গ্লোবাল ভয়েসেস-এর এ সপ্তাহের পডকাস্টঃ স্বাধীনতা, নিয়ন্ত্রণ নয়

এই সপ্তাহে আমারা আপনাদের নিয়ে যাব ভারত নিয়ন্ত্রিত কাশ্মির, নেপাল, এবং চীনে। আমরা একই সাথে আমাদের গ্লোবাল ভয়েসেস এর কন্টিবিউটার এঞ্জেল ক্যারিঅন-এর সাথে কথা বলেছি, যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ন্ত্রণ বোর্ডের বিরুদ্ধে পুয়োর্টোরিকানদের বিরোধীতা নিয়ে। মায়ানমারের এক কর্মকর্তার প্রতি সমর্থন আসতে থাকার ঘটনা নিয়ে নিয়ে আমরা থান্ট সিন-এর সঙ্গে কথা বলেছি, যে কর্মকর্তা কট্টর জাতীয়তাবাদী এক বৌদ্ধ দলের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখিয়েছে। .

এই সংখ্যার রয়েছে কিশলয় মুখার্জি,ভিশাল মানভে,সঞ্জীব চৌধুরী,ওয়াইন লাম, এ্যাঞ্জেল ক্যারিওন এবং থান্ট সিন এর–এর লেখা প্রবন্ধ । আমাদের সকল লেখক, অনুবাদক এবং সম্পাদককে ধন্যবাদ যারা এই কাজটি সম্ভব করতে সাহায্য করেছে।

গ্লোবাল ভয়েসেস-এর এই পর্বে, ফ্রি মিউজিক আর্কাইভ থেকে আমরা কিছু ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স মিউজিক তুলে ধরছি, যার মধ্যে রয়েছে জাহাজ্জার-এর প্লিজ লিসেন কেয়ারফুলি; ক্রাককাটাও-এর দি ইউনিভার্সাল ফ্লাফ থিউরি;অ্যালান সিঙ্গালে–এর অ্যানামরফিক অর্কেস্ট্রা;ব্লু ডট সেশন এর অরিগামি ১৭২৬;ফিল রিয়াভিস এর ড্রাইভিং মি ব্যাকওয়ার্ড এবং কোরি গ্রে-এর কারক্রাশল্যান্ডার ইনুস্ট্রুমেন্ট

সাউন্ডক্লাউডে ব্যবহৃত থাম্বনেইল ছবিটি আন্দ্রেস মুস্তা-এর। এটি ফ্লিকারে আপলোড করা হয়েছে। ২ জানুয়ারি,২০১২–এ এই ছবিটি তোলা হয়েছে (সিসিবাই-এনসি-এনডি ২.০)।

 

 

1 টি মন্তব্য

  • রীনা তালুকদার

    কবিতা

    খুঁজতে থাকি ভবিষ্যৎ
    রীনা তালুকদার

    মা যখন মার মায়ের কথা বলে
    মার পাংশু মুখের দিকে তাকিয়ে অতীত খুঁজি
    কথার ভঙ্গি খেয়াল করি
    অজানা আশংকায় শংকিত হই গোপনে
    মা’র মা এখন প্যারালাইজড সঙ্গী
    দূরত্বে বছরের ব্যবধান অসাক্ষাত অদূরে
    মাঝে মাঝে বিদ্রোহী হয়ে ওঠেন মাকে দেখতে
    মা নিজেই ইদানিং পুরো শরীরে
    অষ্টিওপোরেসিসে রীতিমত যুদ্ধ করছেন
    প্রথম দিকে ওষুধ খেয়ে মাথা ঘুরে পড়ে যাওয়া
    জীবন যুদ্ধ বমি তারপর ক্লান্ত চোখ … ঘুম
    উচ্চমাত্রার ক্যালসিয়াম ব্রোনড্রভা সুস্থ থাকার সঙ্গী
    এভাবেই অসুখের সাথে এখন মা’র দিনাতিপাত
    ডাক্তার বিএমডি রির্পোট দেখে বললেন :
    হাঁটা চলায় ছড়ির সাহায্য নিতে পারেন;
    মা অসহায়ের মত আমার দিকে তাকালেন
    তড়িগড়ি ডাক্তারকে বললাম ঃ না না তা দরকার নেই
    হাসপাতালের সিঁড়িতে উঠা নামায়
    মা আমার হাত ধরতেই আমার ছোট্ট বেলা ফিরে আসে
    শৈশবে আমার হাত ছিলো মা’র হাতে
    এখন মার হাত আমার হাতের মুঠোয়
    আমূল দিন বদলের দিন;
    না কখনো স্রষ্টার কাছে অনেক সম্পদ চাইনি
    আজ চাই ; খুব অমূল্য সম্পদ
    কেবল মার সন্তান হবার যোগ্য হয়ে উঠি যেনো

    মা মা’র মায়ের কথা বলেন খুব নরম ক্লান্ত সুরে
    অসহায়ত্ব ফুটে ওঠে বাস্তবিক
    আর আমি সুক্ষè তীব্রতর লুকানো যন্ত্রণা অনুভব করি
    খুঁজতে থাকি স্বয়ং ভবিষ্যৎ …।

এই জবাবটি দিতে চাই না

আলোচনায় যোগ দিন -> রীনা তালুকদার

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .