জাপানি সামাজিক যোগাযোগমাধ্যমে পোকামাকড়ের দঙ্গল: বাঁশের তৈরি এগুলো দেখতে দারুণ সুন্দর!

Photo: Pixabay. Edited by Kevin Rothrock.

ছবি পিক্সাবে। সম্পাদনা করেছেন কেভিন রথরক.

একজন জাপানি শিল্পী কারুশিল্পের প্রচলিত টেকনিক ব্যবহার করে বাঁশ দিয়ে পোকামাকড় তৈরি করেছেন। এই পোকামাকড়ের ছবি অনলাইনে প্রকাশ করার পরে বিপুল সংখ্যক মানুষের মনোযোগ কেড়েছে।

নরিউকি সাইতোস নামের ওই শিল্পী চিকুসেই নামের বাঁশ বুননের কৌশল ব্যবহার করে এই শিল্পকর্ম বানিয়েছেন। পরে এগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং তার নিজের ওয়েবসাইটে প্রকাশ করেন। বাঁশের এই জটিল কারুকর্মের বিস্তারিত ছবিও টুইটারে প্রকাশ করেছেন। এরপরে এগুলো শত শতবার শেয়ার এবং পুনরায় পোস্ট করা হয়েছে।

সাইতো’র বাঁশের তৈরি পোকামাকড় কেমন তা দেখতে তার সম্প্রতি টুইট করা নববর্ষের কার্ডে নজর বুলাতে পারেন। ওই টুইটে তিনি তার অনুসারীদের জন্য বাঁশের তৈরি ভিমরুল, ম্যান্টিস, গুবরে পোকা, ফড়িং এবং উচ্চিংড়ে পোকার ছবি দিয়েছেন:

Thanks for all of your follows, RTs, and likes over the past year. You all inspire me to do everything I do.

বিগত বছর ধরে রিটুইট এবং লাইক দিয়ে সাথে থাকার জন্য আমার সকল অনুসারীদের ধন্যবাদ। আমার এসবের পিছনে আপনারাই অনুপ্রেরণা জুগিয়েছেন। ২০১৬ সালে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো থাকুন।

ছবি ব্লগের পাশাপাশি ফেইসবুক পেইজেও সাইতো’র কাজের বিস্তারিত জানতে পারবেন।

সাইতো তার কাজগুলো পোকামাকড়ের নিখুঁত মডেলের চেয়ে শিল্পকর্ম হিসেবে বিবেচনা করতে বলেছেন:

私が創る昆虫は決してリアルではありません。

標本、レプリカを作っているわけではないので厳密に寸法を測り、プロポーションを正確に創るよりも、見た目の印象・特徴、感覚を優先させます。

My insect creations are not intended to be realistic. Since I'm not using specimens or replicas. I'm not aiming for accuracy in proportion, but instead I'm focused on the detail, impression of, and feel of the bamboo insect.

পোকামাকড়ের বাস্তবিক অনুকরণ করা আমার উদ্দেশ্য ছিল না। এজন্য আমি নমুনা বা প্রতিলিপি ব্যবহার করিনি। সঠিক মাপজোক নিয়েও মাথা ঘামাইনি। এর পরিবর্তে আমি বাঁশের তৈরি পোকামাকড়ের নকশা, প্রতীতি এবং অনুভবের সুক্ষ্ণতার উপর দৃষ্টি নিবন্ধ রেখেছি।

তাই বাঁশ তৈরি পোকামাকড়গুলোর মাপজোকের সঠিকতা না থাকলে কী হবে, সেগুলোর নিখুঁত নকশা যে কারো মুগ্ধতা কাড়ে:

( ・ㅂ・)و ̑̑

The paper wasps [Polistes jokahamae] are complete!! I have uploaded to my website: https://t.co/KoPEwTWGJu

কাগজের ভিমরুল তৈরি শেষ! এখন আমি ওয়েবসাইটে আপলোড করবো।

(゜o゜)

I have uploaded photos of my completed orchid mantis [Hymenopus coronatus] to my website: https://t.co/KoPEwTWGJu

অর্কিড ম্যান্টিস শেষ হয়েছে। আমার ওয়েবসাইটে আপলোড করেছি।

(゚⊿゚)

Photos of the completed golden flangetail dragonfly [Sinictinogomphus clavatus]: https://t.co/KoPEwTWGJu

স্বর্ণ ফড়িংয়ের কাজ শেষ হয়েছে।

Stag beetle [Cyclommatus elaphus]

স্ট্যাগ বিটল।

বাঁশ দিয়ে এইসব পোকামাকড় কীভাবে তৈরি করেন, সেগুলো তিনি তার ওয়েবসাইট এবং টুইটার অ্যাকাউন্টে ধাপে ধাপে বর্ণনা করেছেন।

(・o・)

Dragonfly wings are completed.

ফড়িংয়ের ডানা তৈরির কাজ শেষ।

ফড়িংয়ের ডানা কীভাবে বানিয়েছেন, তা ভিডিও করে ইউটিউবে শেয়ার করেছেন সাইতো:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .