই কখনো কখনো ক্যামেরার সামনে নার্ভাস হয়ে পড়ি। তবে এটা স্পষ্ট হয়ে ওঠে যে তিনি অজ্ঞ, কিছুই জানেন না। আমি নিউজরুম ফিরে আসার পর আমরা সাক্ষাৎকারটি সম্প্রচার করার সিদ্ধান্ত নিই। কারণ অনেক টাকা বেতন পাওয়া একজন রাষ্ট্রীয় কর্মকর্তার জন্যে এটা অগ্রহণযোগ্য। প্রশ্নগুলো আসলেই খুব মৌলিক ছিল।
একজন কনিষ্ঠ প্রতিবেদক হিসেবে চ্যানেল এ-তে যোগদান করার পর থেকে মাত্র ছয়মাস হয়েছে যে মাজকেন টেলিভিশন সাংবাদিকতা করছেন। তিনি এখনো একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মাজকেন দাবি করেছেন যে একজন সরকারি কর্মকর্তা হিসেবে ঐ স্মোলনিকার এক মাসে ২,৪০০ ইউরো (প্রায় ২,০২,৪৮০ বাংলাদেশী টাকা) আয় করছেন।
সরকার ১৭ ফেব্রুয়ারি তারিখে সাবেক যুগোস্লাভ অঞ্চল জুড়ে একটি ছোট মিডিয়া অগ্নিঝড় সৃষ্টি করার জন্যে স্মোলনিকারকে বরখাস্ত করে। ক্রোয়েশিয়া, বসনিয়া এবং মেসিডোনিয়ার সংবাদ প্রতিষ্ঠানগুলো গল্পটিকে রাজনৈতিক জবাবদিহিতার একটি বিরল উদাহরণ হিসেবে প্রতিবেন করেছে।
অঞ্চলটি জুড়ে ইন্টারনেট ব্যবহারকারীও মাজকেনের কৃতিত্বের প্রশংসা করেছে। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে ওএসসিই (ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা)-এর প্রতিনিধি দনিয়া মিজাতোভিচও সংবাদটি ভাগাভাগি করেছেন:
Slovenija /Novinarka Lea Majcen sa samo nekoliko pitanja smijenila političara s funkcije / Radio Sarajevo https://t.co/u54iiqrFQ2
— Dunja Mijatovic (@Dunja_Mijatovic) February 22, 2017
স্লোভেনিয়া: সাংবাদিক লি মাজকেন মাত্র কয়েকটি প্রশ্ন করে একজন রাজনীতিবিদকে তার কর্ম থেকে বরখাস্ত করতে সক্ষম হয়েছেন (রেডিও সারায়েভো রিপোর্ট করেছে)
কিছু কিছু প্রতিবেদনে স্মোলনিকারকে বহিস্কার করার দাবি করা হলেও যা ঘটেছে সেটা হলো যে তাকে শুধু অবকাঠামো মন্ত্রণালয়ের ভিতরে আরেকটি পদে অবনমন করা হয়েছে।
সাক্ষাৎকারটির প্রতিক্রিয়ায় অনেক স্লোভেনীয় তাদের সরকারের কাছ থেকে আরো জবাবদিহিতা ও দায়িত্বশীলতা দাবি করেছে।
Koliko vodij imajmo na raznih ministrstvih, ki so kot Tilen Smolnikar ?
..naduti lenuhi polni egota z 2.500 € plače..?— duje santiago (@dujeSantiago) February 24, 2017
বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে তিলেন স্মোলনিকারের মতো আমাদের আর কতো ব্যবস্থাপক রয়েছে?
…ফুলে ফেঁপে ওঠা, ২,৫০০ ইউরো (প্রায় ২,১০,৯১৬ বাংলাদেশী টাকা) বেতনের অহং বোধ..?