ফিলিপিনোরা নিজেদের মতো করে বাস্কেটবল খেলার ঝুড়ি বানিয়েছে

Photo by Richard Daniels, used with permission

ছবি তুলেছেন রিচার্ড ড্যানিয়েল। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

ফিলিপাইনে বাস্কেটবল খেলা ব্যাপক জনপ্রিয়। কেন? জানতে ইচ্ছে করছে? তাহলে আপনাকে রিচার্ড ড্যানিয়েল নামের এক ইংল্যান্ডবাসীর তোলা ছবি দেখতে হবে। তিনি গত পাঁচ বছর ধরে ফিলিপাইনের গ্রামাঞ্চলের বাস্কেটবল খেলার কোর্ট ও ঝুড়ি’র ছবি তুলেছেন।

ফিলিপাইনে যতো খেলা আছে, তার মধ্যে অন্যতম জনপ্রিয় খেলা বাস্কেটবল। জনপ্রিয় হলে কি হবে বাস্কেটবল খেলার যাবতীয় সুযোগ-সুবিধা তেমন একটা নেই! আর এই অভাবই ফিলিপিনোদের সৃজনশীল হয়ে উঠতে সাহায্য করেছে। তারা নিজেরাই নিজেদের মতো করে বাস্কেটবল খেলার ঝুড়ি বা হুপস বানিয়ে ফেলেছে। আর এ কাজে তারা ব্যবহার করেছে পরিত্যক্ত জায়গা ও রাস্তার মতো আজব সব স্থান।

ফিলিপাইনে বিশেষ করে গ্রামাঞ্চলে বাস্কেটবল খেলা ব্যাপক জনপ্রিয়। এটাই তাকে এই ধরনের ডকুমেন্টারি প্রজেক্ট হাতে নেয়ায় উদ্বুদ্ধ করেছে বলে ড্যানিয়েল গ্লোবাল ভয়েসেস-কে জানিয়েছেন:

As an Englishman and a football (soccer) fan I was always slightly confused as to why basketball was so popular here as opposed to football, which is massive throughout the rest of the world. My photo essay started off as a way to find out more about Filipino’s love of basketball through literally shooting hoops. I was also more interested in the aesthetic and the culture behind the grassroots courts and hoops of the poorer villages rather than the generic gymnasium courts in the more suburban areas.

আমি ইংল্যান্ডের নাগরিক। ফুটবল খেলার একজন ভক্ত। সারাবিশ্বেই ফুটবল খেলা ব্যাপক জনপ্রিয়। অথচ এখানে সবাই কিনা সারাদিন বাস্কেটবল খেলা নিয়ে পড়ে আছে। এটা আমাকে বিভ্রান্ত করতো। তাই কেন ফিলিপিনোরা এটি পছন্দ করে তা জানতে আমি বাস্কেটবলের কোর্ট ও ঝুড়ির ছবি তোলা শুরু করি। শহরে শরীরচর্চা’র স্থানসমূহের চেয়ে প্রত্যন্ত গ্রামের দরিদ্র মানুষজনের বানানো বাস্কেটবল কোর্ট ও ঝুড়ি বা হুপস-এর ব্যাপারে আমি বেশি আগ্রহী ছিলাম। কারণ এগুলোর নানন্দিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য বেশ চমকপ্রদ।

Photo by Richard Daniels, used with permission

ছবি তুলেছেন রিচার্ড ড্যানিয়েল। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

গ্রামের ছেলে বুড়ো প্রায় সবাই বাস্কেটবল খেলে। এটা দেখে ড্যানিয়েল বেশ আশ্চর্য হয়েছেন:

I hope that anyone who sees my project will be able to understand just how passionate the country is about basketball and how deeply entrenched the sport is in the local culture. I've seen a lot of hoops over the course of the project but it still amazes me to see these makeshift courts everywhere and anywhere and people of all ages playing – sometimes in only flip flops.

আমার ধারনা, কেউ যদি আমার কাজ দেখে থাকেন, তাহলে বুঝতে পারবেন এই দেশের মানুষজন বাস্কেটবল খেলা নিয়ে কতোটা উৎসাহী। এও বুঝতে পারবেন, স্থানীয় সংস্কৃতির সাথে এই খেলা কতোটা গভীরভাবে জড়িয়ে গেছে। এই প্রজেক্টের কাজ করতে গিয়ে অসংখ্য ঝুড়ি দেখেছি। কিন্তু আমি এখনো আশ্চর্য হই, যখন সবখানে অস্থায়ী বাস্কেটবল কোর্ট দেখি, সেখানে ছেলে-বুড়ো সবাই খেলছে।

ড্যানিয়েল অসংখ্য ছবি তুলেছেন। এরমধ্যে একটি ছবি তার খুব প্রিয়। সেটি হলো কৃষকদের ফসল বোনার জন্য ক্ষেত পরিষ্কার করার ছবি:

My favorite image is the basketball court that resembles something out of the Mad Max Movies. The structure looks like it’s made from bones! Also when I took the shot the fields were on fire as the farmers where clearing the land. I think it's called slash and burn farming. That was a pretty epic shot.

আমার প্রিয় বাস্কেটবল কোর্টের ছবি যেন ম্যাড ম্যাক্স সিনেমার দৃশ্যের অনুরূপ। দেখে মনে হয়, এটা যেন হাড়গোড় দিয়ে তৈরি করা হয়েছে! আমি যখন ছবিটি তুলছিলাম, তখন কৃষকরা পরিষ্কার করার জন্য ক্ষেতে আগুন দিয়েছিল। আমি মনে করেছিলাম এটাকে বোধহয় আগুন দিয়ে চাষ বলে। এটা ছিল যুগান্তকারী একটা আলোকচিত্র।

Photo by Richard Daniels, used with permission

ছবি তুলেছেন রিচার্ড ড্যানিয়েল। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

ফিলিপাইনের অন্যান্য অঞ্চলে ছবি তুলতে গিয়ে আরো মজাদার সব ছবি পাবেন বলে আশাবাদী ড্যানিয়েল। তবে ইতোমধ্যে আমরা তার তোলা কিছু ছবি দেখতে পারি, যেখানে বাস্কেটবল খেলতে গিয়ে ফিলিপিনোরা যে সৃজনশীলতার পরিচয় দিয়েছেন, তার ঝলক রয়েছে।

Photo by Richard Daniels, used with permission

ছবি তুলেছেন রিচার্ড ড্যানিয়েল। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

Photo by Richard Daniels, used with permission

ছবি তুলেছেন রিচার্ড ড্যানিয়েল। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

Photo by Richard Daniels, used with permission

ছবি তুলেছেন রিচার্ড ড্যানিয়েল। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

Photo by Richard Daniels, used with permission

ছবি তুলেছেন রিচার্ড ড্যানিয়েল। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

Photo by Richard Daniels, used with permission

ছবি তুলেছেন রিচার্ড ড্যানিয়েল। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

Photo by Richard Daniels, used with permission

ছবি তুলেছেন রিচার্ড ড্যানিয়েল। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .