- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কন্যার চিঠি নিহত বিরোধীদলীয় নেতার কাছে, দুই বছর পর

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, রাশিয়া, ইতিহাস, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, রাজনীতি, রুনেট ইকো
[1]

বরিস নিয়েমৎসভ তার কন্যা ঝান্না’র সঙ্গে। ছবি: ফেসবুক

দুই বছর আগে রাজনৈতিক বিরোধীদলীয় নেতা হয়ে যাওয়া একজন সাবেক রুশ উপ-প্রধানমন্ত্রী বরিস নিয়েমৎসভকে মস্কোতে গুলি করে হত্যা করা হয়। তার বয়স হয়েছিল ৫৫ বছর এবং তিনি ক্রেমলিনের বলশয় মস্কভারিয়েৎস্কি সেতু অতিক্রম করার সময় মাথা, হার্ট, লিভার এবং পাকস্থলী ভেদ করা চারটি বুলেটে তার মৃত্যু ঘটেছিল।

রবিবার নিয়েমৎসভ হত্যার দ্বিতীয় বার্ষিকীর একদিন আগে হাজারো মানুষ তার জীবন এবং তাকে হারানোর শোক উদযাপন করার জন্যে মস্কোতে মিছিল করেছে। বলশয় মস্কভারিয়েৎস্কি সেতুর হাঁটার রাস্তায় তার মৃত্যুর স্থানটিতে আন্দোলনকারীরা এযাবৎ শহরটির একটি সরকারি স্মৃতি ফলক বানাতে অস্বীকার করে যাওয়া স্থানটিতে একটি অস্থায়ী স্মৃতিস্তম্ভ বানিয়ে রেখেছে। পৌরকর্মীরা নিয়মিত ফুল, মোমবাতি এবং ছবি পরিষ্কার করে ফেললেও পরিষ্কার-কর্মীরা চলে যেতে না যেতেই নিয়েমৎসভ সমর্থকরা সবসময় সেখানে স্মারকটি আবার বানিয়ে ফেলে।

সোমবার নিয়েমৎসভের চার সন্তানের একজন ঝান্না নিয়েমৎসভ ফেসবুকে পিতার কাছে চিঠি [1] প্রকাশ করেছে। আজ ঝান্না জার্মানিতে বসবাস এবং ডয়চে ভেলে (জার্মান তরঙ্গ)-তে একজন প্রতিবেদক হিসেবে কাজ করেন। তিনি বলেছেন মৃত্যুর হুমকি পেয়ে তিনি ২০১৫ সালের জুন মাসে রাশিয়া ত্যাগ করেন। নিচে তার প্রয়াত পিতার কাছে তার চিঠির একটি পূর্ণ অনুবাদ দেয়া হলো।

Письмо отцу
Нет ни единого дня, чтоб я не думала о тебе. И я могу совершенно определенно сказать, что спустя два года ты ,мой отец- для меня главный и самый любимый человек в моей жизни. Таковым ты был при жизни и таковым остался после своей трагической гибели.
Эта потеря стала для меня совершенно неожиданной и я до сих пор не могу смириться с твоей гибелью. Этого не должно было случиться, но это случилось. Внезапно и навсегда.
Я неверующий человек, но тем не менее я надеюсь, что придет день, когда мы с тобой поговорим обо всем на свете.
Но сейчас тебя нет среди нас. Ты обладал магической силой, ты притягивал к себе совершенно разных людей и делал это не из надобности. Просто так получалось.
Тебе нравилось общаться, тебе нравились люди и ты страстно любил жизнь. Часто бывало так, что кто-то не соглашался с тобой, не одобрял твою деятельность,но тебя это не так волновало. Само человеческое общение было ценностью. Ты совмещал в себе невероятное: верность принципам и понимание тех, кто думал и поступал по-другому в силу разных причин.
Папа, я знаю, что ты не хотел и не думал, но ты стал героем. Героем нашего времени.
Твое имя стало именем нашей страны, которые вписано в нашу историю твоей жизнью и твоей кровью. Ты знаешь, как мало мы можем сделать, но мы делаем все что можем, чтобы реализовать то, во что ты верил и за что тебя убили. Я хочу, чтобы ты знал, а ты сомневался- для меня большая честь и везение быть твоей дочерью. И я надеюсь, что я хотя бы частично оправдала твои ожидания.
Жанна

আমার পিতার কাছে একটি চিঠি

এমন কোন একটি দিন নেই যেদিন তোমাকে আমার মনে পড়ে না। দুই বছর পর আমি পরম নিশ্চয়তার সঙ্গে বলতে পারি যে তুমি – আমার পিতা – এখনো আমার জীবনের কেন্দ্রীয় এবং সবচেয়ে ভালবাসার মানুষ। এটা যেমন সত্য ছিল তুমি যখন জীবিত ছিলে এবং এটা এখনো সত্য তোমার বিয়োগান্তক মৃত্যুর পরও।

আমার কাছে এই ক্ষতিটি পুরোপুরি অপ্রত্যাশিত ছিল এবং আমি এখনো এমনকি তোমার মৃত্যুর সঙ্গে বোঝাপড়া করতে পারিনি। এটা কখনো ঘটা উচিত না হলেও এটা ঘটেছে। এটা হঠাৎ এবং এটা চিরজীবনের জন্যে।

আমি কোন ধার্মিক মানুষ নই, কিন্তু তারপরও আমি আশা করি এমন একটা দিন আসবে যেদিন তুমি এবং আমি এই পৃথিবীর কিছু নিয়ে কথা বলতে পারবো।

কিন্তু তুমি এখন আর আমাদের মাঝে নেই। তোমার একটা জাদুকরী ক্ষমতা ছিল। তুমি একেবারে বিভিন্ন ধরণের মানুষকেও আকর্ষণ করতে পারতে, এবং এর কোনটিই অপ্রয়োজনীয় ছিল না। এটা ঠিক সেভাবেই কাজ করেছিল।

তুমি মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করতে; তুমি জনগণকে ভালবাসতে; এবং জীবনের জন্যে তোমার একটা আবেগ ছিল। অনেকসময় কেউ কেউ হয়তো তোমার সঙ্গে একমত হতো না, অথবা তারা তোমার কাজকে অনুমোদন দিতো না, কিন্তু এটা সত্যি সত্যি তোমাকে কখনোই চিন্তিত করেনি। মানুষের ভাবের আদান-প্রদানটিকেই তুমি মূল্য দিতে। তুমি অবিশ্বাস্য কিছু জিনিসকে – নীতিতে বিশ্বাস আর বিভিন্ন কারণে ভিন্ন ভিন্ন ভাবে চিন্তা ও কাজ করা মানুষকে বুঝতে পারার ক্ষমতাকে – একত্রিত করে ফেলতে পারতে।

বাবা, আমি জানি তুমি চাওনি বা কল্পনাও করোনি তুমি নায়ক হয়ে যাবে, কিন্তু তুমি আমাদের সময়ের একজন নায়ক ছিলে।

তোমার নাম আমাদের দেশের নাম হয়ে গেছে; এটা এখন আমাদের ইতিহাসে তোমার জীবন এবং তোমার রক্ত ​​দিয়ে লেখা। তুমি তো জানো আমরা কতটা সামান্যই করতে পারি, কিন্তু আমরা তুমি যা বিশ্বাস করতে – যার জন্যে তারা তোমাকে হত্যা করেছে – তার জন্যে সবকিছু করে চলছি।

আমি চাই তুমি জানো (এমনকি তুমি যেটা সন্দেহ করতে) যে আমার জন্যে তোমার কন্যা হতে পারাটা একটা মহৎ সম্মান এবং ভাগ্যের একটা বিস্ময়কর অভিঘাত। আর আমি আশা করি যে আমি অন্তত: আংশিকভাবে হলেও তোমার প্রত্যাশাগুলো নিয়ে বাঁচতে পারি।

ঝান্না