- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ভূমিকম্পে মিয়ানমারের ২০০টির বেশি প্রাচীন মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, মায়ানমার (বার্মা), ইতিহাস, দুর্যোগ, নাগরিক মাধ্যম, ভ্রমণ, শিল্প ও সংস্কৃতি
A 6.8 magnitude earthquake hit Myanmar on August 24. Image showing the epicenter and extent of the earthquake is from the website of the U.S. Geological Survey [1]

গত ২৪ আগস্ট মিয়ানমারে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়। ছবিতে ভূমিকম্পের উৎপত্তিস্থল দেখা যাচ্ছে। ছবি নেয়া হয়ে মার্কিন জিওলজিক্যাল সার্ভের ওয়েবসাইট থেকে।

গত ২৪ আগস্ট ২০১৬-এ মিয়ানমারে ৬.৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে ৩ জন মানুষের প্রাণহানির পাশাপাশি মান্দালয়ের ২২৮টির মতো মন্দির ক্ষতিগ্রস্ত [2] হয়েছে।

ক্ষতিগ্রস্ত মন্দিরগুলোর মধ্যে প্রাচীন রাজধানী হিসেবে খ্যাত বাগানের ১৮৭টি ইঁটের তৈরি মন্দির রয়েছে। প্রাচীন এই মন্দিরগুলোর কারণে মিয়ানমার সরকার বাগানকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে আবেদন [3] করেছিল। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিতি পাওয়া কঠিন হয়ে যাবে। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বাগান একটি গুরুত্বপূর্ণ প্রত্মতাত্ত্বিক স্থাপনা। কম্বোডিয়ার আংগোর ওয়াট এবং ইন্দোনেশিয়ার বড়বুদুরের সাথে একে তুলনা করা হয়।

বাগান পর্যটকদের কাছেও আকর্ষণীয় গন্তব্য। এখানে প্রায় ৩ হাজারের মতো মন্দির রয়েছে। এর আগে ১৯৭৫ সালে ভূমিকম্পে এখানকার মন্দিরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

শক্তিশালী ভূমিকম্প হয়েছে। একজন মারা গেছেন। বহু মন্দির ধ্বংস হয়েছে।

শক্তিশালী এই ভূমিকম্প শুধু মিয়ানমারেই নয়। প্রতিবেশী বাংলাদেশ এবং থাইল্যান্ডেও অনুভূত [8]হয়েছে।

মিয়ানমার ইতোমধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত স্থাপনার ধ্বংসাবশেষ পরিষ্কার করে ফেলেছে। অনেকে অবশ্য ক্ষতিগ্রস্ত মন্দির দ্রুত পুনরুদ্ধার করতে বিক্ষোভ করেছেন। তবে কেউ কেউ ক্ষতিগ্রস্ত মন্দিরগুলোর কিছু অংশ সংরক্ষণ করতে বলেছেন, যা দেখে যেন সবাই প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে সচেতন থাকে এবং প্রস্তুতি নিয়ে রাখে।

স্বাধীন সংবাদ সংস্থা এবং গ্লোবাল ভয়েসেস-এর অংশীদার ইরাবতী ভূমিকম্পে মান্দালয়ে কতটা ক্ষতি হয়েছে, তার চিত্র তুলে ধরেছে। নিচের ছবিগুলোতে মিয়ানমারের বাগানের মন্দিরগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা দেখা যাচ্ছে:

Sulamani Temple suffered heavy damage in the aftermath of the earthquake. Photo by Zaw Zaw / The Irrawaddy [9]

ভূমিকম্পে সুলামানি মন্দিরের ব্যাপক ক্ষতি হয়েছে। ছবি তুলেছেন ঝাও ঝাও। ইরাবতীর সৌজন্যে প্রাপ্ত।

Photo dhows the devastating impact of the earthquake in the Dhammayangyi temple. Photo by Zaw Zaw / The Irrawaddy [10]

ধামায়ানঙ্গি মন্দির কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তা ছবিতে দেখা যাচ্ছে। ছবি তুলেছেন ঝাও ঝাও। ইরাবতীর সৌজন্যে প্রাপ্ত।

Soldiers collect the debris at famed Htilominlo Temple in Bagan. Photo by JPaing / The Irrawadd [11]

সেনাবাহিনীর সদস্যরা বাগানের টিলোমিনলো মন্দিরের ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন। ছবি তুলেছেন ঝিপিং। ইরাবতীর সৌজন্যে প্রাপ্ত।