কেনিয়ার একটি ফেসবুক ইভেন্ট শান্তি স্থাপন ও গালাগালির বিরুদ্ধে লড়াই করছে

The logo of the public Facebook group - Promoting Peace - Fighting Hate Speech.

পাবলিক ফেসবুক গ্রুপের লোগোঃ শান্তিকে তুলে ধরি-করি গালাগালির বিরুদ্ধে লড়াই

ডিডাব্লিউ আকাডেমিয়ে, জার্মানির এক সংগঠন যা আন্তর্জাতিক প্রচার মাধ্যমের উন্নয়নে কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি আগামী বছর কেনিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন উপলক্ষে ছড়িয়ে পড়া গালাগালি মোকাবেলার কৌশল হিসেবে ফেসবুকে এক লাইভ ইভেন্টের আয়োজন করেছিল।

এই ইভেন্ট অনুষ্ঠিত হয় ১৪ ও ১৬ নভেম্বরে। কেনিয়ার সময় অনুসারে সন্ধ্যা ৬টায়। একটি নতুন পাবলিক গ্রুপেঃ যার নাম শান্তি স্থাপন- গালাগালির বিরুদ্ধে লড়াই

এই লাইভ অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন ক্রিসপিন মাওয়াকিডু, কেনিয়ার ডিডাব্লিউ-এর একজন ফ্রিল্যান্স সাংবাদিক, লেখক এবং পারফরমিং আর্টিস্ট ও কেনিয়ার সাংবাদিক জোয়ান ওকিটোই। এতে আরো অংশগ্রহণ করেন কেনিয়ার সাংবাদিক ও অনলাইনে গালাগালি বিষয়ে বিশেষজ্ঞ শিতেমেই খামাদি

গালাগালির বিরুদ্ধে লড়াই করা বিশেষ গুরুত্বপূর্ণ। যা অল্প কিছুদিন আগেও কেনিয়াতে ঘটেছিলো। ২০০৭ সালে সাধারণ নির্বাচনের পর দেশটিতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে শত শত নাগরিক মারা যায় এবং হাজার হাজার নাগরিক গৃহহীন হয়ে পড়ে।

নীচে এই অনুষ্ঠানের জন্য নির্মিত এক সংক্ষিপ্ত ইউটিউব ভিডিও টিজার তুলে ধরা হল।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .