এরদোগানের শুদ্ধি অভিযান এ্যাঙ্গোলাতেও হাজির

১০ ফেব্রুয়ারি এ্যাঙ্গোলার কর্তৃপক্ষ “তুর্কি কলেজ” নামে পরিচিত ইন্টারন্যাশনাল হোপ কলেজের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ছবি: স্ক্রিনশট/ফেসবুক

এই মাসের শুরুর দিকে এ্যাঙ্গোলার শিক্ষা মন্ত্রণালয় লুয়ান্ডাতে “তুর্কি কলেজ” নামে পরিচিত আন্তর্জাতিক হোপ স্কুল একটি বেসরকারি স্কুল বন্ধ করে দিয়েছে। এ্যাঙ্গোলার সংবাদপত্র ও পাইস (হে দেশ) অনুসারে, স্কুলে কর্মরত সব বিদেশীরা তাদের কাজের ভিসা হারিয়েছে এবং তাদেরকে শীঘ্রই দেশ ত্যাগ করতে বলা হবে।

সমালোচকদের সন্দেহ যে গত অক্টোবরে জারি করা রাস্ট্রপতির ফরমান –এর সমর্থন নিয়ে সিদ্ধান্তটি নেয়া হলেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের চাপে হয়তো সেটা এখন কার্যকর করা হয়েছে। এরদোগানের সরকার গত জুলাই মাসে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে একটি গণগ্রেপ্তার চালিয়েছিল।

কোন সূত্র উদ্ধৃত না করে সংবাদপত্র ফোলিও ৮ গত অক্টোবরে জানিয়েছিল যে চালসহ খাদ্যপণ্যের বিনিময়ে তুর্কি নাগরিকদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্যে এরদোগান এ্যাঙ্গোলার সরকারের সাথে সমঝোতা করছে।

তুর্কি কলেজটির ১৬ বছর বয়সী একজন ছাত্রী থিসেলো ফিগেইরেদো শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সকালের ক্লাস বিঘ্নিত করে স্কুল বন্ধ করে দেয়ার পর কি ঘটেছে তা বর্ণনা করে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। কথিত মতে সকাল প্রায় ১১টার দিকে পুলিশ স্কুলের সব অনুষদকে সারিবদ্ধ করে তাদের সনাক্তকরণ কাগজপত্র দেখতে চায়।

এই লেখার সময় ফেসবুকে প্রায় ৮০ হাজার বার দেখা হয়ে যাওয়া তার ফেসবুক ভিডিওতে থিসেলো এছাড়াও স্কুলটির প্রতিক্রিয়াশীল ইসলাম প্রচার এবং এরদোগান অভিযুক্ত তুরস্কে গত বছরের অভ্যুত্থান প্রচেষ্টার পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কি নাগরিক ফেতুল্লাহ গুলেনকে সমর্থন করার হোয়াটসঅ্যাপে প্রচারিত গুজবটি অস্বীকার করে।

Esse movimento não tem nada de errado. É um movimento humanista. É um movimento que tem como objetivo mostrar que nem todos os muçulmanos são radicais e são extremistas. E mesmo assim, nós não fazemos parte desse movimento. Nós não fazemos parte do movimento do Fethullah Gülen. Mas mesmo que fizéssemos não haveria problema nenhum. Porque se o Fethullah Gülen estivesse mesmo na base do golpe de estado que aconteceu na Turquia, o povo americano não o teria acolhido como está a acolher até agora.

এই আন্দোলনে কোন ভুল নেই। এটা একটা মানবতাবাদী আন্দোলন। এই আন্দোলনটির লক্ষ্য হলো সব মুসলমান মৌলবাদী এবং চরমপন্থী নয় সেটা দেখানো। আমরা ফেতুল্লাহ গুলেনের আন্দোলনের অংশ নই। এমনকি আমরা যদি তা হতাম সেটাও কোন সমস্যা নয়।  কারণ  তুরস্কে ঘটে  যাওয়া অভ্যুত্থানের মূল আসলেই যদি ফেতুল্লাহ গুলেন হতেন তাহলে আমেরিকার মানুষ তাকে স্বাগত জানাতো না এখন তিনি যেমন আছেন।

ফোলিও৮ সংবাদপত্রের সাংবাদিক পেদ্রোভস্কি টেসা সরকারের অভিযানের ফুটেজ রেকর্ড করে তার ফেসবুক পাতায় ভিডিওটি শেয়ার করেছেন:

ডয়েচে ভেলে (জার্মান তরঙ্গ) জানিয়েছে ছাত্র-ছাত্রীদের পিতামাতারা বলেছেন তারা স্কুলটি বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদের পরিকল্পনা করছেন।

আংকারা থেকে চাপ?

পুলিশের কঠোর ব্যবস্থা স্কুলটি বন্ধ করার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়নি। দুই তুর্কি অনুষদ সদস্য ইব্রাহিম গার্দোল এবং এলজিয়াম তুসদিয়েভকে এছাড়াও অর্থ পাচার, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ অর্থায়ন এবং তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টাটি সংশ্লিষ্ট একটি আদর্শিক আন্দোলনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে অভিযুক্ত করা হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি উৎসকে উদ্ধৃত করে ও পাইস জানিয়েছে

এ্যাঙ্গোলার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলো দা ভিয়েগা তাভারেস বাহ্যিক কোন চাপে স্কুলটির বিরুদ্ধে তাদের অভিযানের কথা  অস্বীকার করে ঠিক কি কারণে পুলিশকে অপারেশন চালাতে হয়েছে সে সম্পর্কে আারো বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। ১৫ ফেব্রুয়ারি একটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন:

A questão que fez com que o Governo tomasse a decisão do encerramento do colégio é uma questão de bastante gravidade, não tem nada a ver com quaisquer pressões que o Governo angolano vem sofrendo de qualquer país, mas por questões de natureza factual em que nós não vamos pormenorizar, porquanto existem outras estruturas que estão também a dar tratamento a esta questão.

যে সমস্যাটি সরকারকে কলেজটি বন্ধ করে দেয়ার  সিদ্ধান্ত গ্রহণের কারণ ঘটিয়েছে সেটি একটি গম্ভীর ব্যাপার, এর সঙ্গে এ্যাঙ্গোলা সরকারের কোনো দেশ থেকে চাপ সহ্য করার কোনো  বিষয় নেই। কিন্তু বাস্তবতার কারণগুলোর বিশদ আমরা জানাতে যাচ্ছি না কারণ সেখানে অন্যান্য কাঠামোগুলোরও এই সমস্যাটি নিয়ে কিছু করার বাকি রয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট মোজাম্বিক হয়ে সম্প্রতি আফ্রিকা সফর করেছেন যেখানে তিনি তুরস্কে তার বিরোধীদের সংশ্লিষ্ট বিভিন্ন স্কুল ও প্রকল্প বন্ধ করে দেয়ার একটি অনুরূপ অনুরোধ করেছেন। এই ক্ষেত্রে, মোজাম্বিকের একজন নাগরিক ফেসবুক ব্যবহারকারী “এল  থাজি” তার সংশয় ভাগাভাগি করেছেন:

Este foi o pedido de Erdogan, presidente Turco. Desde do atentado falhado, diz que temos na SADC células/empresários turcos que financiam o terrorismo na Turquia.
Solicitou a entrega destes em troca de apoio financeiro: chantagem
Nós Moçambicanos não vamos entrar nessa. A nossa constituição não nos permite.

এটা তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের অনুরোধ ছিল। অভ্যুত্থানের ব্যর্থ প্রয়াসের পর থেকে তিনি বলছেন আমাদের এসএডিসি (উত্তর আফ্রিকীয় উন্নয়ন সম্প্রদায়)-তে তুরস্কে সন্ত্রাসবাদ অর্থায়নকারী তুর্কি ব্যবসায়ী রয়েছে।
আর্থিক সহায়তার বিনিময়ে তিনি তাদে্কে পাঠিয়ে দিতে বলছেন:  (এটা এক প্রকার) দূর্বলতার সূযোগ নেয়া
মোজাম্বিকবাসী এর মধ্যে ঢুকবে না। আমাদের সংবিধান আমাদের অনুমতি দেয় না।

এছাড়াও ১৫+২ নামে পরিচিত বড়মাপের মামলায় বিদ্রোহের দায়ে বিচারাধীন এ্যাঙ্গোলার আন্দোলনের একজন কর্মী লুয়াতি বেইরাও তুর্কি সরকারকে কেলেংকারীটিতে জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেছেন:

#এ্যাঙ্গোলা তুর্কি অধ্যাপকেরা ও পরিবারগুলো দু’দিন ধরে এ্যাঙ্গোলার সরকারের অযৌক্তিক বহিষ্কারাদেশের সম্মুখীন। এরদোগানের অনুরোধের আলাপ শোনা যাচ্ছে!

মোজাম্বিকের সাংবাদিক রাফায়েল রিকার্ডো যুক্তি দেখান যে “এক থালা খাদ্য  দিয়ে” এ্যাঙ্গোলার শাসকগোষ্ঠীকে কিনছে তুর্কি সরকার:

É muito perigoso ser uma nação faminta porque quem tem comida pode fazer o que quiser em onde há fome: Comprar um país com um prato de arroz.

Eis os tentáculos do imperador otomano pelas bandas dos kambas. Ele quer encerrar todo negócio turco dr qualquer cidadão turco que esteja fora do seu “habitat” político. É o mesmo desejo que ele tem por cá.

একটি ক্ষুধার্ত জাতি হওয়া খুবই বিপজ্জনক কারণ যাদের খাদ্য  আছে তারা যা ইচ্ছে তাই করতে পারে যেখানে তারা ক্ষুধার্ত: এক থালা ভাত দিয়ে একটি দেশ কিনুন।

এখানে কাম্বাস ব্যান্ডের ওসমানীয় (অটোমান) সম্রাটের ছোবল। তিনি তার রাজনৈতিক “আবাস” –এর বাইরে কোনো তুর্কি নাগরিকের সঙ্গে তুর্কি ব্যবসা বন্ধ করে দিতে চান। সেই একই ইচ্ছাটি এখানে তার চারপাশে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .