ইউটিউব গত ১১ নভেম্বর রোজ শুক্রবার আফ্রিকান অনলাইন ভিডিও সৃজনশীলদের নিয়ে দ্যা ইনাগুরাল সাব-সাহারান আফ্রিকান (এসএসএ) ইউটিউব পুরস্কার উদযাপন করেছে। সাউথ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ২০০৭ সাল থেকে এই পুরস্কারের আয়োজন করা হচ্ছে।
এই আয়োজনের ২২ টি ক্যাটাগরিতে মোট চব্বিশ জনকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী সৃজনশীল ব্যক্তিদের কমপক্ষে পঞ্চাশ হাজার গ্রাহক থাকা আবশ্যক এবং প্রতিযোগীতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করার জন্য আটটি সাব সাহারান আফ্রিকান দেশ ভিত্তিক হতে হবে। অংশগ্রহণকারী দেশ হিসেবে রয়েছে ঘানা, জিম্বাবুয়ে, তানজানিয়া, কেনিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা এবং সেনেগাল। এই দেশগুলো ইউটিউব নগদীকরণের আওতায় আনা হয়েছে।
বিজয়ী সৃজনশীলদের কাছ থেকে পাওয়া ভিডিওর কয়েক ঝলক রয়েছে এখানে।
কৌতুক বিভাগে বিজয়ী রামসকমিক্স/ সুপাসট্রাইকাস থেকে পাওয়া ভিডিওটি নীচে রয়েছেঃ
বিনোদন বিভাগে বিজয়ী “পথের মধ্যে হাড্ডিসার মেয়ে” শিরোনামের ভিডিওটি এনদানি টিভি থেকে নেয়াঃ
অলাভজনক বিভাগে বিজয়ী হয়েছেন জিম এনদুরুচিঃ
উগান্ডাতে শীর্ষ গ্রাহক বিশিষ্ট সৃজনশীলের পুরস্কার জিতেছেন কানসিমি আনিঃ
নাইজেরিয়াতে শীর্ষ গ্রাহক বিশিষ্ট সৃজনশীলের পুরস্কার জিতেছেন ছয় বছর বয়সী কৌতুক অভিনেতা ইমানুয়েল স্যামুয়েলঃ
ডায়মন্ড প্লাটিনামজ তানজানিয়ার শীর্ষ গ্রাহক বিশিষ্ট সৃজনশীলের পুরস্কার জিতেছেনঃ
দশ লক্ষ গ্রাহক সংখ্যা অর্জনের জন্য দক্ষিণ আফ্রিকার গানের চ্যানেল ইয়েলো ব্রিক সিনেমার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়ঃ
বিজয়ীদের পূর্ণ তালিকাটি এখানে দেখুন।