- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

তিন মিনিটের এক অনলাইন ভিডিও বলকান জাতীয়তাবাদের খানিকটা চেহারা তুলে ধরছে

বিষয়বস্তু: পশ্চিম ইউরোপ, পূর্ব ও মধ্য ইউরোপ, আলবেনিয়া, কসোভো, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, বুলগেরিয়া, ম্যাসেডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া, সুইটজারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া, ডিজিটাল অ্যাক্টিভিজম, নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, শিক্ষা

ম্যাসেডোনিয়ার স্কোপইয়েতে আঁকা দেয়ালচিত্রে লেখা আছে “জাতীয়তাবাদ একটা রোগ”! এই বাণীটি বিনষ্ট করেছে দেয়ালে আঁকা “ম্যাসেডোনিয়ার এক জাতিগত মানচিত্রকে” (এই মানচিত্রে ম্যাসেডোনিয়া এবং তার আশেপাশের দেশের এলাকা তুলে ধরা হয়েছে) এবং “তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি, তোমাকে আবার এক করে ফেলবে”! নামক লেখাটিকে। ছবি, গ্লোবাল ভয়েসেস এর সৌজন্যে। সিসি-বাই।

বালকনথ্রি নামক অনলাইন ম্যাগাজিনের একটি দল এক ভিডিও ক্লিপ তৈরি করেছে। এটিতে তিন মিনিটের কম সময়ে বলকান অঞ্চলের বৃহৎ রাষ্ট্রের জাতীয়তাবাদ যে এক অর্থহীন বিষয় তার প্রধান কারণ ব্যাখ্যা করেছে। এর শিক্ষা এই অঞ্চলের বাইরেও যে সমস্ত রাষ্ট্র উগ্র ডানপন্থী মতাদর্শের কারণে যন্ত্রণা ভোগ করছে তাদের ক্ষেত্রেও আরো জোরালো ভাবে প্রযোজ্য।

১. বলকান অঞ্চলের প্রতিটি রাষ্ট্র বিশ্বাস করে যে তার বর্তমান ভূখণ্ডের চেয়ে তার আয়তন বেশী হওয়ার কথা ছিল। সকল রাষ্ট্রকে খুশী করার জন্য আমাদের অন্তত আরো একটা বলকান অঞ্চল প্রয়োজন।
২. কিন্তু কোন রাষ্ট্র ভাবছে না বিষয়টি অন্য রাষ্ট্রের কাছ থেকে ভূখণ্ড ছিনিয়ে নেয়া। তার বদলে সকলে বিষয়টিকে “নিজেদের ভূখণ্ড আবার নিজেদের কাছে ফিরিয়ে আনার বিষয় হিসেবে দেখছে”। …

এই ভিডিও হচ্ছে সিরিজ ভিডিওর অংশ যা মূলত একটি ম্যাসেডোনিয়ার প্রবচন (да ти нацртам) থেকে নেয়া হয়েছে যার মানে “আপনার জন্য বিষয়টি অঙ্কিত করি। এর আক্ষরিক অর্থ হচ্ছে খুব সহজ ভাষায় বিষয়টি ব্যাখ্যা করি।

বিগত কয়েক মাস ধরে এই ম্যাগাজিন স্বল্পদৈর্ঘ্য ভিডিও নির্মাণ করছে। যেগুলো রাষ্ট্রের ক্ষেত্রে নাগরিকদের যুক্ততা [1], আধুনিক গণতন্ত্র [2], এবং রাজনৈতিক দলের ভূমিকার [3] মত মৌলিক বিষয়ে ব্যাখ্যা প্রদান করছে।

বালকনথ্রি [4] নামটি পত্রিকার নামটি এসেছে “ব্যালকনি” নামক শব্দ থেকে। এই সাইটের প্রতিষ্ঠাতা ম্যাসেডোনিয়া, গ্রিস ও তুরস্কের সাংবাদিকরা। এই সাইট ম্যাসেডোনিয়া, গ্রীক, আলবেনিয়া, তুর্কি ও ইংরেজি ভাষায় লেখা ছাপা হয়, যার উদ্দেশ্য বহু সংস্কৃতির সমাজকে আরো ভাল ভাবে উপলব্ধি করা। তাদের দর্শন ও লক্ষ্য হচ্ছে তোমার প্রতিবেশীর উঠোনে চোখ বুলাতে, তোমার বারান্দায় গিয়ে হাজির হও।

যদি এই ভিডিও আপনাকে বলকান এলাকার মানসিকতা ও সংস্কৃতির প্রতি আরো আগ্রহী করে তোলে তাহলে, ইংরেজি ভাষায় গাওয়া এই গানটি “পালানো নয় (বলকান থেকে)”– শিরোনামে তৈরি করা ভিডিওতে দেখুন, যা মুক্ত চিন্তাধারার বসনীয় ব্যান্ডদল ডুবিয়া কালেকটিভ-এর গাওয়া। এই গানের ভাষায় এই অঞ্চলের যে গতানুগতিক বিষয়, যা এক প্রবাসী বাসিন্দা পশ্চিমা এক ব্যক্তিকে ব্যাখ্যা করছে।