
আড্রিয়ান হেরেরার সূত্র অনুসারেঃ এমন অনেক নাগরিক রয়েছেন যারা আশাবাদে পরিপূর্ণ, তারা এমন অনেক প্রকল্প তৈরি করছে এবং সেগুলোকে বাস্তবায়ন করছে এমন এক শহর কারাকাসে, যে রাজধানীতে সম্পূর্ণ বৈপরীত্যপূর্ণ এক অবস্থা বিরাজ করছে । এখানকার প্রত্যেকটা দল, প্রত্যেকবার এই প্রচেষ্টা করছে, কারাকাসের বাসিন্দারা যাতে ত্রাণ লাভ করতে পারে, আর এর জন্য কিছু উদ্যোগ রয়েছে যার মাধ্যমে শহরে তাদের ইতিবাচক কর্মকাণ্ডকে চিহ্নিত করা যায়”। কারাকাসের ছবিটি উইকিমিডিয়া কমন্সের, পাবলিক ডোমেইন থেকে নেওয়া।
ভ্রমণ ও লাইফস্টাইল সাইট ম্যাটাডোর নেটওয়ার্ক-এর সাংবাদিক আড্রিয়ান হেরেরা কারাকাসের কিছু সংগঠনের সেই সকল কাজের উদাহরণ সংগ্রহ করেছে যা এখানকার অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের মাঝেও আশাবাদ প্রদান করে যাচ্ছে, যেখানে এই ধরনের সঙ্কট ভেনেজুয়েলার অনেক নাগরিকের দৃষ্টিভঙ্গিকে সীমাবদ্ধ করে দিচ্ছে।
কিছু কিছু সংগঠন বাসিন্দাদের উৎসাহিত করে ঘর থেকে বাইরে বেড়িয়ে আসতে এবং শহর জুড়ে যে সকল অনুষ্ঠান হচ্ছে সেগুলোতে অংশ নিতে। এটি গুরুত্বপূর্ণ কারণ কারাকাসের ব্যাপক মাত্রায় অপরাধ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে অনেকে একে শৈল্পিক সত্তা জাগ্রত করার এক মাধ্যমে হিসেবে দেখছে। এটা প্রতিদিনের জীবন যাপনের এক পরিষ্কার চিত্র, একসাথে মিলে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এক সাধারণ লক্ষ্যে, যাতে বিপজ্জনক সময়ে পাল্টা ভারসাম্য রক্ষা করা যায়:
মূল স্প্যানিশ ভাষায় লিখিত প্রবন্ধে সংগঠন সমূহের সম্পূর্ণ তালিকাটি পাওয়া যাবে। তাদের প্রচেষ্টা ফেসবুক ও ইনস্টগ্রামে ভাল ভাবে নথিবদ্ধ করা হয়েছে , যেমন আমার দেহ (মি কনভিভে), এমন একটি দল যাদের পরিষ্কার ও উচ্চাকাঙ্ক্ষী এক লক্ষ্য রয়েছে।
Los convives trabajamos por una meta muy concreta: “A la vuelta de 10 años queremos que Caracas salga de la lista de las 10 ciudades más peligrosas y entre en la lista de las 10 ciudades más visitadas de Latinoamérica” […]Trabajamos junto a la comunidad y diferentes organizaciones sociales en el desarrollo de actividades y proyectos que permitan disminuir los índices de violencia en los sectores populares de Caracas.
আমরা এমন একটা দল, যারা বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করিঃ “প্রায় ১০ বছর ধরে কারাকাস সেরা দশটি বিপজ্জনক শহরের তালিকায়, আমরা এই তালিকা থেকে নিজেদের শহর নাম কাটাতে চাই, এবং ল্যাটিন আমেরিকার সবচেয়ে পর্যটন প্রিয় তালিকায় নাম লেখাতে চাই”। […] আমরা কমিউনিটি এবং ভিন্ন ভিন্ন সোশ্যাল সংগঠন যারা উন্নয়ন এবং প্রকল্প নিয়ে কাজ করে, আমরা তাদের সাথে মিলে কাজ করি, কারাকাসের স্বল্প আয়ের মানুষরা যেখানে বাস করে সেখানে সন্ত্রাসের হার কমিয়ে আনা আমাদের লক্ষ্য।
সোনারামিকা এই তালিকায় থাকা আরেকটি প্রকল্প । তাদের লক্ষ্য হচ্ছে বিভিন্ন উন্মুক্ত স্থান যেখানে সাধারণ নাগরিক সমাবেত হয়, সে সকল স্থানে সঙ্গীতের মাধ্যমে কবিতা ছড়িয়ে দেওয়া । তাদের কিছু অনুষ্ঠান তাদের ফেসবুকের পাতায় পাওয়া যাবে, যা তাদের প্রেরণার বিষয়টি ব্যাখ্যা করছে:
Sonorámica es una panorámica sonora que registra algo más completo que el paisaje: un país, su poesía, sus sonidos y su tiempo puestos en evidencia para confirmar que, siendo diversos, tenemos una memoria compartida hecha de imágenes que saben sonar.
সোনারামিকা হচ্ছে শব্দের পটভূমি যা পটভূমির চেয়ে অনেক বেশী পরিপূর্ণ ভাবে কিছু শব্দ ধারণ করাঃ একটি দেশ, তার কবিতা, এর শব্দ এবং সময়, নিশ্চিত করার জন্য তুলে ধরা, যার সে যোগ্য, আমাদের স্মৃতিগুলো একে অন্যের সাথে বিনিময় করেছি এমন ছবি তৈরি করেছি যা কথা বলে।
অন্য সংগঠন শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা তুলে ধরে, যার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, তারা বাইসাইকেলের মাধ্যমে শহর পর্যটনের সুযোগ করে দেয় কিংবা শহরের সবচেয়ে অপ্রচলিত গল্পগুলো শেয়ার করে। সব মিলিয়ে, তালিকায় ১৬টি দল রয়েছে, তারা ধারনা প্রদান করছে যে এমন কিছু নাগরিক রয়েছে যারা একঘেয়ে বর্ণনার অংশ হতে অস্বীকার করে অথবা কঠিন পরিস্থিতির মাঝে বিরাজ করে।