মর্গান ফ্রিম্যান উজবেক সিনেমায় অভিনয় করে চমকে দিয়েছেন। সবুর করুন। না, তিনি এখনো করেননি।

উজবেক সিনেমার প্রচার। ছবি ক্লুপ.কেজি থেকে নেয়া।

গত ১১ ফেব্রুয়ারি তারিখে কিরগিজস্তানের একটি শীর্ষস্থানীয় সংবাদ ওয়েবসাইট Kloop.kg (ক্লুপ.কেজি) জানিয়েছে প্রতিবেশী উজবেকিস্তানের কথিত একটি ‘ভুয়া ট্রেইলার’ কেলেংকারিতে হলিউডের অভিনেতা মর্গান ফ্রিম্যান জড়িত।

কেলেংকারির শিকার সিনেমাটির শিরোনামের অর্থ ‘ভবঘুরে’ – এতে ফ্রিম্যান অভিনয় করেননি। কিন্তু কোন কারণে প্রচারের উদ্দেশ্যে হলিউডের সিনেমা লাস্ট নাইটস থেকে তার ছবি ব্যবহার করেছে।

স্থানীয় সিনেমার করিৎকর্মা নিয়ন্ত্রক উজবেকিনো সঙ্গে সঙ্গেই তিমুর ফিল্ম স্টুডিওর তৈরি সিনেমাটির বিক্রি বন্ধ এবং রাজধানী তাসখন্দে সিনেমাটির উদ্বোধনী প্রদর্শনী স্থগিত করে দিয়েছে।

আরএফই/আরএল-এর একটি প্রতিবেদন অনুসারে, ২০১২ সাল নাগাদ কর্তৃত্ববাদী উজবেকিস্তানে ৭০০ এর বেশি ফিল্ম স্টুডিও রয়েছে যা কিনা সোভিয়েত সময়ের পর থেকে মধ্য এশিয়া অঞ্চলের বৃহত্তম সিনেমা প্রযোজক।

কিন্তু মেধাস্বত্ত্ব লঙ্ঘনের চেয়েও বেশিরভাগ ক্ষেত্রেই অশ্লীল, হিংস্র অথবা রাজনৈতিক বিষয়বস্তুর কারণে বাড়তে থাকা সেন্সরশীপ একেবারে এখানকার মিউজিক ব্যবসায়ের মতোই শিল্পটির বৈচিত্র্যময়তার গলা চেপে ধরেছে।

গত বছর দৃশ্যতঃ উত্তেজক পরিবেশনার কারণে একজন পপ তারকাকে সেন্সর করা হয়েছে। সংসদকে দেয়া একজন শীর্ষ কর্মকর্তার বিখ্যাত উক্তি যে উজবেকিস্তান “রবিনসন [ক্রুসো’র] দ্বীপ নয়…যেখানে লোকজন যা ইচ্ছে তাই করতে পারবে।”

আসলেই শশাংক দায়মোচন-এর জেলখানা তিন কোটির বেশি জনগণ অধ্যুষিত ভূমি-বদ্ধ মধ্য এশীয় দেশটির জন্যে হয়তোবা আরো যথার্থ একটি উপমা, যার মানবাধিকার রেকর্ডকে সবসময়ই বিশ্বের নিকৃষ্টগুলোর একটি হিসেবে দেখা হয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .