
হোর্হে কার্লোস ফনসেকা (কেন্দ্র) সিসিলিতে (২০১৪ সালে) সরকারি সফরে। ছবি :: সংরক্ষাণাগার উইকিমিডিয়া / সিসি বাই ৪.০
হোর্হে কার্লোস ফনসেকা গত বৃহস্পতিবার, ২০ অক্টোবর তারিখে কেপ ভার্দে’র প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন। কোন শক্তিশালী প্রতিপক্ষ ছাড়াই, তিনি গত ২ অক্টোবর তারিখের নির্বাচনে ৭৪ শতাংশ ভোটে জিতে দেশের ষষ্ঠ গণতান্ত্রিক নির্বাচনে জয় লাভ করেন। ফনসেকা মভিমেন্টো প্যারা ডেমোক্রেশিয়া রাজনৈতিক দল এর সহায়তায় জিতেছেন। দলটি এই বছরের শুরুর দিকে বিধানিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
O POVO DIZ SIM CABO VERDE E ELEGE JORGE CARLOS FONSECA PARA O SEGUNDO MANDATO https://t.co/cVhSTMsRRo pic.twitter.com/2Xkh5XPIOa
— Luis Carlos Silva (@luiscarlossilva) October 3, 2016
লোকে বলে হ্যাঁ কেপ ভার্দে হোর্হে কার্লোস ফনসেকা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত।
স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভোটার নিবৃত্তি হচ্ছে কোন প্রার্থীর কঠিনতম প্রতিপক্ষ, যেখানে এই নির্বাচনে ৬৪ শতাংশ ভোটার ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছেন। নিবৃত্তির হার যদিও উচ্চ ছিল, “তবে বিজয়ের উজ্জ্বল তা কমাতে পারেনি,” ফনসেকা বলছেন।
ডয়চে ভেলে-আফ্রিকা রিপোর্ট করেছে, পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন:
Nas democracias amadurecidas, altas taxas de participação normalmente só acontecem em períodos de ruptura política. Veja, por exemplo, o que se passa em Portugal e nos Estado Unidos, qual é a percentagem dos americanos que participam na eleição do Presidente. O Presidente americano terá menos legitimidade por causa disso?
একটি পরিনত গণতন্ত্রে উচ্চহারে অংশগ্রহণ সাধারণত শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার সময়েই ঘটতে পারে। উদাহরণস্বরূপ, পর্তুগাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, সেখানে কি ঘটছে? রাষ্ট্রপতি নির্বাচনে কি পরিমাণ আমেরিকান অংশ নিচ্ছে? সে কারণে আমেরিকান প্রেসিডেন্টের কি কম বৈধতা থাকবে?
মিন্ডেলো বিশ্ববিদ্যালয়ের ডিন আলবারটিনো গ্রাসা ছিলেন সেখানকার দ্বিতীয় জনপ্রিয় প্রার্থী। তিনি ২২.৫ শতাংশ ভোট পেয়েছেন। এদিকে, জকিয়াম মন্টেরো মাত্র ৩.৪ শতাংশ ভোট পেয়েছেন।