- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

দুইজন সার্বিয়ান রাজনীতিবিদের মোটরসাইকেল যাত্রা অত্যন্ত মজার ফটোশপ যুদ্ধের অনুপ্রেরণা যুগিয়েছে

বিষয়বস্তু: পূর্ব ও মধ্য ইউরোপ, সার্বিয়া, কৌতুক, ছবি তোলা, নাগরিক মাধ্যম
Serbian politicians Ivica Dačić and Dragan Marković Palma enjoying the summer. Photo by anonymous author first posted on the Facebook page "Neguj mo srpski jezik" ("Nurture Serbian Language"). [1]

সার্বিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আইভিকা ডাকিচ এবং ড্রাগান মারকোভিচ পালমা এই গ্রীষ্ম বেশ উপভোগ করছেন। বেনামী একজন লেখক গত ২৬ জুলাই, ২০১৬ তারিখে “নেগুজ মো স্পারস্কি জেজিক” (“সার্বিয়ান ভাষা প্রশিক্ষণ”) শিরোনামের ফেইসবুক পেইজে প্রথম ছবিটি পোস্ট করেন।

দুইজন সার্বিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বের মোটরসাইকেলে একসাথে চড়ে বেড়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিস্তার লাভ করেছে।

নোভা এনারজিজা (“নতুন শক্তি”) পোর্টালটি এই আসক্তির উপর দৃষ্টি দিয়ে প্রকাশ করেছেঃ [2]

Dva prijatelja na motoru, rekli bismo uobičajena letnja fotka sa vrelog asfalta. Međutim, kada su u pitanju ova dva prijatelja, to više nije uobičajena fotografija.

Ivica Dačić, ministar inostranih poslova Srbije i Dragan Marković Palma, [bivši] gradonačelnik Jagodine, uslikani su na motoru, a fotografija, za sada nepoznatog izvora, kruži Facebookom već danima.

Naravno, kako to obično biva, malo joj je trebalo da postane meme. Na sajtu 9gag.com [3], a i širom Facebooka, Dačić i Palma ubačeni su u različite situacije, od Pokemon Go igrice do serije Game of Thrones i vožnje zmajevima.

একটি মোটরসাইকেলে দুই বন্ধু গরম পিচে একসঙ্গে গ্রীষ্মের একটি ছবি তোলা বেশ স্বাভাবিক। তবে যখন কেউ বিবেচনা করে যে কারা এই দুই বন্ধু তখন এই স্বাভাবিক ছবি খুব অস্বাভাবিক হয়ে ওঠে।

সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আইভিকা ডাকিচ এবং জাগোডিনার [সাবেক] মেয়র ড্রাগান মারকোভিচ পালমার এই ছবিটির উৎস জানা নেই। সম্প্রতি গত কয়েক দিন ধরেই ছবিটি ফেইসবুকে চক্রাকারে এক একাউন্ট থেকে আরেক একাউন্টে ঘুরছে।

এটি শীঘ্রই বিভিন্ন ইন্টারনেট মিম এর জন্য একটি ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়। ৯গ্যাগ ডট কম [3] ওয়েবসাইটটিতে এবং সমস্ত ফেইসবুক জুড়ে ডাকিচ এবং পালমা বিভিন্ন পরিস্থিতিতে চড়ে বেড়াচ্ছেন। পোকেমন গো আর গেইম অব থ্রোন্স খেলা থেকে শুরু করে ড্রাগনে চড়ে উড়ে বেড়ানো পর্যন্ত।

Dačić and Palma, Akira-style. [2]

আকিরা ভঙ্গিতে ডাকিচ এবং পালমা।

ফেইসবুক এবং টুইটার থেকে এসে সংবাদ পোর্টালের পেইজগুলোতে খুব দ্রুতই এগুলোকে বিভিন্ন মজার কার্টুন আকারে খুঁজে পাওয়া যাচ্ছে।

আমাদের স্থানীয় রাজনীতিবিদদের মোটরসাইকেলে চড়ে ঘুরে বেড়ান ছবির ফটোশপ সংস্করণ ইন্টারনেটে জনপ্রিয় হচ্ছে।

সার্বিয়ার সমাজতান্ত্রিক দলের নেতা আইভিকা ডাকি [7]চ এবং ইউনাইটেড সার্বিয়া দলের নেতা ও সংসদ সদস্য ড্রাগান মারকোভিচ পালমা [8]জোটভুক্ত দলের অংশীদার। সম্প্রতি পালমা ২০১৭ সালে তাঁদের জোট নির্বাচনে ডাকিচকে প্রেসিডেন্ট পদপ্রার্থী [9]হওয়ার প্রস্তাব দিয়েছেন।

ডাকিচ এবং পালমা ইন্টারনেট জুড়ে! অত্যন্ত মজার এই ইন্টারনেট মিমগুলো (ছবি) আপনাদের চোখে পানি আনবে!

মোপে (মোটর যুক্ত হালকা একধরনের বাইসাইকেল) চড়া ডাকিচ এবং পালমার ছবিগুলোর মাঝে শুধু মহাকাশে ডাকিচ এবং পালমা মোপে করে উড়ে যাওয়ার ছবিটি সবচেয়ে ভাল হয়েছে। সাথে লেজারও রয়েছে।

এমনকি টুইটার ব্যবহারকারী @এসলোনোক্সি উচ্চাকাঙ্ক্ষী মেমে লেখকদের জন্য এটাকে আরও সহজ করে দিয়েছেনঃ

আপনি যদি ডাকিচ/ পালমা এর ছবিটি অন্যকিছু জুড়ে দিয়ে নতুন কিছু তৈরি করতে চান তাহলে এখানে ছবিটির পেছনে স্বচ্ছ পটভূমি যুক্ত একটি সংস্করণ দেয়া হল।

Dačić and Palma, GOT-style.

গেইম অব থ্রোন্স ভঙ্গিতে ডাকিচ এবং পালমা।