- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

পর্যটক ভিডিওতে প্রাচীন রাজাকে তুলে ধরার বিষয়টি থাইল্যান্ডের শৈল্পিক প্রকাশের ভিন্নতা তুলে ধরছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, থাইল্যান্ড, নাগরিক মাধ্যম, ভ্রমণ, রাজনীতি, শিল্প ও সংস্কৃতি, সাহিত্য, সেন্সরশিপ
Screenshot of one of the deleted scenes in a Thailand tourism music video. Source: YouTube [1]

থাইল্যান্ডের পর্যটন বিষয়ক মিউজিক ভিডিও থেকে মুছে দেওয়া একটি দৃশ্যের স্ক্রিনশট। সুত্রঃ ইউটিউব।

যখন কয়েকজন সরকারি কর্মকর্তা এক থাই মহাকাব্যের জনপ্রিয় চরিত্রকে যথাযথ ভাব উপস্থাপন না করার অভিযোগ আনে, তার প্রেক্ষাপটে পর্যটনকে উৎসাহিত করার জন্য নির্মিত এই ভিডিও থাইল্যান্ডে প্রায় নিষিদ্ধ হওয়ার [2] উপক্রম হয়েছিল ।

ভি ব্যাংকক কো দ্বারা নির্মিত,“টিএওয়ে থাই মী হে” (থাইল্যান্ড ভ্রমণে মজা) নামক মিউজিক ভিডিওতে থোটসাকানকে তুলে ধরা হয়, যে কিনা রামাকিন নামক এক প্রাচীন মহাকাব্যের খলনায়ক এক অসুর রাজা। এই রামাকিন হচ্ছে প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়নের থাই সংস্করণ।

ঐতিহ্যবাহী নাচের মুখোশ পরিহিত অন্যান্য চরিত্র সমবিহারে থোটসাকান সারা দেশ ঘুরে বেড়াচ্ছে।

চার মিনিটের এই ভিডিও, যা থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির [3] সাহায্যে [4] তৈরি, তার উদ্দেশ্য স্বদেশী পর্যটক বিশেষ করে তরুণ এবং নেট নাগরিকদের স্বদেশ ভ্রমণে উৎসাহিত করা, যাতে স্থানীয় নাগরিকদের পর্যটন ব্যাপক বৃদ্ধি পায়। অনেকে এর রঙ ছড়ানো [5] দৃশ্যাবলী, মন ছুয়ে যাওয়া সঙ্গীত, দেশটির প্রধান প্রধান পর্যটন এলাকায় ভ্রমণ উপভোগ করার জন্য যে বার্তা তৈরি করা হয়েছে তার প্রশংসা করেছেন।

কিন্ত সেপ্টেম্বের ২১ তারিখে, ফাইন আর্টস ডিপার্টমেন্টের প্রাক্তন এক ভারপ্রাপ্ত প্রধান এই ভিডিওকে সবার জন্য উপযোগী নয় বলে চিহ্নিত করেছেন, তিনি অভিযোগ করেছেন [6] যে এই ভিডিওতে থোটসাকানকে যথাযথ ভাবে উপস্থাপন করা হয়নি। প্রাক্তন এই কর্মকর্তা যুক্তি প্রদান করেন যে রাক্ষসরাজের পার্থিব কাজ, যেমন সেলফি তোলা, চার চাকার দ্রুতগতির ছোট গাড়ি চালানো, ঘোড়সাওয়ারি, কলাগাছের ভেলা নিয়ে মজা করা, এবং নারকেল দিয়ে মিষ্টি খাবার রান্না করার মত মত দৃশ্যে থাকা উচিত না।

একজন প্রখ্যাত নাট্যকার একই সাথে অভিযোগ করেছেন যে খোনকে কেবল তার উপযুক্ত এলাকায় প্রদর্শন করা উচিত ছিল, যেমন রাজগৃহের জাতীয় নাট্যকেন্দ্রে।

সংস্কৃতি মন্ত্রণালয় প্রথমে এই ভিডিও নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু প্রধানমন্ত্রীর উপদেশের [7] পর, মন্ত্রণালয় ভিডিওর আরো বিতর্কিত দৃশ্য ছেটে ফেলে [8] এটাকে প্রদর্শনের অনুমতি প্রদান করে। দি ভি ব্যাংকক কো মূল ভিডিও ফুটেজের অন্তত ২০ শতাংশ মুছে ফেলতে [9] রাজি হয়।

Screenshot of one of the deleted scenes in a Thailand tourism music video. Source: YouTube [1]

থাইল্যান্ড পর্যটন মিউজিক ভিডিও থেকে যে সমস্ত দৃশ্য মুছে ফেলা হয়েছে তার একটির স্ক্রিনশট। সূত্র ইউটিউব।

ইন্টারনেট ব্যবহারকারী অনেকে মূল ভিডিও সম্পাদনার আদেশের সমালোচনা করেছে [10]। এই লেখাটির যখন লেখা তখন পর্যন্ত, এই মিউজিক ভিডিওর সম্পাদনার বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে চেঞ্জ.অর্গে আপলোড করা এক দরখাস্তে ৭০,০০০ জনের বেশি নাগরিক স্বাক্ষর করেছে [11]

থাইল্যান্ডের এক দৈনিক সংবাদপত্রের জনপ্রিয় কলাম লেখিকা ভেনাস ভিশন, সংস্কৃতি মন্ত্রণালয়কে স্মরণ করিয়ে দিচ্ছেন যে ঐতিহ্যবাহী শিল্পকে তুলে ধরার ক্ষেত্রে সৃষ্টিশীলতাকে গ্রহণ করা প্রয়োজন [12]:

যখন শিল্পে কারো একচেটিয়া অধিকার থাকে, তখন বিষয়টি সাধারণ মানুষদের এতে যুক্ত রাখে না, এর থেকে আলাদা করে ফেলে, আর তখন এই সকল শিল্প বিলুপ্ত হওয়ার উপক্রম হয়। আমার বন্ধু চানা সেভিকুল, এক প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং শিল্প বিষয়ক শিক্ষক, সংস্কৃতিকে তিনি এমন এক বটগাছ হিসেবে দেখেন যার অনেক শাখা রয়েছে। তিনি বলেন, আমরা যদি এই সকল শাখাগুলো কেটে ফেলতে থাকি, তাহলে একদিন আমাদের কাছে যা অবশিষ্ঠ থাকবে তা হবে বনসাই গাছ, যা দেখতে সুন্দর কিন্ত যার কোন বিকাশ নেই।

এমনকি অনেকে উল্লেখ করেছে যে থোটসাকানের বিরুদ্ধে আরো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ আনা যেতে পারে যেমনটা পর্যটন ভিডিওতে দেখা যাচ্ছে, সে তাকে অপহরণ করছে যাকে সে ভালবাসে।

এই শুদ্ধতা বিষয়ক উন্মাদনার জবাবে ফেসবুকে ভক্তকুলের আঁকা ছবি প্রতিযোগিতার [13] জন্য এক পাতা তৈরি করা হয়। এখানে জমা দেওয়া [14] অনেক ছবিতে থোটসাকানকে ভিন্ন ভিন্ন এমন অনেক কাজ করতে দেখা যায়, যা তার চরিত্রের জন্য ‘ঠিক নয়’।

মূল ভিডিও থেকে যে সমস্ত দৃশ্য ছেটে ফেলা হয়েছে এই ভিডিওটি [15] সে সব দৃশ্যের সারাংশ উপস্থাপন করছে :

আগাগোড়া প্রতিটি দৃশ্যের তুলনা তুলে ধরছে মূল মিউজিক ভিডিও ও সম্পাদিত নতুন সংস্করণ আসলে দেখতে কেমন ।