আরো জানতে টেলিগ্রাম চানেলগুলোকে রুশ সেন্সরের হঠাৎ তলব

রাশিয়ার কেন্দ্রীয় সেন্সরের বেসরকারি এনাইম মাসকট “রস্কোমনাজোর-চ্যান”-এর একটি বন্ধুত্বপূর্ণ বৈঠক। কেভিন রথ্রক সম্পাদিত ছবি।

২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার, পুতিনের শুরু করা একটি রাজনৈতিক আন্দোলনের সাহায্যপুষ্ট রাশিয়ার কেন্দ্রীয় সেন্সর রস্কোমনাজোর কয়েকটি জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেলের লেখকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছে – তবে তাদের আলোচনার বিষয় স্পষ্ট নয়, জানিয়েছে ওয়েবসাইট টি-জার্নাল

আজকের অনানুষ্ঠানিক বৈঠকটির জন্যে কথিতভাবে দায়ী নারী হলেন দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার কর্মকাণ্ড সংশোধনের জন্যে ২০১১ সালে ভ্লাদিমির পুতিনের তৈরি একটি আন্দোলন নিখিল-রুশ গণফ্রন্টের যোগাযোগ প্রধান ইউলিয়া জাগিতোভা।

বৈঠকটি সম্পর্কে কোনো বিবরণ ভাগাভাগি করা প্রথম মানুষ  হলেন রস্কোমনাজোরের একজন বিশিষ্ট সমালোচক, ব্লগার ও আইটি বিশেষজ্ঞ ভ্লাদিস্লাভ জোলনিকভ। জোলনিকভ তার নিজের টেলিগ্রাম চ্যানেল–এ লিখেছেন যে “ফাও খাওয়া” আমলারা নিষিদ্ধ করার নতুন বিষয়বস্তু খুঁজে পেতে এই সেবাটি সম্পর্কে আরও জানার চেষ্টা করছে, একেবারেই শুধু তাদের প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে।

“আমি কখনোই জনগণকে বলা বন্ধ করবো না যে রস্কোমনাজোর কতগুলো শুধুই অপদার্থ দিয়ে ভর্তি একটি অপ্রয়োজনীয় এবং অর্থহীন প্রতিষ্ঠান,” রঙিন ভাবে ব্যাখ্যা করেছেন জোলনিকভ।

টি-জার্নাল মতে, এছাড়াও জাগিতোভা সেন্সর প্রতিষ্ঠান এবং টেলিগ্রাম চ্যানেলের লেখক বৈঠকে কতগুলো সংবাদমাধ্যমের প্রতিবেদকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। রস্কোমনাজোর মুখপাত্র ভাদিম অ্যাম্পেলনস্কির মতে “আক্রমণাত্মক ট্রলিং (গালাগালযুক্ত মন্তব্য ও পোস্ট) এড়ানো”র জন্যে বৈঠকে উপস্থিত টেলিগ্রাম চ্যানেলের লেখকদের নাম প্রকাশ করা হচ্ছে না।

বিগত বছরটিতে রুশ ব্লগাররা ক্রমবর্ধমান হারে রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সামাজিক নেটওয়ার্ক ভি-কন্টাক্টে চালু করা পাভেল দুরভ পরিকল্পিত এবং অর্থায়নকৃত তাৎক্ষণিক বার্তা পাঠানোর পরিষেবা টেলিগ্রামের চ্যানেলগুলোর দিকে ঝুঁকে পড়ছে।

টেলিগ্রামের “চ্যানেলগুলো” ব্যবহারকারীদেরকে একটি একমুখী তথ্যপ্রবাহের অনুসরণকারীদের মেসেজ শেয়ার করতে দেয় যেটা রিয়েলি সিম্পল সিন্ডিকেশন (আরএসএস) গ্রাহকের সংবাদ-যোগানের মতো পুরোনো ঘরানার ব্লগিং এর সঙ্গে মিশে যায়।

এক বছর আগে আরইউ-নেট ইকো এই নতুন মাধ্যমটির উত্থান এবং রুশ ইন্টারনেট সংস্কৃতিতে এর গড়ে উঠতে থাকা ভূমিকা পর্যালোচনা করেছিল।

পড়ুন: রাশিয়াতে পুরোনো ধাঁচের ব্লগিং ফিরে আসছে। ধন্যবাদ তাঁদের যারা এটি বন্ধ করতে সচেষ্ট হয়েছিল

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .