- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তার সিরীয় প্রতিরোধ: ইনটু দ্যা ডিপ পডকাস্ট

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সিরিয়া, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, যুদ্ধ এবং সংঘর্ষ, লিঙ্গ ও নারী, শরণার্থী, গ্লোবাল ভয়েসেস পডকাস্ট

সিরিয়ার সংকট ও ধ্বংসের মাত্রা মনটা অসাড় করে দেয়ার মতো। দেশটা “একটা কসাইখানা, মানবতার হাহাকার, ভয়াবহতার সর্বোচ্চ,” জানিয়েছেন একজন জাতিসংঘ কর্মকর্তা [1]

যুদ্ধে প্রায় পাঁচ লক্ষ মানুষের নিহত হয়েছে; দেশের দুই কোটি ২০ লক্ষ জনসংখ্যার অর্ধেক তাদের ঘরবাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য  হয়েছ। সিরীয় নীতি গবেষণা কেন্দ্র বলেছে জোর করে. পলিসি রিসার্চ জন্য সিরিয়ার সেন্টার সিরিয়ার গোটা জনসংখ্যার মোট ১১.৫%  হয় আহত বা নিহত হয়েছে। সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ২০১১-২০১৫ সালের মধ্যে সামরিক কারাগারগুলোতে ১৩,০০০ সিরীয়কে ফাঁসিতে ঝুলানো হয়েছে [2]। তারা ডাক্তার, আইনজীবী, আন্দোলনের কর্মী, পিতা, স্বামী ও সন্তান।

গ্লোবাল ভয়েসেস পডকাস্ট ইনটু দ্যা ডিপ-এর এই সংস্করণে প্রাপ্য মিডিয়া কভারেজ না পাওয়া একটি আলোচ্য বিষয়ের গভীরে গিয়েছি, আমরা সিরিয়ার প্রতিরোধের মধ্যে গভীরে খনন করে চলছি।

এখন ষষ্ঠ বছরে পড়া সিরিয়ার গৃহযুদ্ধটি সম্ভবত: ইতিহাসের সবচেয়ে নথিভুক্তু যুদ্ধ [3]। কিন্তু দেশের বাইরের লোকদের কাছে সবচেয়ে বিভ্রান্তিকরও হতে পারে।

আমরা বানা নামের ৭-বছরের অবরুদ্ধ পূর্ব আলেপ্পোর একটি সিরীয় মেয়ের করা হৃদয়-বিদারক টুইট [4] দেখতে পাই এবং তারপর আমরা দেখি  আমাদের বন্ধুরা একটি খবর শেয়ার করে বলছে যে বানার কোন অস্তিত্ব নেই এবং (সে) পশ্চিমাদের তৈরি প্রচারণার একটি হাতিয়ার।

বানা অস্তিত্বশীল। স্যাটেলাইট চিত্রাবলীর সঙ্গে তার ভিডিওগুলি তুলনা করে নিশ্চিত করা [5] হয়েছে। এবং পূর্ব আলেপ্পোতে কর্মরত বিশ্বস্ত কর্মী ও চিকিৎসকবন্ধু নিশ্চিত করেছেন গার্ডিয়ান পত্রিকা [6] এবং নিউ ইয়র্ক টাইমস স্কাইপ ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে  যে বানা এবং তার মা বলেছে যাদের সম্পর্কে বলা হয়েছে তারা তারাই। সামাজিক মাধ্যমে লক্ষ লক্ষ ছবি, ভিডিও, ব্লগ, টুইট এবং অডিও ফাইল শেয়ার করা হয়েছে। সংবাদ সংস্থাগুলো কিছু কিছু প্রসঙ্গের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে আর কিছু কিছুকে প্রসঙ্গ থেকে বিযুক্ত করেছে অপপ্রচারের যন্ত্রগুলো।

তাই কিভাবে আমরা এসব খবর এবং প্রচারণাগুলোকে ঠেলে এগুবো?

যখন আমরা আসলেই বুঝতে চাই সিরিয়াতে কী হচ্ছে, গ্লোবাল ভয়েসেসের আমরা সবসময় মার্সেল শেহওয়ারোর দিকে চেয়ে থাকি। তিনি সিরিয়ার আলেপ্পোর ৩২ বছর বয়েসী একজন ব্লগার এবং আন্দোলনের কর্মী।

মার্সেল গ্লোবাল ভয়েসেসের জন্যে ২০১৪ সাল থেকে তিনি তার আলেপ্পোর জীবন এবং সিরিয়ার বাইরে তার অবশ্যম্ভাবী নির্বাসন বর্ণনা করে শিল্পমানসম্পন্ন ধারাবাহিক “সিরিয়া থেকে পাঠানো [7]” লিখছেন। ২০১৫ সালে ধারাবাহিকটি ২০১৫ অনলাইন সাংবাদিকতা পুরস্কার লাভ করেছে। বিচারকরা তার “একান্তই ব্যক্তিগত লেখা”র প্রশংসা করেছেন “সাধারণত মেরুর চরম প্রান্ত থেকে বলা একটি যুদ্ধের ধূসর এলাকাগুলো” খূঁজে বের করার জন্যে।

এই পর্বে মার্সেলের সঙ্গে গ্লোবাল ভয়েসেস-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সম্পাদক জোয়ি আইয়ুব [8] যুক্ত হয়ে আমাদেরকে মার্সেলের চোখ এবং কলম দিয়ে সিরিয়ার প্রতিরোধ দেখার মানে কী সেটা বুঝতে সাহায্য করেছেন।

আমাদের গ্লোবাল ভয়েসেসের সব লেখক, অনুবাদক এবং সম্পাদকদের উৎসাহী কর্ম এই পর্ব তৈরি সম্ভব করেছে। সুতরাং ওখানকার আপনাদের সবাইকে বড় একটা ধন্যবাদ।

এই পর্বে আমরা ফ্রি মিউজিক আর্কাইভ থেকে নেয়া নীল বিন্দু অধিবেশনের দি টেলিং এবং প্যারিসাসহ ক্রিয়েটিভ কমন্স-এর লাইসেন্সকৃত সঙ্গীতের রূপায়ণ করেছি।