আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে স্নাইপারদের রাজ্য দিয়ে যাতায়াত

চাইখানা.অর্গ-এর জন্যে লুজাইন বালিয়ানের তৈরি ভিডিও থেকে নেয়া  স্ক্রিনশট

নিচেরটি লেখাটি চাই-খানা.অর্গ- এ প্রথমে প্রকাশিত হয়েছে। অংশীদারি চুক্তির আওতায় এটি সম্পাদনা করে পুনঃপ্রকাশ করা হয়েছে।

দু’টি আর্মেনীয় গ্রাম বাঘানিস এবং ভোস্কিপারকে যুক্ত করা রাস্তাটির দু’পাশে ছড়িয়ে রয়েছে ভরপুর আঙ্গুর বাগান, উর্বর চারণভূমি আর অধিকাংশ আবাদী জমি। দেশের উত্তরের পিচঢালা পথের এই বিস্তৃতি আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে জর্জিয়ার রাজধানী তিবলিসিকে জুড়ে দেয়া ধমনীর অংশ।

তাছাড়া আজারবাইজান সীমান্তের দিকে ঝুঁকে থাকা এই স্থানটি ক্রমেই বেড়ে চলা আজারবাইজানীয় স্নাইপারদের (লক্ষ্যভেদী বন্দুকবাজ) গুলি এবং বোমাবর্ষণ-এর নিয়মিত শিকার। তা সত্ত্বেও গ্রামবাসী আর গাড়ি চালকদের কাছে তাদের এই দৈনন্দিন জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলা ছাড়া অন্য কোন পথ নেই।

লুজাইন বালিয়ানের চিত্রায়িত প্রযোজিত নিচের ভিডিওটির ইংরেজি সাবটাইটেল পাওয়া যাচ্ছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .