- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মৃত আত্মারা বাড়ি ফিরে এসেছে, তাই জাপানজুড়ে উৎসব শুরু হয়েছে

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, জাপান, ছবি তোলা, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, শিল্প ও সংস্কৃতি
みなとみらい大盆踊り

মিনাতো মিরাই-এর ওবোন নাচ। ছবি তুলেছেন ফ্লিকার ব্যবহারকারী মুরাতামা। সিসি বিওয়াই-এসএ ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

প্রতি বছর আগস্ট মাসের মাঝামাঝিতে জাপানে ওবোন উৎসব অনুষ্ঠিত হয়। এটি ফেস্টিভ্যাল অব ডেড বা মৃত আত্মাদের ফিরে আসার উৎসব নামে পরিচিত। এদিন মৃত আত্মারা বাড়িতে এসে তাদের প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটিয়ে যান। জাপানের বেশিরভাগ অঞ্চলে ১৫ আগস্টে এই উৎসব অনুষ্ঠিত হয়। ২০১৬ সালে ১৫ আগস্ট [1]পড়েছিল সোমবারে। আর এর আগের বৃহস্পতিবার বা ১১ তারিখ ছিল পর্বত দিবসের [2] ছুটি। ফলে সবাই ৫ দিনের লম্বা ছুটি পেয়েছিলেন। আর এই ছুটিতে অনেক পরিবারই ওবোন উৎসব করতে গ্রামের বাড়ি গিয়েছিলেন।

ওবোন উৎসব পালনের সাথে সাথে জাপানের সবখানেই ওবোন নাচ হয়ে থাকে। সাধারণত বাড়ির আশেপাশে, বৌদ্ধ মন্দিরে, বাজারে, এমনকি সুপার মার্কেটের গাড়ি রাখার জায়গায় এই নাচ অনুষ্ঠিত হয়।

জাপানের অনেকেই তাদের এলাকায় অনুষ্ঠিত ওবোন নাচের ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেছেন।

︎✂︎✂︎✂︎ In the precinct of Shinanokokubun-ji Temple #summer#nightview#festival#temple#instagood#instadiary#instagramjapan #夏 #夜景 #祭り #盆踊り #寺 #信濃国分寺 location: Ueda, Nagano Pref. G'morning‼︎ 出しそびれたpicを出しちゃいマス 朝っぱらから夜景とか… [3]

A photo posted by ✂︎ NAOTO ✂︎✂︎✂︎ (@ctrl_plus_v) on

Shinano Kokubunji Temple grounds, Ueda Nagano #summer #nighttime #festival #Bon dance #temple #temple #ShinanoKokubunji

শিনানো কোকুবিনজি মন্দিরের মাঠে অনুষ্ঠিত রাতের ওবোন নাচ।

দড়িতে ঝুলানো লণ্ঠন, লাল ও সাদা পতাকা, টাওয়ার, বাদকদের মঞ্চ, ব্যারেল শেপড ড্রাম দিয়ে ওবোন নাচের চত্বর সাজানো হয়ে থাকে।

#fukuoka #藍島 #nikon #d610 #写真 #photography #夏祭り #盆踊り [4]

A photo posted by SHIBATA HARUNA (@867_48t) on

#AinoIsland #Fukuoka #nikon #d610 #summerfestival #obon

ফুকিওকার আইনোল্যান্ডের ওবোন নাচের জন্য সাজানো মঞ্চ।

ওবোন নাচের উৎসবে সাধারণত ফোক গান গাওয়া হয়। আবার লাউড স্পিকারেও বাজানো হয়ে থাকে।

#盆踊り#積川町#地元#泉州河内音頭#OBON#dance [5]

A video posted by 木村哲也 (@kim.te2.626) on

#Bondance #tsugawacho (Osaka) #countryside #OBON#dance

ওসাকার প্রত্যন্ত অঞ্চলে ওবোন নাচ।

#夏休み ももう終わりだね。 #盆踊り #日本 #お祭り #夏休みの宿題 #なにもしてない #summervacation #japan #bondance #festival #暑假 #節日 #盆舞 #여름방학 #축제 #윤무 [6]

A video posted by Yoshiki Suzuki (@yoshiki_suzuki) on

#SummerIsAlmostOver #Bondance #Japan #chillaxing #hot #summervacation #festival

গ্রীষ্ম প্রায় শেষ হয়ে গেছে। গ্রীষ্মের ছুটিতে ওবোন উৎসবে আনন্দ করছি।

বাড়ির আশেপাশে যখন ওবোন নাচ শুরু হয়, তখন সবাই বের হয়ে আসে। এসময় পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শিশুরাও থাকে।

#盆踊り#息子#笑顔#提灯#やぐら#bonfestivaldance#son#smile#face [7]

