তিনি পোপকে বেশ্যার ছেলে বলে গাল দিয়েছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে বেশ্যার ছেলে বলে গাল দিয়েছেন। তিনি ধর্ষণ সম্পর্কে ঢালাও কৌতুক করেছেন এবং প্রকাশ্যে তিনি একজন নারী আসক্ত ব্যক্তি। মাদকের বিরুদ্ধে তাঁর যুদ্ধ চলাকালীন চার মাসে অভিযুক্ত হাজার হাজার মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত লোক নিহত হয়েছে।
কিন্তু এ যে ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের সম্পর্কে বলা গল্পের মাত্র অর্ধেক অংশ।
“ইন্টু দ্যা ডিপ” নামক গ্লোবাল ভয়েসেসের একটি নতুন পডকাস্ট এর এই সপ্তাহের পর্বে এমন একটি বিষয় গভীর থেকে তুলে আনা হয়েছে যা যথেস্ট মিডিয়া কভারেজ পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তা পায়নি। গ্লোবাল ভয়েসেসের প্রদায়ক মং প্যালাটিনো এবং কার্লো মঙ্গায়া দুতার্তের গল্পের বাকি অর্ধেক অংশের পর্দা উন্মোচন করতে আমাদের সাহায্য করেছেন।
মুক্ত সংগীত আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমন্সের অনুমোদন প্রাপ্ত ব্লু ডট সেসনসের “রে গুণ – ফাস্টারফাস্টারব্রাইটার” এবং লি রোজিভিয়ারের “আন্ডার সাসপিসিওন” শিরোনামের গানগুলো সহ কিছু গান এই পর্বে আমরা বিশেষভাবে তুলে ধরেছি।
“অপরাধের বিরুদ্ধে যুদ্ধ” নামের জনপ্রিয় মোবাইল গেমস স্ক্রিনশট থেকে এই গল্পের ফিচার ছবিটি নেয়া হয়েছে।
Podcast: Play in new window | Download