- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

এ সপ্তাহের গ্লোবাল ভয়েসেস-এর পডকাস্টে যা রয়েছেঃ শান্তিকে বিঘ্নিত করা

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, পূর্ব ও মধ্য ইউরোপ, ল্যাটিন আমেরিকা, ইউক্রেইন, ব্রাজিল, ভারত, রাশিয়া, সিঙ্গাপুর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, শ্রম, স্বাস্থ্য, গ্লোবাল ভয়েসেস পডকাস্ট

এ সপ্তাহের গ্লোবাল ভয়েসেস-এর পডকাস্টে আমরা গ্লোবাল ভয়েসেস-এর সংবাদ কক্ষে আসা কিছু কাহিনী তুলে ধরেছি। এ সপ্তাহে আমরা রুনেট ইকোর প্রাক্তন সহ সম্পাদক তানইয়া লোকোট [1] এবং বর্তমান সহ সম্পাদক আইজাক ওয়েব [2] এর সাথে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনাকর পরিস্থিতি এবং এই বিষয়ে ইউক্রেনের ভাবনা নিয়ে কথা বলেছি।

একই সাথে আমার সিঙ্গাপুর, ভারত, এবং ব্রাজিলে অন্যায়ের শিকার হওয়া কিছু সাধারণ মানুষের কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি। এরপর, আবার ইউক্রেনে ফিরে এসেছি, ইউক্রেনের এক নগর যা যুদ্ধক্ষেত্রের সম্মুখ সমর থেকে খুব বেশী দূরে নয়, সেখানকার অস্বস্তিকর শান্তি নিয়ে আমরা গ্লোবাল ভয়েসেস-এর নির্বাহী পরিচালক ইভান সিগাল [3] এর কাছ থেকে পাওয়া এ সংক্রান্ত এক সংবাদ শোনাচ্ছি।

রাফায়েল তাসাভাককো গারসিয়া [4], রেজোওয়ান [5], মং পলাটিনো [6] এবং আমাদের সকল লেখক, অনুবাদক এবং অন্য সকল সম্পাদক যারা এই পর্বটি সফল ভাবে সমাপ্ত করতে এর সম্পাদনায় কাজ করেছে, তাদের সকলকে ধন্যবাদ।

এই পর্বে আমরা ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স করা কিছু সঙ্গীত তুলে ধরেছি, যার মধ্যে রয়েছে , জাজাহার-এর প্লিজ লিসেন কেয়ারফুলি [7] [দয়া করে মনোযোগ দিয়ে শুনুন]; ভাইভাচ-(ভিওয়াই ভিসিএইচ)-এর ইন দি ডার্কনেস (নো ভয়েস) [8] [অন্ধকারে (কোন কণ্ঠ নেই)]; লিটিল গ্লাস ম্যান-এর ইয়োর পালস [9] [আপনার হৃদস্পন্দন]; ক্রাকাতোয়া-এর লং হোয়াইট ক্লাউড [10] [দীর্ঘ সাদা মেঘ]; লিটিল গ্লাস ম্যান-এর গ্লোডেন [সোনালী] [11]; কাই এনজেল-এর ওয়েকিং স্টার [নিদ্রাভঙ্গ তারা]; এবং ইয়েইয়েই-এর লাভলি,লোনলি (যন্ত্রসঙ্গীত) [12] [সুন্দর, নিঃসঙ্গ]।

এই প্রবন্ধে প্রকাশিত ছবিটি এ্যালিস ভি/ডেমোক্রাটাইজ-এর। অনুমতিক্রমে প্রকাশিত।