“চাক নরিস বনাম সমাজতন্ত্র” নামক এক তথ্যচিত্র অনুসারে, রোমানিয়ার সরকারী সেন্সরশীপ ব্যবস্থা ১৯৮০ সালে রাষ্ট্রীয় টিভিতে প্রচার করার আগে ক্লাসিক সোভিয়েত কার্টুন নু পোগোডির দৃশ্য মুছে দিয়েছিল। যেমন, দ্বিতীয় পর্বের প্রথম দৃশ, যেখানে একটি খরগোশ, তিনটি বেলুন বহন করে যেগুলোর রং হচ্ছে লাল, নীল এবং হলুদ, এই দৃশ্য সেন্সর করা হয় কারণ এগুলো রোমানিয়ার জাতীয় পতাকার রঙের সাথে মিলে গিয়েছিল, সেন্সর বোর্ড রোমানিয়ায় দেশটির উপর সোভিয়েত প্রভাবের বিষয়টিকে এড়ানোর জন্য এই দৃশ্য কর্তন করে দেয়।
“নু পোগোডি” (বেশ, দাঁড়াও দেখাচ্ছি মজা!, আমি তোমাকে ধরে ফেলব) সম্ভবত সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে প্রিয়, সবচেয় জনপ্রিয় কার্টুন, যা রাশিয়ার মস্কোভিত্তিক প্রতিষ্ঠান সয়ুজমাল্টফ্লিম তৈরি করে। এতে দুটি চরিত্র রয়েছে যা অনেকটা টম এন্ড জেরি নামক কার্টুন দ্বারা অনুপ্রানিত হয়ে তৈরি করা হয়। এতে আক্রমণকারী (খলনায়ক) হচ্ছে নেকড়ে এবং ভাল প্রাণী (নায়ক) হচ্ছে একজন খরগোশ। প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, পূর্ব ইউরোপের রাষ্ট্রসমুহ এবং প্রাক্তন যুগোশ্লাভিয়ার রাষ্ট্রসমুহেও আজো এবং ইউটিউবে সমান জনপ্রিয়।
যখন রোমিনায় মূলত এক সোভিয়েত ইউনিয়ন দ্বারা নিয়ন্ত্রিত এক রাষ্ট্র ছিল, তখন দেশটির শাসক নিকোলাই চওসেস্কু শাসন এই ধারনা দেওয়ার চেষ্টা করত যে তার সরকার দেশটির ক্ষমতায় রয়েছে, এবং এটা হচ্ছে তার নিজস্ব ধরণের সমাজতন্ত্র। রোমানিয়ার জাতীয়তাবাদ হচ্ছে সেরা এই বিষয়টিও-এর ধারনার মধ্যে অর্ন্তভুক্ত ছিল। অন্য যে তৎক্ষণাৎ সেন্সরশিপ আরোপের বিষয়টি উল্লেখ করা হয় সেটি “চাক নরিস” নামক তথ্যচিত্র, যার মধ্যে রয়েছে খাদ্য ফেলে দেয়ার দৃশ্য, যা পরে মুছে ফেলা হয় (এটি মুছে ফেলা হয় কারণ বেশীর ভাগ ভোগ্যপণ্যের স্বল্পতা, আর এটি তৈরি হয় সমাজতন্ত্রিক আদর্শ অনুসারে করা অর্থনৈতিক পরিকল্পনার সীমাবদ্ধতার কারণে)।
সয়ুজমাল্টফ্লিম, নু পোগডীর সকল পর্ব অনলাইনে ইউটিউবে প্রকাশ করেছে, যার মধ্যে ২০১৪ সালে নতুন করে বানানো ভিডিও রয়েছে (তবে এই সকল ভিডিও ইউটিউবের বাইরে এম্বেডেড করা বা দেখা যাবে না)।
ডিজনি এবং ওয়ার্নার ব্রাদার্সের বানানো কার্টুনের ঐতিহ্যে নু পোগোডি তৈরি করা হয়েছে। লৌহ যবনিকার অন্তরালে অন্য যে সমস্ত কার্টুন সামাজতান্ত্রিক রাষ্ট্রসমুহে নির্মাণ করা হয়েছিল, রাশিয়া, ইউক্রেন, এবং হাঙ্গেরির এ রকম আরো কিছু উদাহরন দেখুন।