- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

শুভ উদ্দেশ্যে একজন মার্কিন শিল্পী ‘প্রতিরোধ’ উল্কি আঁকছেন

বিষয়বস্তু: উত্তর আমেরিকা, যুক্তরাষ্ট্র, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

সাইকিক ইউনিকর্ন উল্কি এবং আর্ট স্টুডিও’র নেট কাশেক। ছবি: এরিন গ্যালাগার

যুক্তরাষ্ট্রের একজন উল্কি (ট্যাটু) শিল্পী “একটি উন্নততর বিশ্বের জন্যে সংগ্রামরত” দাতব্য বা প্রতিষ্ঠানকে $১০০ বা  তার বেশি দান করার প্রমাণসাপেক্ষে যে কাউকে বিনামূল্যে “প্রতিরোধ” থিমযুক্ত উল্কির প্রস্তাব দিচ্ছেন।

প্রায় ১৪,০০০ জনসংখ্যা অধ্যুষিত পেনসিলভানিয়ার কিংস্টোন শহরে ঋ এবং ক্রিস ওয়ালেসের মালিকানাধীন সাইকিক ইউনিকর্নে কাজ করেন নেট কাশেক [1]। ওয়াইয়োমিং উপত্যকায় অবস্থিত কিংস্টোন শহরটি উত্তর-পূর্বাঞ্চলীয় পেনসিলভানিয়া রাজ্যের শিল্প বিপ্লবে একদা গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক কয়লা খনি অঞ্চল।

কাশেক বলেন অনলাইনের সমস্ত নেতিবাচকতা দেখে দেখে তিনি  ক্লান্ত আর তাই মানুষকে শুধুই অনুযোগ করার পরিবর্তে আরো স্বত:প্রণোদিত হতে উৎসাহিত করতে চান। তিনি “RESIST” (প্রতিরোধ) থিমযুক্ত উল্কির একটি মূল সিরিজ এঁকেছেন, যেগুলো ২৭ জানুয়ারি তারিখে ফেসবুকে পোস্ট করেছেন: [2]

আমাদের বিশ্বকে সাহায্য করে বিনামূল্যে একটি উল্কি আঁকিয়ে নিন!

ফেব্রুয়ারি থকে শুরু করে নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলোকে $১০০ বা  তার বেশি দান করার প্রমাণ বা তাদের অনুদান প্রাপ্তিস্বীকার সাপেক্ষে একেবারে কোন অর্থ ছাড়াই একটি নির্বাচিত নকশার প্রস্তাব দিচ্ছি (অথবা আপনার পছন্দের দাতব্য প্রতিষ্ঠান/সংগঠন, এগুলো শুধু আমার সুপারিশ মাত্র):

আমেরিকানদের পথে জনগণ

মানবাধিকার প্রচারাভিযান

পরিকল্পিত পিতা-মাতা

এসিএলইউ

পবিত্র পাথর আইনী সুরক্ষা তহবিল

এনএএসিপি

প্রোপাবলিকা

ট্রেভর প্রকল্প

জাতীয় সম্পদ প্রতিরক্ষা তহবিল

আন্তর্জাতিক শরণার্থী সহায়তা প্রকল্প

পরিবেশগত প্রতিরক্ষা তহবিল

শিল্পকলার জন্যে জাতীয় অনুদান

আন্ত:লিঙ্গ সমতার জন্যে জাতীয় কেন্দ্র

আপনারা গবেষণা করে দেখেছেন কি একটা উন্নততর বিশ্বের জন্যে সংগ্রামরত অনেক অনেক দরকারী কত প্রকল্প এবং সংগঠন রয়েছে! অনেক পরিবর্তন আমাদের দিকে ধেয়ে আসছে আর তাই ওগুলো যেন স বা র একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্যে ইতিবাচক ও প্রগতিশীল পদক্ষেপ হয় সেটা নিশ্চিত করা আমাদের সমষ্টিগত দায়িত্ব।

চারিদিকে সবার সঙ্গে শেয়ার এবং বিনা দ্বিধায় আপনার ভাবা যে কোন কর্মসূচী আমাকে সুপারিশ করে আমার একটি বিশাল উপকার করবেন।

নেট কাশেক-এর “প্রতিরোধ” উল্কি সিরিজ। ছবি: এরিন গ্যালাগার

কাশেকের ফেসবুক পোস্ট [2]  অনেক মনোযোগ অর্জন করেছে। এটি এই পর্যন্ত ৪১০বার শেয়ার করা হয়েছে। অনেক জনের মন্তব্য জানিয়েছে যে তারা বিভিন্ন সংস্থাকে অনুদান দিয়েছে এবং তারা উল্কি আঁকানোর জন্যে হাজির হবে। তিনি বলেছেন যে তিনি তার রাজ্যের এবং রাজ্যের বাইরের জনগণের অনেক অনেক সাড়া পেয়ে উদ্বেলিত। তারা তার আসল ‘প্রতিরোধ’ নকশাগুলো আঁকিয়ে নেয়ার জন্যে বলে রেখেছে।

ছবি: এরিন গ্যালাগার

গ্লোবাল ভয়েসেস একটি সাইকিক ইউনিকর্ন পরিদর্শন করেছে এবং নতুন RESIST (প্রতিরোধ) নকশাগুলোর একটি আঁকার সময় সেখানে কাশেকের সঙ্গে থেকেছে। গ্রাহকের অনুরোধে একে তিনি ” PERSIST”-এ রূপান্তরিত করেছেন।

কাশেকের অনন্য কারু শৈলীর বৈশিষ্ট হলো রঙিন সৃষ্টি এবং কিছু স্বকীয় ভুত [3],  যেগুলো তিনি একটি ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের মাধ্যমে মুক্তির পরিকল্পনা করেছেন যাতে যে কোন শিল্পী একে যে কোন জায়গায় ব্যবহার করতে পারে।

একটি সাইকিক ইউনিকর্ণের ফেসবুক পাতা [4] স্টুডিওটিকে “সেরা সর্বগুণে গুণান্বিত মানুষ হওয়ার চেষ্টারত” শিল্পীদের আবাসস্থল হিসেবে বর্ণনা করেছে এবং “ক্যান্সার, প্রাণীদের জন্যে দাতব্য অথবা মহাবিশ্বে ইতিবাচক অনুরণন পাঠানোর মতো এমন কিছু”  ব্যক্তিগত আগ্রহ তালিকাবদ্ধ করেছে।