![This truck carries the message: If you want to pluck a flower, don’t lop off the branch; if you want to lead a life, don’t deceive [anyone]. Image by Flickr user Jana Reifegerste. CC BY-SA 2.0](https://globalvoices.org/wp-content/uploads/2016/07/TruckSahitya_flickr-800x536.jpg)
ট্রাকে এই বাণী লেখা রয়েছে: আপনি যদি ফুল তুলতে চান, তাহলে ডাল ভেঙ্গে ফেলবেন না; জীবনে যদি প্রতিষ্ঠা পেতে চান, তাহলে ছলাকলার আশ্রয় নিয়েন না। ফ্লিকার ব্যবহারকারী জানা রেইফেজারস্টে। সিসি বিওয়াই-এসএ ২.০।
আপনি এর পরে কখনো যদি নেপাল যান, তাহলে রাস্তায় চলাচলরত ট্রাকগুলোর একটি বিষয় আপনার নজর কাড়বে। পাকিস্তানের মতো নেপালের ট্রাকেও পরিহাস, রসাত্মক কথা এবং ঠাট্টা-বিদ্রুপপূর্ণ বাণী লেখা থাকে।
এই বাণীর মধ্যে রাজনীতি, দর্শন থেকে শুরু করে প্রেম-ভালোবাসা, সরস পরিহাস এবং শপথ বাক্যের দেখা মিলবে। বর্তমানে এই বাণীগুলো শুধু ট্রাকেই নয়, গণপরিবহন এবং ব্যাটারি চালিত টেম্পুগুলোতেও শোভা পাচ্ছে।
নেপালে এই বাণীগুলো সংরক্ষণে বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হয়েছে। কলামিস্ট সিপি আরিয়ালের তথ্যমতে, এই বাণীগুলোর মর্মার্থ উপলব্ধি করে কয়েক বছর আগে একটি সাময়িকী একে ‘বাস সাহিত্য’ হিসেবে অভিহিত করে এগুলো সংরক্ষণের উদ্যোগ নিয়েছিল। ২০১১ সালে সাংবাদিক, শিক্ষক সুবিদ গুরগেইন ট্রাক সাহিত্য শিরোনামে এ ধরনের ৭০০ বাণী সংগ্রহ করেছিলেন। আরিয়াল লিখেছেন:
What drives people to scrawl these lines on their vehicles? And why do so many do it? Govinda Lamsal, who drives a truck, says that in a line of work that is so mechanical, these words or images are a way of showing some creative flair and personal philosophy. “People perceive us as hardened folk without emotions,” he says. “Well, we have feelings too, and this is usually our only means of showing them while on the road.”
কী মনে করে মানুষ এইসব লাইন তাদের গাড়িতে লিখে থাকে? একসাথে অনেকেই কেন বা এটা করে? গোবিন্দ লামসাল নামের একজন ট্রাক ড্রাইভার বলেছেন, ট্রাক চালানো যান্ত্রিক ধরনের একটা কাজ। এইসব বাণী বা ছবি’র মাধ্যমে তারা তাদের সৃজনশীল চিন্তাশীলতা এবং ব্যক্তিগত দর্শনের প্রকাশ ঘটায়। তিনি বলেন, “মানুষজন আমাদের অনুভূতিশূণ্য কঠোর মনের মানুষ মনে করে। কিন্তু অন্যদের মতো আমাদেরও অনুভূতি কাজ করে। আর তাই আমরা যখন রাস্তায় থাকি, সেটা দেখানোর জন্যই এগুলো করে থাকি।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এইসব বাণীর অসংখ্য উদাহরণ ছড়িয়ে রয়েছে। এই ছবির ট্রাকের বাণীতে ফেইসবুক এবং টুইটারের উল্লেখ রয়েছে:
ट्रक साहित्य!! pic.twitter.com/rPiqijRzMU
— HBD@laxmeeeदि निरज (@Nijvt1) October 6, 2015
If you can’t have Facebook, go for Twitter;
If you can’t win a girl, make her [your] sister.
