
প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। যেখানেই যান দেখতে পাবেন, প্রকৃতি তার অপরূপ রূপ মেলে রেখেছে। ছবি তুলেছেন শামীম শরীফ সুষম। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
এরিয়েল ফটোগ্রাফার শামীম শরীফ সুষম আকাশ থেকে চমৎকার সব ছবি তুলেছেন। তার তোলা ছবিগুলো বাংলাদেশের ভিন্ন এক রূপ তুলে ধরেছে।
পৃথিবীর সবচে’ ঘনবসতি দেশগুলোর একটি বাংলাদেশ। দেশটিতে ১৬ কোটি মানুষ বসবাস করেন। রাজনৈতিক অস্থিরতা, শিল্প দূর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশটি প্রায়ই সংবাদ শিরোনাম হয়। সম্প্রতি এই তালিকায় জঙ্গী তৎপরতা যুক্ত হয়েছে।
তবে এটাই বাংলাদেশের আসল চিত্র নয়। এর বাইরে রয়েছে বাংলাদেশের অপরূপ সুন্দর একটি রূপ। সেই বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করেছেন এরিয়াল ফটোগ্রাফার শামীম শরীফ সুষম। তার ছবিতে নদীমাতৃক বাংলাদেশের নদীনালা, খালবিল ও জলসংলগ্ন মানুষের জীবন উঠে এসেছে।
তিনি তার তোলা ছবিগুলো ফেইসবুক, ফ্লিকারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। সেই ছবিগুলো বিপুল সংখ্যক অনলাইন ব্যবহারকারীর কাছে সমাদৃত হয়েছে। বোরড পান্ডা, ব্লাজ প্রেসসহ আরো কিছু আন্তর্জাতিক গণমাধ্যম তার তোলা ছবি প্রকাশও করেছে। মাই মর্ডান মেট নামের একটি ওয়েবসাইটের সাথে সাক্ষাৎকারে শামীম শরীফ সুষম ছবি তোলা প্রসঙ্গে বলেছেন:
The way I see it, I am fortunate enough to fly, and fortunate enough to see my root, my village, my urban life from a different perspective… at the end of the day, I’m capturing the memoirs of my reconnection. I am revisiting my country, my past, my childhood.
আমার সৌভাগ্য যে, আমি প্রায়ই বিমান চালাই। আর এর ফলে আমি আমার শিকড়, আমার গ্রাম, নগর জীবনকে ভিন্নভাবে দেখার সুযোগ পাই… দিন শেষে ছবি তোলার মাধ্যমে আমি যেন পুরোনো স্মৃতিকে ফ্রেমবন্দী করি। যেন আমি আমার গ্রাম, পুরোনো দিন, আমার শৈশবের কাছে ফিরে যাই।
মাস দুই আগে তার তোলা ছবি নিয়ে ব্ল্যাকবার্ডস আই: বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড শিরোনামে একটি চিত্র প্রদর্শনীও হয়ে গেছে। এরিয়েল ফটোগ্রাফি নিয়ে বাংলাদেশে এটি ছিল প্রথম কোনো একক প্রদর্শনী।
বাংলাদেশ একটি বদ্বীপ ভূমি। গঙ্গা ও ব্রক্ষপুত্র অববাহিকায় অবস্থিত। দেশটির বেশিরভাগ অঞ্চল সমতল ও নিম্নভুমি। ফলে প্রতিবছর বন্যা হয়। দেশটির বেশিরভাগ মানুষ বসবাস করেন গ্রামে, নদীর কাছাকাছি এলাকায়। ছোটবড় অসংখ্য নদী রয়েছে দেশজুড়ে। নদ-নদীর সংখ্যা প্রায় সাতশ’র মতো। এই নদীগুলো মিলে দেশটিতে ১৫,০০০ কিলোমিটার নদীপথ তৈরি করেছে, যা বিশ্বের অন্যতম দীর্ঘতম।
তাই আপনি যদি আকাশ থেকে বাংলাদেশকে দেখেন, তাহলে নদী, খাল-বিল ও জলসংলগ্ন মানুষের জীবন আপনাকে স্বাগত জানাবে। শামীম শরীফ সুষমের ছবিতেও বাংলাদেশের এই নদী-বৈচিত্র্য উঠে এসেছে। তিনি ছবিগুলো ৫০০-১০০০ ফিট উচ্চতা থেকে তুলেছেন।
বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। দেশের ৪৮% শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। জিডিপিতে কৃষি খাতের অবদান ১৯.১ শতাংশ। তার ক্যামেরায় ধরা পড়েছে কৃষি জীবনের ছবিও।
বাংলাদেশের আরো কিছু সুন্দর ছবি:
শামীম শরীফ সুষম ১৯টির মতো দেশি-বিদেশী প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তার ক্যামেরায় বাংলাদেশের আরো ছবি দেখতে চান? তাহলে তার ওয়েবসাইট, ফ্লিকার এবং ফেইসবুক পেইজে ঢুঁ মারুন। তবে সাবধান, এটা কিন্তু আপনাকে বাংলাদেশ ভ্রমণে প্ররোচিত করতে পারে।