A photo posted by miyuki (@me.you_key97) on

#bonfestivaldance #son #smile #face

ওবোন ফেস্টিভ্যালের নাচ। ছেলে খুব খুশি।

ওবোন উৎসবের সময়ে এলাকায় অনুষ্ঠিত বার্ষিক ওবোন নাচ যেন একটি কার্নিভালে রূপ নেয়। উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের খেলাধুলার আয়োজন করা হয়; বিভিন্ন ধরনের গ্রীষ্মকালীন খাবার যেমন কাকিগরি শেপড আইসক্রিম খাওয়া হয়।

近所の友達とお祭 保育園の同じクラスの子がたくさんいて あおちゃんも友達も遅くまで大暴走だんだん止められなくなってきたね… 友達のママと話しながら帰りました * * #お祭#4歳と1歳#かき氷#kodomo#kidstagram #12月生まれ#12月23日生まれ#12月21日生まれ #盆踊り#ig_kidsphoto#sisters#姉妹 #insta_toddler#thechildrenoftheworld #pixel_kids#kidsfashionforall#cutekidsclub #4yearsold#1yearsold#kids_japan#tv_kidz #kids_of_our_world#beautiful_kids_of_the_world #littleandbrave#ママカメラ#minibymini#ministyleblog#instamamme#mamxmam [8]

A photo posted by Anri S (@anrirna) on

We went with friends from the neighborhood to the Bon dance, and there were lots of kids there from preschool. They all danced liked crazy. Walking home I had a chance to chat with other mothers.

# kidstagram #sisters# #insta_toddler #thechildrenoftheworld #pixel_kids #kidsfashionforall #cutekidsclub #4yearsold #1yearsold #kids_japan #tv_kidz #kids_of_our_world #beautiful_kids_of_the_world #littleandbrave #minibymini #ministyleblog #instamamme #mamxmam

বন্ধুদের সাথে আমরা আমাদের এলাকার ওবোন নাচে গিয়েছিলাম। প্রাক্-স্কুলের অনেক ছেলেমেয়ে সেখানে এসেছিল। তারা খুব আনন্দ নিয়ে নাচছিল। বাড়িতে ফেরার সময়ে অন্য মায়েদের সাথে গল্প করার সুযোগ হয়েছিল।

কিছু কিছু ওবোন নাচ অনেক বড় আকারে হয়ে থাকে। সেখানে হাজার হাজার দর্শক জড়ো হয়ে উপভোগ করেন। জাপানে ওবোন নাচের জন্য বিশেষ খ্যাতি রয়েছে আওয়া আদুরি ফেস্টিভ্যালের [9]। এটি তোকুশিমাতে অনুষ্ঠিত হয়ে খাকে। এই উৎসব দেখতে প্রতি বছর শহরে মিলিয়ন দর্শনার্থীর আগমন ঘটে।

Caption: First day of the Awa Odori in Tokushima (August 12, 2016)

ক্যাপশন: তোকুশিমার আওয়া আদুরি ফেস্টিভ্যালের প্রথম দিন। (১২ আগস্ট ২০১৬)।

জাপানজুড়ে বেশ বড়সড়ো নাচের আয়োজন করা হয়। নিচের ছবিতে আপনি কুমামোতোর গ্রীষ্মকালীন নাচের উৎসব হিসেবে পরিচিত ইয়ামাগা লানটার্ন ফেস্টিভ্যালের দৃশ্য দেখতে পারবেন:

#山鹿燈籠祭り #盆踊り #踊り #山鹿燈籠 #燈籠 #カメラ好きな人と繋がりたい #写真撮ってる人と繋がりたい #写真好きな人と繋がりたい #写真 #team_jp_ #igersjp #icu_Japan #main_vision #Tokyocameraclub #loves_Nippon #Japan_of_insta #カメラのキタムラ [10]

A photo posted by 花鳥風月 (@boyfriend0630) on

#yamagatoromatsuri #Bondance #dancing #Lanterns #photosthatphotographerslike #photos igersjp #icu_Japan #main_vision #Tokyocameraclub #loves_Nippon #Japan_of_insta

কুমামোতোর ওবোন নাচ।

রাতের আলোকসজ্জা দেখতে সবসময়ই সুন্দর লাগে:

こないだの町内の盆踊り #祭り #盆踊り #浴衣 #町内のお偉いさんいっぱい [11]

A photo posted by nico 月の輪美容所 (@nicotukinowa) on

The Bon dance in our town.

#Bondance #Obon #AlltheImportantPeopleInOurTown

আমাদের শহরের ওবোন নাচ।

ওবোন নাচের আরো ছবি দেখতে চাইলে ইনস্টাগ্রামের এই #盆踊 হ্যাশট্যাগে যেতে পারেন।