আপনার যদি ফেইসবুক না থাকে, তাহলে টুইটারে যান
আপনি যদি কোনো মেয়ের হৃদয় না পান, তাহলে তাকে বোন হিসেবে মেনে নিন।
বিরহকাতর বাণীর সংখ্যাও কম নয়। এবং অবধারিতভাবে শালী [বউয়ের বোন] নিয়ে কথাও রয়েছে:
ट्रक साहित्य । 👏👏👏👏 pic.twitter.com/M3hM3BuKyY
— भरत (@bringitonguyz) November 6, 2015
Whether it’s uphill or downhill, hope there’s an in-law’s house on the hill;
Whether she’s dark or white, hope there’s a sister-in-law at the in-law’s house.
চড়াই-উৎরাই যাই আসুক, পাহাড়ে শ্বশুরের একটি বাড়ি থাকবে; ফর্সা কিংবা কালো যাই হোক, শ্বশুর বাড়িতে একজন শালী থাকবে।
দেশের রাজনীতি ও রাজনীতিবিদদেরও বাদ দেয়নি তারা:
#ट्रक साहित्य
(फोटो फे.बु बाट लिएको हो) pic.twitter.com/AEK4VU2YLv— Alok Atreya (@alokforensic) January 30, 2016
In America, young lead the country;
Old get the pension.
In Nepal, old rule the country;
Young get the tension.
আমেরিকায় তরুণরা দেশটির নেতৃত্ব দেয়
আর বৃদ্ধরা পেনশন পায়
নেপালে বুড়োরা দেশ চালায়
আর তরুণরা থাকে দুশ্চিন্তায়
কিছু কিছু বাণীতে দার্শনিকতার প্রতিফলন ঘটেছে।

ট্রাকের পিছনে এই বাণী রয়েছে: দু:খের দিনে মুষড়ে পড়ো না, সুখের সীমা অতিক্রম করো না। ছবি তুলেছেন প্রাবিন গুরং। অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
একই ধরনের আরেকটি বাণী:
ट्रक साहित्य pic.twitter.com/246AYQ8uwp
— PHALANO™ (@phalano) April 23, 2013
Spend money for honour,
Don’t spend honour for money.
সম্মানের জন্য টাকা খরচ করো
টাকার জন্য সম্মান খুইয়ো না।
অন্যান্য বাণীগুলোতে চালকদের জীবন, তারা সেসব অভিজ্ঞতার সম্মুখীন হন, সে সম্পর্কে বলা আছে:
Kati ramailo 🙂 #trucksahitya pic.twitter.com/bJB210Qh2t
— Sabeena Karki (@sabeenakarki) August 15, 2015
A baby’s food, biscuit and cake;
A driver’s life, steering and brake.
শিশুদের খাবার হলো বিস্কুট আর কেক
চালকদের জীবন হলো স্টিয়ারিং আর ব্রেক
শ্লেষাত্মক বাণীও রয়েছে কিছু। যেমন একটিতে নেপালে বুদ্ধের জন্মস্থান নিয়ে কথা লোকদের সম্পর্কে বলা হয়েছে:
ट्रक साहित्य pic.twitter.com/sGqPGNXilf
— प्रवेश शर्मा (@prabesss) December 27, 2015
Surrounding are hills, in the middle is a lake;
There is dearth of wisdom in the country where Buddha was born.
চারদিকে পাহাড়, মাঝখানে হ্রদ
যেখানে বুদ্ধ জন্মেছেন সেখানে প্রজ্ঞার অভাব।
যারা ধৈর্যহীন তাদের জন্য নিচের বাণীটি:
ट्रक साहित्य pic.twitter.com/c7vv0wQs3Z
— लुरे सरकार (@Nikamma23) December 16, 2015
Please don’t blow the horn,
My country is sleeping.
দয়া করে হর্ন বাজাবেন না
আমার দেশ এখন ঘুমাচ্ছে
আপনি নেপালে গিয়ে যদি হাইওয়ে ধরে লম্বা কোনো সফরের কথা চিন্তা করেন, তাহলে এই ধরনের বাণী আপনার একঘেয়েমি কাটিয়ে তুলবে। এবং ঠোঁটের কোনে হাসি ফুটিয়ে তুলবে।