কলম্বিয়ার যে গেরিলা যোদ্ধাদের আপনি কখনো দেখেন নি

ছবি সৌজন্যে পিক্সাবে। পাবলিক ডোমেইন।

মাঝে মধ্যে হলেও যখন যে কোন ধরনের গণমাধমে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী (এফএআরসি- ফার্ক) শব্দগুলো দেখা যায়, সেগুলো বিগত ৫২বছর ধরে কলম্বিয়াকে জর্জরিত করে রাখা সশস্ত্র সংঘাতের নতুন কোন গল্পের ভুমিকা মাত্র।

একইভাবে, এসব পত্রিকার নিবন্ধ এবং টেলিভিশনের প্রতিবেদনের সঙ্গে সাধারণভাবে জুড়ে দেয়া ছবিগুলোতে প্রদর্শিত নিজেদের বাইরে কোন একটা কিছুর দিকে লক্ষ্য করে থাকা  পুরুষ, নারী, এবং কখনো কখনো এমনকি শিশুদের কঠিন, অপ্রতিরোধ্য সৈনিক হিসেবে বর্ণনা করা হয়। তাদের দ্বারা ক্ষতিগ্রস্তদের ছবিও প্রকাশিত হয়েছে অসংখ্যবার: বাস্তুচ্যুত বিভিন্ন পরিবার আর রাগ, বিষণ্ণতা ও হতাশাগ্রস্ত মুখভঙ্গিমায় তাদের অপহরণের শিকারেরা।

তবে কলম্বিয়ার ফটোসাংবাদিক লুইস আকস্তা’র অন্য উপায়ে ফার্ক-এর মুখোমুখি হওয়ার বীরত্ব রয়েছে। আকস্তা এই চারটি অক্ষরকে তার যে ছবিটির শিরোনামে পরিণত করেছেন সেটি মিসৌরি বিশ্ববিদ্যালয়ের ডোনাল্ড ডব্লিউ রেনল্ডস সাংবাদিকতা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বছরের সেরা ছবি প্রতিযোগিতার সাধারণ সংবাদ বিভাগের তিনটি উৎকর্ষের পুরস্কার–এর একটি জিতে নিয়েছে।

লুই আকস্তাকে অভিনন্দন তার পুরস্কারের জন্যে।

বোগোটায় আকস্তার কাজ স্থানীয় পুরস্কারে ইতোমধ্যে সম্মানিত হয়েছে তার এসিড আক্রান্ত নারীদের  প্রতিকৃতিগুলোতে প্রকাশিত দর্শনকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে।

উপরের ছবিটির দিকে তাকিয়ে সম্ভাব্য যেসব প্রশ্ন জাগে: এই তরুণরা কারা? নিশ্চিত উত্তর  মনে হয়: “কলম্বিয়ার পর্বতমালার একটি শিবিরে বিশ্রামরত কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর (ফার্ক)  সদস্যবৃন্দ,” যেমনটি ছবিগুলোর প্রাতিষ্ঠানিক বর্ণনা ইঙ্গিত করছে।

তবে আকস্তার দেয়া বিবরণটি ছবিটির দিকে তাকানো প্রত্যেকটি ব্যক্তির জন্যে ব্যাপক বিস্তৃত ধরনের উত্তরের সুযোগ রাখার জন্যেই ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট করা হয়েছে। লুইস আকস্তার “ফার্ক” যুদ্ধের অনেকগুলো ছবির একটি যা এটিকে জনগণের কল্পনায় নিয়ে যায় না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .