কাল নয়, এখনই আমাদের এইচআইভি ঠিক করতে হবে: চিলির কণ্ঠশিল্পী

sombra-3-720x480

হোসে আবার্যা: “আমার এইচআইভি ছিল খুঁজে বের করা মানে আমি বদ্ধ কুঠরি থেকে আবার বেরিয়ে আসার মতো। আমি এটাকে ওভাবেই দেখি। এটা আমার এই বিষয়ে দ্বিতীয়বার দু:খিত হওয়া। আমি এটার একটা প্রদর্শনী করতে যাচ্ছি।” ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ৪.০ এর অধীনে প্রকাশিত ছবি।

পালো ভ্যালেন্সিয়া‘র করা নিচের সাক্ষাৎকারটি প্রথমে চিলির একটি মিডিয়া সম্মিলন সুস্তা-তে প্রকাশিত হয়। সম্পাদিত একটি সংস্করণ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স ৪.০ এর অধীনে নিচে প্রদর্শিত হবে।

হোসে আবার্যা নিজেকে পরিচয় করিয়ে দেয়ার সময় আপনাকে বলেছেন, “এল সোম্ব্রা হলো একজন পরজীবী”। কারণ আপনার সামনের ব্যক্তিটি হোসে নয়, বরং এল সোম্ব্রা (একটি ছায়া) – যে চরিত্রটিকে তিনি নিজেকে শিল্পিতভাবে এবং একজন মানুষ হিসেবে চিহ্নিত করার জন্যে আশ্রয় করেছেন। এছাড়াও আবার্যা চিলিতে “ভিন্নধর্মী রেগেটন (হিপহপ, লাতিন ও ক্যারিবীয় ধরনের মিশ্র রেগে” ব্যান্ড মারাকো ইন্তেন্সো–এর একজন সদস্য যারা ধারাটির নিজস্ব ধরনটিকে উল্টে দিয়ে এর একটি নতুন ছবি দিতে সচেষ্ট:

আবার্যা “উদ্ভট অভিনয় শিল্প” তৈরি করে। এভাবেই তিনি এটাকে সংজ্ঞায়িত করেন। তিনি মারাকো ইন্তেন্সো’তে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্পর্কে গান গাওয়ার দিন থেকে পরিবেশন করে আসছেন। উদাহরণস্বরূপ, ট্রাভা এসেসিনা গানটি আবার্যার পরিচিত একজন ট্রান্সভেস্টাইট (বিপরীত লিঙ্গের পোশাকপ্রেমী)-কে নিয়ে যে তিনজনকে হত্যা করে এর জন্যে নয় বছর কারাগারে ছিল; অথবা সেক্সি পাস্তুরি কোকা পেস্টে মিশে যাওয়া তার পছন্দের কোন একজনকে নিয়ে:

Muchas veces te bombardeas de tantas cosas y normalizas tantas situaciones que […] ya no te sorprenden. Pero cuando sales de ahí piensas que es fuerte […] 

অনেকবার তুমি নিজেকে অনেক কিছু দিয়ে বোমা বর্ষণ করেছো ছুড়িয়া এবং তুমি নিজেকে স্বাভাবিক করেছো অনেক পরিস্থিতিতে যেগুলোতে  […] তুমি আর বিস্মিত হও না। কিন্তু তুমি ঐ জায়গা ছেড়ে গেলে তুমি বুঝতে পারো সেটা কতো ভারি […]

কিন্তু এখন মারাকো ইন্তেন্সো অতীত, আর এল সোম্ব্রা একজন স্বাধীন শিল্পী: 

Yo soy loca, soy más bizarra. Yo hablo del sida, de las enfermedades de transmisión sexual, sobre cortarte, que [insultes] a los demás. Ahora hago algo similar a Marako Intenso pero más bonito, más visualmente cuidado. Ya no me grabo yo, hay alguien que lo hace, que me corta y arma las maquetas. Yo puedo pedir lo que quiera, quiero que suene así, o quiero que suenen balazos. Igual antes me tenía que adaptar a lo que había en internet y [eso] me enseñó a trabajar con cero recursos. Pero ahora puedo crear algo con más recursos.

আমি উৎকট এবং আরও অদ্ভুত। আমি কথা বলি এইডস সম্পর্কে, যৌনবাহিত রোগ সম্পর্কে, নিজেকে কেটে ফেলার বিষয়ে,  অন্য লোকদের অপমান করা সম্পর্কে। এখন আমি মারাকো ইন্তেন্সো’র মতো কিছু কাজ করছি, তবে আরো আকর্ষণীয়, দেখতে আরো যত্নশীল। আমি নিজেকে আর রেকর্ড করি না, অন্য কেউ সেটা করে। তারা বাছাই করে আমার জন্যে মডেলদের জড়ো করে। আমি এখন আমার যা ইচ্ছে চাইতে পারি, ‘আমি এরকম শব্দ চাই, অথবা আমি গুলির শব্দ চাই। আগে আমাকে ইন্টারনেটে যা পাওয়া যেত তার সঙ্গে মানিয়ে নিতে হতো, এবং [সেটা] আমাকে শূন্য সম্পদ নিয়ে কিভাবে কাজ করতে দেখিয়েছে। এখন আমি আরও বেশি সম্পদ দিয়ে কিছু তৈরি করতে পারি।

২০১৬ সালের মার্চে এল সোম্ব্রা চিলির স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠান এল দেস্কন্সিয়ের্তো-তে এইচআইভি নিয়ে একটি গল্পে হাজির হন, তিনি যে এইচআইভি পজিটিভ (সংক্রমিত) সে সম্পর্কে কথা বলার জন্যে। যেটা অনেকে শেষ না হওয়া একটি নাটক মনে করে, তার জন্যে সেটা হয়নি:

Salió un día y al otro tenía toda la bandeja de entrada llena de mensajes de ‘estoy contigo’, ‘te apoyo’. Y yo [respondía] ‘no me estoy muriendo, estoy más vivo que nunca’. Lo que menos quiero es que sientan pena o lástima

একদিন এটা প্রকাশিত হলে পরবর্তীতে আমার ইনবক্সে ভরে ওঠে বিভিন্ন বার্তায় যেমন, ‘আমি তোমার সাথে আছি,’ ‘আমি তোমাকে সমর্থন করি।’ আর আমি [প্রতিক্রিয়া জানিয়েছি] ‘আমি মরছি না, আমি আগের চেয়ে আরও অনেক বেশি জীবন্ত।’ শেষ জিনিস যেটি আমি তাদের কাছে চাই সেটা হলো তাদের যেন করুণা হয়।

‘এটা আমার দ্বিতীয় সুযোগ এবং এবার আমি আর দু:খিত হবো না’

সোম্ব্রা’র এইচআইভি হয়েছে সেটা এখন এক বছরের অল্প একটু বেশি, কিন্তু সামান্য সময়ের জন্যেই তিনি কঠিন অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন। তার কী হয়েছিল এটা না জেনেই মাসের পর মাস তাকে ডাক্তারি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল। “এটা কী এইচআইভি নাকি লিউকেমিয়া (রক্তের ক্যান্সার)। আমি ভেবেছিলাম [এইচআইভি], ক্যান্সার নয়,” তিনি বলেছেন।

এরপর তিনি তাকে চিকিৎসা দিতে অস্বীকার করে পাশ কেটে চলে যাওয়া ডাক্তারদের একটি প্রদর্শনী দেখতে পান। দেড় ঘণ্টায় তিনি অন্যান্য ডাক্তারদের ১৭জন রোগীকে সেবা দিতে দেখেন। অন্যেরা তাকে দেখার সময় ডাক্তারি ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে আসে। সে সময় তিনি সেখান থেকে চিকিৎসা গ্রহণের পর্যায়ে থাকেন না। তিনি সত্যি সত্যিই (আর) ঔষধ গ্রহণের বিষয় পছন্দ করেন না:

Tengo un amigo que toma como ocho pastillas y él no se va a morir de sida, se va a morir de falla hepática de tanta cosa. Si al final nos quieren a todos los [homosexuales] muertos y resulta que somos súper buena inversión. Vivimos solos, [salimos de fiesta] toda la vida, nos compramos ropa cara, no tenemos hijos. ¿Para que nos quieren matar estos empresarios locos?

আমার এক বন্ধু আছে যে আটটির মতো বড়ি খায়। সে এইডস-এ মারা যাবে না, এত কিছু খেয়ে কলিজা অকার্যকর হয়ে তার মৃত্যু হবে। শেষ পর্যন্ত তারা সবাই চায় আমরা [সমকামীরা] মরে যাই এবং মনে হয় আমরা একটি বিশাল বড় বিনিয়োগে পর্যবসিত হই। আমরা একাই বাঁচি [আমরা পার্টি করি] আমাদের সারাজীবন, আমরা নিজেদের জন্যে দামী পোষাক কিনি, আমাদের বাচ্চা নেই। সেই সব পাগল ব্যবসায়ীরা কিসের জন্যে আমাদের হত্যা করতে চায়?

আর রোগ নির্ণয়ের বিষয়ে সোম্ব্রা বলেছেন:

Enterarme de que tenía VIH fue como salir nuevamente del closet. Yo lo vi así. Esta era mi segunda oportunidad y esta vez no lo voy a hacer triste, lo voy a hacer con show. Si mi mamá se siente mal, obvio que se lo voy a explicar de mejor forma para que no le de pena. Si [tengo sexo] con alguien obvio que le voy a decir, mejor que lo sepa de antes para evitar esa conversación. Porque no todo el mundo es como uno. Mis amigos me dicen [“no me toques”] y yo les digo “me voy a cortar en la noche y se lo voy a pegar a todos”. Es un [fastidio] constante. Pero el poder lo tengo yo. Yo soy un arma mortal

আমার এইচআইভি আছে সেটা খূঁজে বের করা ছিল বদ্ধ কুঠরি থেকে আবার বেরিয়ে আসার মতো। আমি এটাকে ওভাবেই দেখি। এটা আমার দ্বিতীয়বার সুযোগ এবং এবার এটা নিয়ে আমি দু:খিত হতে যাব না। আমি এটার একটা প্রদর্শনী করতে যাচ্ছি। আমার মা যদি খারাপ মনে করেন আমি তাকে সর্বোত্তম উপায়ে বুঝিয়ে বলার চেষ্টা করবো যাতে তিনি আঘাত না পান। কারও সাথে আমার [যৌনমিলনের] সময় অবশ্যই আমি তাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি। সেই কথোপকথনটি এড়িয়ে যাওয়ার আগে তাদের জানা ভাল। কারণ সবাই একরকম নয়। আমার বন্ধুরা আমাকে বলে [‘আমাকে স্পর্শ করো না’] আর আমি তাদেরকে বলি, ‘কোন রাতে আমি নিজেকে কেটে তোমাদের গায়ে এগুলো লাগিয়ে দিবো।’ এটা একটা নিষ্ফল (হুমকি)। কিন্তু আমার ক্ষমতাটি আছে। আমি একটি জীবন্ত অস্ত্র।

তার মতে ক্ষমতায় থাকা দলটি এইচআইভি’র উপর আলোচনার দায়িত্ব নিয়েছে:

Todo lo adornan con lentejuelas. Hubo una marcha el 1 de diciembre para decir “yo tengo VIH”. Patético, salgamos a marchar a decir que tenemos VIH todos. A mí me llegó una invitación y dije ‘uuuh voy a derramar y esparcir sangre para que todos se infecten’, y me dicen ‘oooh es tan serio’. No puedes dar charlas para asustar a la gente. Normalicemeos el VIH ahora, no mañana. Yo no entiendo a la gente que le tiene tanto miedo al VIH. Sí, ya, es una enfermedad crónica. Pero si te la cuidas bien puedes ser más sano que alguien sin VIH. Tengo VIH. Soy persona.

সবকিছুই সেকুইন দিয়ে সাজানো। ১ ডিসেম্বরের একটি মিছিল-সমাবেশে বলতে বলা হয়েছিল, ‘আমার এইচআইভি আছে।’  দুঃখজনক। আমরা সবাই মিছিল করে বলেছিলাম আমাদের সবার এইচআইভি আছে। একটি আমন্ত্রণ পেয়ে আমি বলেছি, ‘উহ,  আমি ছিদ্র করে সব জায়গায় রক্ত ​​ছড়িয়ে দিবো যাতে সবাই সংক্রমিত হয়,’  তখন তারা আমাকে বলল, ‘ওহ, সেটা খুব সাংঘাতিক।’ তুমি মানুষকে ভয় দেখানোর কথা বলতে পারো না। আমাদেরকে এখনি এইচআইভি স্বাভাবিক করতে হবে, আগামীকাল নয়। মানুষ এইচআইভি নিয়ে কেন এত ভয় পায় আমি বুঝি না।  হ্যাঁ, ঠিক আছে, এটা একটা দূরারোগ্য ব্যাধি। তবে আপনি আপনার নিজের ভাল যত্ন নিলে আপনি এইচআইভি হয়নি এমন কারো তুলনায় স্বাস্থ্যবান থাকতে পারবেন। আমার এইচআইভি আছে। আমি একজন ব্যক্তি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .