তাজিকিস্তানের টাকায় কার মুখ ছাপা উচিত

Photoshopped image of Tajik president Emomali Rakhmon on a banknote. Shaird by Said Safarov on Facebook.

তাজিকিস্তানের একটি টাকায় ফটোশপের মাধ্যমে আঁকা রাষ্ট্রপতি এমোমালি রাখমন-এর ছবি। ফেসবুকে সাইদ সাফারভ-এর শেয়ার করা ছবি।

যারা দারিদ্র্য পীড়িত মধ্য এশিয়ার রাষ্ট্র তাজিকিস্তানকে উপলব্ধি করে থাকে তাদের কাছে না তাজিক রাষ্ট্রপতি এমোমালি রাখমন-এর ব্যক্তি পূজার ক্রমশ বৃদ্ধি ঘটানো কিংবা অভিবাসী শ্রমিকদের পাঠানো অর্থের উপর প্রজাতন্ত্রের নির্ভর করা মোটেও কোন সংবাদ নয়, যে অভিবাসী শ্রমিকেরা রাশিয়ায় গিয়ে নিজেদের মাথার ঘাম ঝরিয়ে এই টাকা পাঠাচ্ছে।

সম্প্রতি তাজিক ফেসবুক ব্যবহারকারীরা সরকারের এক উচ্চপদস্থ ব্যক্তির পরামর্শে ক্লান্ত, যে রাষ্ট্রিয় এক সংবাদমাধ্যমে পরামর্শ প্রদান করেছে যে দেশটির উচিত ১০০০ টাকা সমমূল্যের কাগজের নোট ছাপা যার উভয় পার্শ্বে রাখমনের ছবি ছাপা থাকবে।

সাইদ সাফারভ লিখেছেন :

Photoshop of a Tajik migrant on a Tajik banknote. Shared by Facebook user Said Safarov.

উপরে তাজিক এক টাকার মাঝে একজন অভিবাসী শ্রমিকের ছবি ফটোশপের মাধ্যমে বসানো হয়েছে, নীচে রাখমনের ছবি, ফেসবুক ব্যবহারকারী সাইদ সাফারভ ছবিটি শেয়ার করেছে।

Директор филиала ГУП «Таджиксугурта» в Шахринаве, Шариф Каримов в своей статье, опубликованной в газете «Таджикистан», предлагает выпустить банкноты достоинством 1000 сомони с изображением президента Таджикистана Эмомали Рахмона.
Мой ответ:
Сегодня именно трудовой мигрант достоин как никто другой изображения на купюрах. Именно трудовой мигрант кормит всю страну, в отличии от людей, растаскивающих ее по кускам на свои офшорные счета. Именно трудовой мигрант, сегодня погибает на фронтах трудовой миграции ради куска хлеба для Таджикистана. Именно трудовой мигрант спасает жалкое подобие экономики страны от полного дефолта. Именно трудовой мигрант, как заботливый отец тащит последнюю копейку домой. Именно трудовой мигрант достоин быть изображен на деньгах, ему должны быть поставлены памятники и их именами должны быть названы улицы и села. Вот кто действительно достоин таких почестей!

শাহরিনাভ-এ অবস্থিত রাষ্ট্র পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান “তাদজহিকসুগুরতা-এর” শাখা পরিচালক শরিফ করিমভ, তাজিকিস্তান নামক সংবাদপত্রে একটি প্রবন্ধ লিখেছেন, এতে তিনি উল্লেখ করেছেন যে ১০০০ সোমানিতে (সরকারি রেট অনুসারে ১২৭ ডলার সমমানের তাজিক মুদ্রা) অবশ্যই তাজিক রাষ্ট্রপতি এমোমালি রাখমন-এর ছবি থাকা উচিত।

আমার উত্তরঃ আজ, অভিবাসী শ্রমিকদের চেয়ে এখন আর কেউ এর [এই সম্মানের যোগ্য নয়]। যারা অভিবাসী শ্রমিক তারা এই সমগ্র জাতিকে আহার জোগাচ্ছে সেই সমস্ত নাগরিকদের বিপরীতে, যারা দেশকে ক্ষতিগ্রস্থ করে বিদেশে গোপন একাউন্টের মাধ্যমে দেশের টাকা পাচার করছে [তাদের অফশোর একাউন্টে]। অভিবাসী শ্রমিক যারা, তারা বিদেশের মাটিতে মারা যাচ্ছে তাজিকিস্তানের মুখে এক টুকরো রুটি তুলে দিবে বলে। এটা হচ্ছে অভিবাসী শ্রমিক যারা দেশকে একেবারে বিপদগ্রস্ত হওয়া থেকে দেশকে রক্ষা করছে। এটা হচ্ছে অভিবাসী শ্রমিক, যারা এক স্নেহশীল পিতার মত আয়ের শেষ অর্থটি বাড়িতে পাঠিয়ে দেয়। এই সকল অভিবাসী শ্রমিকেরা ছবি তাজিক টাকায় ছাপানোর যোগ্য, তাদের মূর্তি বানানো উচিত এবং সড়ক পথ ও গ্রামগুলোয় তাদের নামে নামকরণ করা উচিত [অভিবাসী শ্রমিক]। তারাই এ সম্মানের যোগ্য!

২০১৪ সালে তাজিক অভিবাসী শ্রমিকের দেশটির মোট জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) শতকরা ৫০% সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছে, এদিকে সকল বয়সের কর্মজীবী পুরুষের অর্ধেক বিদেশে কাজ করে জীবিকা নির্বাহ করে।

তবে এই হার এখন কমে এসেছে, রাশিয়ার অর্থনৈতিক সঙ্কটের কারণে। এ বছরের প্রথম ছয় মাসের বৈদেশিক মুদ্রা পাঠানোর হার গত বছরের একই সময়ের তুলনায় এক পঞ্চমাংশ কমে গেছে, এদিকে কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে এই সময়ে রাশিয়াতে বাস করা অভিবাসী শ্রমিকের সংখ্যা ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .