৮ নভেম্বর তারিখে কে জয়ী হবেনঃ ট্রাম্প, হিলারি নাকি স্টেইন?
গ্লোবাল ভয়েসেসের অনেক লেখক এবং অনুবাদকরা মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনে ভোট দিতে না পারলেও ইতিপূর্বে অনুষ্ঠিত অন্যান্য নির্বাচনের মতোই এই আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আমরা নিজেদের একাত্মতা বোধ করি।
আমাদের মনে যে প্রশ্নের উদয় হয়েছেঃ
- মার্কিন যুক্তরাষ্ট্র কি আরও বেশি হস্তক্ষেপবাদী হয়ে উঠবে নাকি বিচ্ছিন্নতাবাদী হয়ে উঠবে?
- মার্কিন যুক্তরাষ্ট্রে একজন নারী প্রেসিডেন্ট কি সারা বিশ্বের নারীদের অবস্থান পরিবর্তন করতে পারবেন?
- অভিবাসী আর সংখ্যালঘু গোষ্ঠীগুলোর জন্য যুক্তরাষ্ট্রে বসবাস করা কি কঠিন হয়ে উঠবে?
আমাদের উদ্বেগ এবং আমাদের চিন্তাধারা প্রকাশ করতে প্রতি বুধবার ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত গ্লোবাল ভয়েসেসের চারজন প্রদায়ক একত্রিত হবেন এবং মার্কিন নির্বাচনের সর্বশেষ আসা খবরগুলো সম্পর্কে কথা বলবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে মানুষ এবং আমাদের আমেরিকান প্রদায়কেরা কি ভাবছে। সে সকল লোকেরা এই নির্বাচন সম্পর্কে কি ভাবছেন যারা সারা বিশ্ব ভ্রমণ করেন এবং অন্যান্য দেশে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে বেশ পরিচিত।
কথোপকথন #২: মঙ্গলবার, ২ নভেম্বর
নির্বাচনী প্রচারণার এই রোলার কোষ্টার শেষ হতে আর মাত্র ছয় দিন। সবারই স্নায়ু আগা থেকে গোঁড়া ক্ষয়ে গেছে।
এই প্রচারাভিযান নিয়ে আমাদের ক্লান্তিকর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করার জন্য তিন ভাগে বিভক্ত এই সিরিজের দ্বিতীয় পর্বটি বেশ মজার। দ্রুত বিন্যস্ত কথোপকথনে অংশ নিবেনঃ
- নিউ ইয়র্ক ভিত্তিক মার্কিন ভোটার এবং লিঙ্গুয়া সম্প্রদায়ের একজন কো-অর্ডিনেটর মারিয়ানা ব্রেটম্যান
- ত্রিনিদাদের পোর্ট অব প্রিন্স ভিত্তিক গ্লোবাল ভয়েসেসের ব্যবস্থাপনা পরিচালক জর্জিয়া পোপালওয়েল
- সান ফ্রান্সিসকো ভিত্তিক গ্লোবাল ভয়েসেসের পাকিস্তান সম্পাদক সানা সালিম
গ্লোবাল ভয়েসেসের সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পাদক এবং জাপানের সম্পাদক নেভিন থম্পসন এই কথোপকথনটি সঞ্চালনা করবেন।
আমাদের বেইরুত ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্পাদক জুহর মাহমুদ গত সপ্তাহে অনুষ্ঠিত একটি আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। আমাদের মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকার সম্পাদক জোই আইয়ুব, অ্যামস্টারডাম ভিত্তিক মার্কিন ভোটার এবং ইরানের প্রদায়ক টোরি ইঘারম্যান ও সান ফ্রান্সিসকো ভিত্তিক মার্কিন ভোটার এবং গ্লোবাল ভয়েসেসের ব্যবস্থাপনা পরিচালক সম্পাদক সাহার গাজি এতে অংশ নেন। এই পর্বটি আপনারা এখানে দেখতে পারেন।