সাংস্কৃতিক নারীবাদের প্রতি আগ্রহী? তাহলে এটা দেখুন।

বিঃ ১৯১৪ সালে চার্লেস ডানা গিবসন এটি প্রকাশ করে

ছবিঃ ১৯১৪ সালে চার্লেস ডানা গিবসন এটি প্রকাশ করে

পেরুর তরুণী সাংবাদিক জুয়ানজো ডিওসেস এর ব্লগ দি ওয়েজুয়ানজো সাধারণত শিক্ষামূলক টেক্সট এবং সাংস্কৃতিক বিষয় সমূহ ভাগ করার জন্য পরিচিত ও জনপ্রিয়। তার একটি পোস্টে নারীবাদ এবং সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা ও আলোচনা নিয়ে ৭০টি পিডিএফ প্রবন্ধের লিঙ্ক দেয়া আছে যেগুলো বিনামূল্যে ডাউনলোড করা যাবে। তবে সেগুলি সবই স্প্যানিশ ভাষায় লেখা।

এখানে পাঠযোগ্য উপাদানের মধ্যে রয়েছে প্রবন্ধ, গবেষণা বিষয়ক লেখালেখি এবং সংস্কৃতি ও রাজনীতি, সাইবার-নারীবাদ (সাইবার ফেমিনিজম) অথবা কমিক বইয়ে কোন নারীর ছবি আঁকার ক্ষেত্রে দেহের যে ভাবমূর্তি রয়েছে সেটা নিয়ে আলোচনা। মেক্সিকোর এক শিল্পী এবং এই অঞ্চল ও বিশ্বে নারী সংগ্রামের এক প্রতীক , ফ্রিদা কাহলো, এই সকল পাঠ বিশ্লেষণের কেন্দ্রে রয়েছে। এখানে ক্ষমতা এবং ক্ষমতার মোকাবেলা, দেহ এবং ইন্টারনেট সম্প্রদায়ের দিক উন্মোচন হয়েছে। সংক্ষেপে, এটা হচ্ছে সংস্কৃতি এবং লিঙ্গীয় সংগ্রাম নিয়ে বুদ্ধিজীবী শ্রেণীর সমস্ত ভাবনা ও গল্পের একটি ঐশ্বর্যময় সংকলন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .