৮ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে মস্কোর লুমিয়ের ব্রাদার্স সেন্টার ফর ফটোগ্রাফি নামক ছবি প্রদর্শনী কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ফটোগ্রাফার জক স্টুরজেস-এর নুডিস্ট কলোনির (যে এলাকায় নর বা নারী পোষাক ছাড়া বিচরণ করে) জীবন যাপন নিয়ে তোলা এক ছবি প্রদর্শনী উদ্বোধন করা হয়। এর দুসপ্তাহের কম সময় পরে, এই জাদুঘর রক্ষণশীল একটিভিস্টদের চাপের মুখে পড়ে, যারা দাবী করে এই স্টুরজেস-এর এই ছবি প্রদর্শনী রাশিয়ার শিশু পর্ণগ্রাফী আইন লঙ্ঘন করেছে, যার কারণে উক্ত কেন্দ্র এই প্রদর্শনী বন্ধ করে দিতে বাধ্য হয়।
স্টুরজেস-এর এই প্রদর্শনীর বিরুদ্ধে প্রথম যিনি আপত্তি জানান, তার নাম লেনা মায়রো, যিনি শরীরের মাপ সঠিক রাখা বিষয়ক পরামর্শ প্রদানকারী ব্লগার। তিনি তার ব্লগে পাঠকদের মোটা শুকর হিসেবে অভিহিত করার কারণে দারুণ সমালোচিত। তিনি তার এক পোস্টে, স্টুরজেস-এর প্রদর্শনী বিরুদ্ধে “শিশু পর্নগ্রাফী” এবং “ শিশুর প্রতি যৌন আকর্ষণ তৈরি বা পেডাফেলিয়ার” অভিযোগ আনেন, যা শনিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়ে। সেদিন পরবর্তী সময়ে, রাশিয়ার জাতীয় সংসদের এক সদস্যা, যিনি দেশের সমকামী প্রতিরোধ আন্দোলনের এক পরিচিত মুখ এবং দেশের “প্রচলিত মূল্যবোধ” সমূহ তুলে ধরার কণ্ঠস্বর, তিনি “বিব্রত না হওয়া” নামক প্রদর্শনী দ্রুত বন্ধ করে দেওয়ার দাবী তুলেন এই অভিযোগে যে স্টুরজেস-এর কাজ শিশু পর্ণগ্রাফীর পরিমাণ বাড়াচ্ছে, এবং শিশুদের প্রতি যৌন আকর্ষণ-এর প্রচারণা চালাচ্ছে
নিঃসন্দেহে জক স্টুরেজ-এর কাজ বিতর্কিত এবং বাস্তবতা হচ্ছে তার নগ্ন মডেলদের অনেকে অপ্রাপ্ত বয়স্ক। তবে তারপরেও, তার এই ছবি সমূহ রাশিয়ার শিশু পর্নোগ্রাফি আইনের আওতায় পড়ে না।
УК РФ Статья 242.1. Примечание 2. Не являются материалами и предметами с порнографическими изображениями несовершеннолетних материалы и предметы, содержащие изображение или описание половых органов несовершеннолетнего, если такие материалы и предметы имеют историческую, художественную или культурную ценность либо предназначены для использования в научных или медицинских целях либо в образовательной деятельности в установленном федеральным законом порядке.
রাশিয়ার অপরাধ আইন ২৪২.১ ধারা ২ অনুসারে, কোন উপাদান বা সামগ্রী যা অপ্রাপ্ত বয়স্ক কারো যৌন অঙ্গ প্রদর্শন বা এর বর্ণনা প্রদান করে, সেগুলোকে শিশু পর্নোগ্রাফি হিসেবে বিবেচনা করা হবে না, যদি এই সকল উপাদান এবং বস্তুর ঐতিহাসিক, শৈল্পিক অথবা সংস্কৃতি মূল্য থাকে, অথবা কেন্দ্রীয় আইন অনুসারে বৈজ্ঞানিক অথবা চিকিৎসা শাস্ত্র, অথবা শিক্ষামূলক কার্যক্রমে ব্যবহৃত হয়।
এই ধরণের বিধান থাকা সত্ত্বেও, নতুন শিশু অধিকার কমিশনার আন্না কুজনেতসভা, সংসদ মিজুলিনার বর্ণনা অনুসারে চিত্রগ্রাহক স্টুরজেস-এর শিল্পকে শিশু পর্নোগ্রাফি হিসেবে সমর্থন করেন এবং দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা প্রদান করেন। এই ঘটনায় লুমিয়ের ব্রাদার্স সেন্টারের প্রতিনিধিরা তাদের ওয়েব সাইটে প্রদর্শনীর বিষয়ে তাজা সংবাদ - প্রদান করে, এই বিষয়ে আনুষ্ঠানিক বর্ণনা প্রদান করেছে এভাবে, “নগ্ন যে সকল মডেল ছবিতে প্রদর্শীত হয়েছে আইনগত ভাবে তারা সবাই প্রাপ্ত বয়স্ক”।
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, পরের দিন নিজেদের অফিসার্স অফ রাশিয়া পরিচয় দেওয়া একদল একটিভিস্ট এই গ্যালারীর এক প্রবেশ পথ বন্ধ করে দেয়। একই সাথে অফিসারদের নেতা এবং রাশিয়ার সিভিক চেম্বারের এক সদস্য আন্তন তাসভেতকভ দৃশ্যপটে এসে হাজির হন। তিনি সমমনা এক স্থানীয় কর্মকর্তা এবং এক অচেনা ব্যক্তিকে সাথে নিয়ে আসেন। উক্ত অচেনা ব্যক্তি একটি এমন এক ছবির সামনে মুত্রত্যাগ করে যে ছবিটি মানসিক আঘাত তৈরি করে ( সংবাদ ওয়েব সাইট মেদুজার সংবাদ অনুসারে, এই ঘটনায় অন্য একটিভিস্টরা হস্তক্ষেপ করে এবং উক্ত ব্যক্তিকে অসংযত আচরণের দায়ে অভিযুক্ত করা হয়েছে) ।
রোবারের এই ঘটনার পরে, লুমিয়ের ব্রাদার্স সেন্টার –এর পরিচালকেরা এই বিষয়ে আর বিতর্ক না জড়ানোর সিদ্ধান্ত নেন এবং দ্রুত প্রদর্শনী বন্ধ করে দেন। জক স্টুর রাশিয়ার সাংবাদিকদের বলেন যে তিনি এই ঘটনায় বিস্মিত এবং হতবাক।
তবে এই ঘটনায় রুনেটও ইকোও চুপচাপ বসে ছিল না। সাংবাদিক ইয়েকাতেরিনা গোরদীভা বলেন, প্রদর্শনীতে চালানো এই হামলায় তিনি হতবাক। ফেসবুকে তিনি লেখেন, ঐ সকল উপেক্ষিত প্রগতিবিরোধী! অফিসার্স অফ রাশিয়ার লোকজন হচ্ছে এখন এক শিল্প পরিষদ, আমাদের বিবেক, আমাদের রুচি”।
রুশ সংসদ দুমার এক প্রাক্তন ডেপুটি ডিমিত্রি গুডকভ ফেসবুকে যুক্তি প্রদর্শন করেন যে সরকারের সহিংসতার একচেটিয়া অধিকার পরিত্যাগের ঘটনায় কেউ বিস্মিত নয়।
Вот эти казаки и фекальные активисты – они и есть расширенное государство…Просто в России выстроена вертикаль власти – и никто не обещал, что она будет легальной. Кто подставляет плечо этой власти – тот и в вертикали. И живут, кстати, все “Офицеры”, казаки и цапки на наши деньги: получают их через гранты, преференции или ненаказуемый разбой и пригосударственный бизнес.
এই সকল কসাক এবং গাদ বা নোংরা একটিভিস্টরা হচ্ছে সরকারের বাড়তি অংশ… রাশিয়া খুব সহজ ভাবে একদিকে তার ক্ষমতা বাড়িয়ে যাচ্ছে-কেউ এই প্রতিশ্রুতি প্রদান করতে পারে না যে এটা বৈধ। যদি কেউ এতে নিজস্ব কিছু যোগ করতে চায়, তার মানে সে আসলে এই একতরফা ক্ষমতার অংশ হতে চায়। আর ওই সকল কর্মকর্তা, কসাক এবং টাসপাকিরা (রাশিয়ার গুন্ডা বাহিনী) বিশাল বিশাল সব কর্মসূচি, পক্ষপাতিত্ব, অবাধ ডাকাতি, অথবা রাষ্ট্রের সর্মথনে ব্যবসা করার মাধ্যমে আমাদের টাকা নিয়ে যাচ্ছে।
এদিকে, বিপণন বিষয়ক এক প্রচারক ইভান ডাভায়াদভ লিখেছে যে তাকে নাগরিকদের এই কথা বলতে প্ররোচিত করা হয়েছিল ” আপনাদের এই প্রদর্শনীতে না যাওয়ার চেষ্টা করাই ভাল”?