আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে, আর সেখানে যদি নিয়মিত ঢুঁ মারেন, তাহলে নিশ্চয়ই #শিল্পাশেঠিরিভিউ হ্যাশট্যাগ আপনার চোখে পড়েছে। ভারতীয় চলচ্চিত্র তারকা শিল্পা শেঠি সাক্ষাৎকার দিতে গিয়ে একটা ভুল করেছেন, মুহূর্তের মধ্যে সেটাই ভাইরাল হয়ে গেছে।
কয়েকদিন আগের ঘটনা। লক্ষ্ণৌতে ভারতের শিক্ষাবোর্ডের ৫৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী বছরের নতুন শিক্ষাক্রম অনুমোদন করা হয়। সেখানে তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের টিনটিন এবং অ্যাসটেরিক্স, জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজ, অগাথা ক্রিস্টির হারকিউল পয়রো সিরিজ, জে আর আর টলকিয়েনের দ্য হবিট, সত্যজিৎ রায়ের ফেলুদা, স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস-এর গল্পসহ অন্যান্য গ্রাফিক্স নভেল পড়ানোর কথা বলা হয়। শুধূ তাই নয়, বিজ্ঞানী এপিজে আবদুল কালাম, আনা ফ্রাঙ্ক, মালালা ইউসুফজাইয়ের জীবনীও পড়ানোর কথা বলা হয়। আর এসব নিয়েই গত কয়েকদিন ধরে টু্ইটারে আলোচনা চলছিল।
ঠিক এই সময়ে ইংরেজি দৈনিক টাইমস অফ ইন্ডিয়াকে একটা সাক্ষাৎকার দেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সেখানে তিনি শিক্ষাবোর্ডের উদ্যোগকে সমর্থন জানান:
Books like Lord Of The Rings (LOTR) and Harry Potter as part of the syllabus is a great move because it cultivates imagination and creativity at a young age. They should include books like Little Women, as it encourages respect towards women at a young age. Even a book like Animal Farm can teach the little ones to love and care for animals.
লর্ড অফ দ্য রিংস, হ্যারি পটারের মতো বই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হলে তো ভালই! যা খুব অল্প বয়স থেকেই পড়ুয়াদের কল্পনাশক্তিকে বিকশিত করতে পারবে। লিটল উইম্যানের মতো বই তালিকায় যোগ হলে অল্প বয়সেই নারীদের প্রতি সম্মান দেখাতে শিখবে। এমনকি অ্যানিমাল ফার্ম বইটাও পাঠ্যক্রমে রাখা উচিত, এতে ছোটরা জীবজন্তুদের ভালবাসার অনুপ্রেরণা পাবে।
শেষেরটাই এসে গোলমাল পাকিয়ে ফেলেছেন শিল্পা। আসলে জর্জ অরওয়েলের ‘অ্যানিমাল ফার্ম’ ভীষণ ভাবেই একটি রূপক লেখা। সেখানে একটা খামারের রূপকে সোভিয়েত ইউনিয়নের দুর্দশার কথা, জীবজন্তুরা সবাই সেখানে সমাজের একেকটি শ্রেণিকেই প্রতীকায়িত করছে।
This is why #shilpashettyreviews is trending. pic.twitter.com/1AXnAJS3Fi
— CornerCubicle (@cornercubicle_) November 28, 2016
এই কারণেই শিল্পা শেঠি টুইটারে ট্রেন্ডিং হয়েছেন।
এর পরপরই ইন্টারনেটে এক লাইনের রিভিউ দ্রুত ছড়িয়ে পড়েছে #শিল্পাশেঠিরিভিউ হ্যাশট্যাগ ব্যবহার করার মাধ্যমে। যেমন নিচের এই টুইট গুলোর কথাই ধরুন না!
Fifty shades of Grey is an instruction manual for dot matrix printers #ShilpaShettyReviews
— Fahad R. Bhatti (@frbhatty) November 28, 2016
ফিফটি শেডস অফ গ্রে বইটাও পাঠ্যক্রমে রাখা হোক, ওতে ডট ম্যাটিক্স- প্রিন্টার এর ম্যানুয়াল নির্দেশনা রয়েছে।
Oh! I thought David Copperfield is about a boy who works in fields where copper grows. #ShilpaShettyReviews https://t.co/Xwa7H9CaKH
— kaveri (@ikaveri) November 28, 2016
উফ! আমি ভাবছিলাম ডেভিড কপারফিল্ড একজন বাচ্চা ছেলে, যে তামার খনির কাছের খামারে কাজ করতো।
Pride and Prejudice is my favourite book about a group of lions and racism. #ShilpaShettyReviews
— Purva Scamander (@thatobesewoman) November 28, 2016
প্রাইড অ্যান্ড প্রেজুডিস আমার খুব প্রিয় বই। একদল সিংহ আর বর্ণবাদ নিয়ে বইটি।
Children should read ‘A Tale of Two Cities’, so that they can learn geography. #ShilpaShettyReviews
— Absinthe Minded (@MinstrelofSound) November 28, 2016
বাচ্চাদের ‘অ্যা টেল অব টু সিটিজ’ পড়া উচিত। এতে তাদের ভৌগলিক জ্ঞান বাড়বে।
“Life of pi is an amazing cookbook. Children will love it.” #ShilpaShettyReviews
— Harish Iyengaar (@scaryhairyman) November 28, 2016
লাইফ অব পাই চমৎকার একটা রান্নার বই। বাচ্চাদের খুব পছন্দ হবে।
Children should read The Kite Runner, because only then will they know how dangerous it is to chase kites. #ShilpaShettyReviews
— #ish (@WhatMenBugger) November 28, 2016
বাচ্চাদের দ্য কাইট রানার বইটা পড়া উচিত। তাহলে ঘুড়ি কাটাকাটি কতটা বিপদজনক তা তারা জানতে পারবেন।
The fault in our stars is the best book for kids to learn astronomy 😛 #ShilpaShettyReviews
— Daniel (@AskDanyal) November 28, 2016
বাচ্চাদের জন্য জ্যোর্তিবিদ্যা শেখার সেরা বই হলো দ্য ফল্ট ইন আওয়ার স্টারস।
“The Hobbit is good. All children should develop good hobbits.” #ShilpaShettyReviews
— Harish Iyengaar (@scaryhairyman) November 28, 2016
দ্য হবিট খুব ভালো বই। বাচ্চারা ভালো আদবকায়দা রপ্ত করতে পারবে।
এসব টুইট পড়ে অনেকেই মজা পেয়েছেন:
Is there anyone else who cannot stop reading all #ShilpaShettyReviews?
The things people come up with are just hilarious!— Li'l Jevi (@MissChotaPacket) November 28, 2016
#শিল্পাশেঠিরিভিউ হ্যাশট্যাগের লেখাগুলো কেউ কি পড়া থামাতে পেরেছেন? মানুষজন এতো এতো মজার মজার সব কমেন্ট করছে।
অনেকে আবার শিল্পাশেঠিকে সমর্থন করেও টুইট করেছেন:
because why blame a paper produced by multiple editors if you can laugh at the woman who probably didn't say the thing? #ShilpaShettyReviews
— Supriya Nair (@supriyan) November 28, 2016
একজন মহিলা কি বললো সেটা নিয়ে হাসতে পারেন না! দোষ তো ওই পত্রিকার, সেখানে একাধিক সম্পাদক তথ্যের ঠিক বেঠিকের বিষয়গুলো দেখে থাকেন।
Dear @TheShilpaShetty, are you sure they have quoted you properly? Because the book #AnimalFarm is not about animal husbandry. #JustChecking pic.twitter.com/abS9byfscF
— Soumyadipta (@Soumyadipta) November 28, 2016
প্রিয় শিল্পা শেঠি, আপনি কি নিশ্চিত তারা ঠিকঠাকমতো আপনাকে উদ্ধৃত করেছে? কারণ অ্যানিমাল ফার্ম বই পশুপালন নিয়ে নয়।
সাবিত আজিজ শিল্পা শেঠিকে ধন্যবাদ জানিয়েছেন:
Thank You Shilpa Shetty for the Gaffe. I have my book bucket list ready now. #ShilpaShettyReviews
— Sabit Aziz (@azizspeaksss) November 28, 2016
হাসির পাত্র হওয়ায় শিল্পা শেঠি আপনাকে ধন্যবাদ। আমার পড়ার বইয়ের তালিকা প্রস্তুত হয়ে গেল।