কলম্বিয়ায় শান্তিকে ‘না’ বলাঃ ইন টু দি ডিপ নামক পডকাস্ট

ইন টু দি ডিপ হচ্ছে গ্লোবাল ভয়েসেস-এর এক নতুন পডকাস্ট যা সেই বিষয়কে গভীর থেকে তুলে আনছে যা প্রচার মাধ্যমের ততটা মনোযোগ পাচ্ছে না, যতটা তার দরকার।

এ সপ্তাহের এই পর্বে, কলম্বীয় সরকার এবং বিদ্রোহী সশস্ত্র গেরিলা দল ফার্কের মাঝে ৫০ বছর ধরে চলা যুদ্ধের ইতি টানতে পারত যে শান্তি চুক্তি, তা গ্রহণ করা বিষয়ে এক গণভোটে কেন কলম্বিয়ার নাগরিকেরা না ভোট প্রদান করেছে, আমরা আমাদের গ্লোবাল ভয়েসেস–এর কন্টিবিউটার রবার্ট ভ্যালেন্সিয়া এবং আন্দ্রেস লোম্বানা-বারমুদেজ, এবং একই সাথে শান্তির স্বপক্ষে আওয়াজ তোলা ডিয়েগো অসোরিও এর কাছ থেকে এই বিষয়ে শুনবে।

এই পর্বে, আমরা ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স করা কিছু সঙ্গীত তুলে ধরছি, যার মধ্যে রয়েছে ব্লু ডট সেশনস-এর গান, নাম রে গান-ফাস্টারফাস্টারব্রাইটার ডেনজেল স্পার্ক এবং এ নিনজা স্লোব ড্রি মি-এর উই আর।

এই প্রবন্ধের ফিচার ফটো ম্যানুয়েল চাকোন/এজেন্সিয়া প্রেনসা রুরাল–এর এবং এটি সিসি-বাই এনসি-এনডি ২.0 লাইসেন্স অনুসারে প্রকাশ করা হয়েছে। এতে যে গ্রাফিতি রয়েছে তার অর্থ, “জনগণ, আর কত মৃত্যু দেখতে চায় মন”?

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .