- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

গ্লোবাল ভয়েসেসের পডকাস্টে এই সপ্তাহে যা রয়েছেঃ স্থিতাবস্থা চলতেই থাকবে

বিষয়বস্তু: ওশেনিয়া, ক্যারিবিয়ান, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উ. আ., সাব সাহারান আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইথিওপিয়া, পাকিস্তান, নাগরিক মাধ্যম, মানবাধিকার, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি, লিঙ্গ ও নারী

সম্প্রতি গ্লোবাল ভয়েসেস নিউজরুম থেকে বেরিয়ে আসা কয়েকটি গল্পের দিকে এই সপ্তাহের গ্লোবাল ভয়েসেস পডকাস্টে দৃষ্টি দেয়া হয়েছে। প্রতিবাদ, পরিচয় রাজনীতি এবং ইথিওপিয়াতে রাষ্ট্রীয় সহিংসতা সম্পর্কে [1] এই সপ্তাহে আমরা আমাদের অবদানকারী এন্ডকদের সাথে কথা বলেছি।

আমরা পাকিস্তান, ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো এবং অস্ট্রেলিয়ার মর্মান্তিক, বৈষম্য মূলক এবং ভাষা নিয়ে আন্দোলনের গল্প শোনাব। আর সালমা ইসাম বর্ননা দিয়েছেন মিশরের রাবা হত্যাযজ্ঞের তৃতীয় বার্ষিকীতে [2] তিনি যে যন্ত্রণা অনুভব করেছেন।

সানা সালিম [3], এডুয়ার্ডো আভিলা [4], জেনাইন মেন্ডেস-ফ্রাংকো [5]এবং আমাদের সকল লেখক, অনুবাদক এবং সম্পাদকদের অনেক ধন্যবাদ যাদের সাহায্যে এই পর্বটি নির্মাণ সম্ভব হয়েছে।

জাহজারের “প্লিজ লিসেন কেয়ারফুলি”, [6] লিটল গ্লাস_মেন এর “ক্লোভার”, [7] ইগর_খাবারোভের “স্টে”, [8] লিটল গ্লাস_মেন এর “মডুলেশন অব দ্যা স্পিরিট [9]”, কোরি গ্রে এর “দ্যা সিংক [10]”, মনপ্লাইসির এর “সে রিকোরবের” এবং এরিক এ্যান্ড রিয়ান কিলকেনি এর “বোঙ্গো এভেঞ্জার” [11] সহ ফ্রি মিউজিক আর্কাইভ থেকে ক্রিয়েটিভ কমন্স অনুমোদিত গানগুলো এই পর্বে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

এই গল্পের বৈশিষ্ট্য সূচক ইথিওপিয়াতে একটি প্রতিবাদ কর্মসূচীর ছবিটি আবদি লেমেসার ফেইসবুকের পেইজ থেকে নেয়া হয়েছে। অনুমতিক্রমে ব্যবহৃত।