ট্রাম্প, হিলারি অথবা স্টেইন? এমনকি যদিও গ্লোবাল ভয়েসেস-এর অনেক কন্ট্রিবিউটর যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিতে পারবে না, তারপরেও আগের কিছু নির্বাচনের মত এই নির্বাচন নিয়ে আমাদের মাঝে এক প্রবল উত্তেজনা রয়েছে।
আমাদের মাঝে এখন যে প্রশ্নটি রয়েছে তা হলঃ যুক্তরাষ্ট্র কি আরো বেশী হস্তক্ষেপকারী রাষ্ট্রে পরিণত হবে নাকি সে এক বিচ্ছিন্ন রাষ্ট্রে পরিণত হবে? যুক্তরাষ্ট্রের এক নারী রাষ্ট্রপতি কি সারা বিশ্বের নারীদের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারবে? যুক্তরাষ্ট্র কি অভিবাসী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসের জন্য এক কঠিন স্থানে পরিণত হবে?
তিন পর্বের এই সংস্করণের প্রথম পর্বে আমরা মজা করব, বৈরুত ভিত্তিক আমাদের সোশ্যাল মিডিয়া সম্পাদক জুহোর মাহমুদ, আমাদের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক সম্পাদক জোয়ি আইয়ুব, আমস্টারডামে বাস করা যুক্তরাষ্ট্রের ভোটার এবং ইরান বিষয়ক কন্ট্রিবিউটর টোরি এঘারমান, সান ফ্রান্সিসকোতে বাস করা যুক্তরাষ্ট্রের ভোটার এবং গ্লোবাস ভয়েসেস-এর নির্বাহী সম্পাদক সাহার হাবিব ঘাজি দ্রুত-আলোচনা ভিত্তিক এক সম্মেলনে মিলিত হবেন।
এই অনুষ্ঠানের সাথে যুক্ত হউন আর কিউ এন্ড এ নামক এ্যাপসের মাধ্যমে আমাদের কাছে আপনার প্রশ্ন পাঠান।