“যখন হাত চুলকায়, মানে হাতে টাকা আসছে” ও অন্যান্য আফ্রিকান প্রবাদ

Three legged pots commonly used in Botswana. If a young woman eats out of them, she will not get married. Creative Commons image by Rach151.

তিন পাওয়ালা হাড়ি সাধারণত বতসোয়ানায় ব্যবহৃত হয়। যদি কোন এক তরুণী কোন এক হাড়ি থেকে খায়, তাহলে তার বিবাহ হবে না। রাশ১৫১-এর ক্রিয়েটিভ কমন্স ছবি।

বিশ্বের অন্য অনেক দেশের নাগরিকের মত আফ্রিকার নাগরিকেরা নানা ভাবে টুইটার ব্যবহার করে থাকে। মাঝে মাঝে নিজেদের হাসানোর জন্য, অনেক সময় দেশ ও সংস্কৃতির মাঝে মিল খুঁজে পাওয়ার জন্য, কখনো কখনো উভয় কারণে।

যেমন কেনিয়ার এক ছাত্র @আইগিটজ, ১০০ আফ্রিকান প্রবাদ বা মিথ (#১০০আফ্রিকানমিথ) নামক হ্যাশট্যাগ চালু করেছে যাতে কয়েক প্রজন্ম ধরে চলে আসা এই সকল প্রবাদ সবার সামনে তুলে ধরে যায়, যেগুলোর বেশীর ভাগই মুখে মুখে উচ্চারিত হয়।

আফ্রিকার প্রবাদ মহাদেশটির ভিন্ন ভিন্ন সামাজিক-সংস্কৃতিক প্রয়োজনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। যেমন,আফ্রিকার পিতামাতা তাদের সন্তানদের নিয়ন্ত্রণে রাখার জন্য এই সকল প্রবচন ব্যবহার করে থাকে।

এখানে আফ্রিকার আরো কিছু হাস্যরসাত্মক প্রবাদের নমুনা তুলে ধরা হল

উগান্ডার এক রেডিও উপস্থাপক ফেইথ মুলঙ্গি টুইট করেছেনঃ:

যখন আপনার হাতের পাতা চুলকাতে থাকবে, বুঝতে হবে এটা টাকা আসার লক্ষণ

@পাথোসানকোয়েলস ব্যাখ্যা করছে একটি প্রচলতি প্রবাদের, যা সেই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে প্রয়োজ্য যেখানে বেতমারা হয়:

যখন শিক্ষক কাউকে বেত মারতে যাচ্ছে, তখন যদি সে বগলের নীচে পেয়াজ রেখে দেয় তাহলে সে অজ্ঞান হয়ে যাবে।

দক্ষিণ আফ্রিকারশ @শোলোনওনডেনগানের মতে রাতের বেলা নখ কাটতে নেই:

রাতের বেলা নখ কাটা উচিত নয়, কারণ তাহলে ডাইনিরা আসবে এবং সেগুলো নিয়ে যাবে।

ফ্লো লেটয়াবা, দক্ষিণ আফ্রিকার এক রেডিওর টক শোর উপস্থাপক, এতে এই বিষয়টি যোগ করেছে :

যদি কেউ রান্না করার সময় পাত্র থেকে খাবার খায়, তাহলে তার বিয়ে হবে না।

বিষয়টা হচ্ছে এই, রাতের বেলায় শীস্‌ দেওয়া খুবই বিপজ্জনক:

যদি আপনি রাতে বেলা শীস্‌ দেন, তাহলে আপনার ঘরে সাপ প্রবেশ করবে

উগান্ডার @নটিমাইলজ-এর মতে শিশুদের উচিত নয় শারীরিক ভাবে অক্ষমদের প্রতি উপহাস করা:

যদি কেউ খোঁড়া লোকদের দেখে হাসে, তাহলে সে এক খোঁড়া শিশুর জন্ম দেবে।

@আইগিটজ বলছে, পেচা হচ্ছে মৃত্যুর দুত:

যদি কারো বাসার আশেপাশে পেচার আওয়াজ শোনা যায়, তাহলে সে বাসার কেউ একজন মারা যাচ্ছে।

কেনিয়ার ভিনিয়ে সতর্ক করে দিচ্ছে, গৃহ থেকে ভাগ্যকে বিতাড়িত না করতে :

রাতের বেলায় ঝাড়ু দিয়ে ঘর থেকে ময়লা দূর করা ঠিক না, এর মানে হচ্ছে ঘর থেকে ভাগ্যকে বের করে দেওয়া।

নীচের এই ধরণের প্রবাদ একই সাথে শিশুদের শ্রেণীকক্ষে মনোযোগী হওয়ার জন্য ব্যবহার করা হয় :

শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা, সাফল্যর বিষয়টি নিশ্চিত করে

যদিও এ সকল আফ্রিকার বিভিন্ন এলাকার প্রবাদ, তবে যুক্তরাষ্ট্রের মিশিগান-এর এক আফ্রিকান আমেরিকান ডিকেনস জুনিয়র বলেন যে, সেখানেও তিনি এর সবগুলো শুনেছেন:

এই ১০০ আফ্রিকার প্রবাদ সংশ্লিষ্ট টুইট। আমি প্রতিজ্ঞা করে বলছি যে আমি এর সবকটি শুনেছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .