- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

প্রতিরোধের মুখে: আপনি কি শুনছেন? পডকাস্ট

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, ক্যারিবিয়ান, দক্ষিণ এশিয়া, ল্যাটিন আমেরিকা, জাপান, ত্রিনিদাদ ও টোবাগো, ভারত, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, দেশান্তর ও অভিবাসন, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, মানবাধিকার, লিঙ্গ ও নারী, শরণার্থী, গ্লোবাল ভয়েসেস পডকাস্ট

আপনি হয়তো ভাবছেন, “আচ্ছা এই পডকাস্টটির নাম তো গ্লোবাল ভয়েসেসে চলে যাওয়া সপ্তাহটি ছিল”। আপনি ঠিক ধরেছেন। আমরা এই পডকাস্টটির নাম বদল করে গ্লোবাল ভয়েসেসে আমাদের প্রাচীন আমলের ‘বিশ্ব কথা বলছে, আপনি কি শুনছেন?’ ট্যাগলাইনটি পুনর্গঠন করে ‘আপনি কি শুনছেন?’ নাম দিয়েছি । তবে বিচলিত হবেন না। এই পডকাস্টে আমরা আগের মতই গ্লোবাল ভয়েসেসের সংবাদকক্ষ থেকে বেরিয়ে আসা সাম্প্রতিক কিছু গল্পের উপর আলোকপাত করেছি।

আর এই পর্বে আমরা একটি বিশ্বায়িত পৃথিবীতে প্রতিরোধের মুখগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার জন্যে আপনাকে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, মেক্সিকো এবং ত্রিনিদাদ ও টোবাগোতে নিয়ে যাবো।

বিশেষভাবে, আমরা রাজকুমারী লেইয়ার বিখ্যাত চুলের বেণীর ইতিহাস [1] খুঁড়ে ব্যাখ্যা করবো কেন ৩০টিরও বেশি ভারতীয় শহরে নারীরা মিছিল করেছে; আমরা আপনাকে “আমরা সবাই নৌকার লোক নই কি?” [2] জিজ্ঞেস করা অস্ট্রেলিয়ার একটি বিজ্ঞাপন সম্পর্কে বলবো এবং আপনাকে নকল সংবাদ এবং “মুসলমান” ভীতির [3] বিদ্বেষপূর্ণ খেলায় ফেঁসে যাওয়া জাপানের ওকিনাওয়ার একজন আফগান বাসিন্দার সঙ্গে পরিচয় করিয়ে দিবো। আমরা আমাদের ত্রিনিদাদ ভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক জর্জিয়া পপলেওয়েলের একটি ব্যক্তিগত রচনা –  একজন বিদেশী হিসেবে যুক্তরাস্ট্রে প্রবেশ করা (কতটা) নিরুৎসাহজনক এবং কঠিন [4] – দিয়ে শেষ করবো।

এই পর্বে আমরা বিশাল মানভে, নেভিন থম্পসন, গাব্রিয়েলা গার্সিয়া এবং কেভিন রেনির গল্প উপস্থাপন করেছি, আর উন্মুক্ত সঙ্গীত সংরক্ষণাগার থেকে নেয়া সৃজনশীল সাধারণ লাইসেন্সকৃত সঙ্গীত যোগ করেছি। সঙ্গীতগুলোর মধ্যে রয়েছে জাহজারের “অনুগ্রহ করে মনোযোগ দিয়ে শুনুন”, ব্ল্যাংকেট মিউজিকের বার্ষিকী সঙ্গীত [5]; ব্রোক ফর ফ্রি’র  দিনের পাখি; ডেভিড সেজতায়-এর প্যারোডি ৩ [6] এবং কর্ড [7]; ক্রিস জাবারিস্কি’র আমরা সারাক্ষণ চিন্তা করি ভবিষ্যত হবে মজার [8];  এবং অ্যান্ডি জি কোহেনের দৃশ্যমান পরিবর্তন [9] গানের।

এই গল্পে ব্যবহৃত রূপায়ণ করা ছবিটি ২০১৭ সালের ২১ জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে ফ্লিকার ব্যবহারকারী মার্কস ডিক্সন [10]-এর তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ। সিসি বাই ২.০