- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

মার্কিন যুক্ত্রাষ্ট্রের প্রস্তাবিত রাজস্ব তদারকি বোর্ডের বিরুদ্ধে পুয়ের্তো রিকানদের প্রতিবাদ

বিষয়বস্তু: ক্যারিবিয়ান, ল্যাটিন আমেরিকা, পুয়ের্টো রিকো (us), তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, বাক স্বাধীনতা, ব্যবসা ও অর্থনীতি, মানবাধিকার, সরকার
Marcha contra la Junta de Control Fiscal en San Juan, Puerto Rico. Foto por el autor.

পুয়ের্তো রিকোর সান জুয়ানে অবস্থিত আর্থিক নিয়ন্ত্রণ বোর্ডের বিরুদ্ধে আন্দোলনের একটি ব্যানারে লেখা রয়েছে, “আর্থিক নিয়ন্ত্রণ বোর্ড মানে ঔপনিবেশিক দাসত্ব”। অনুমতি সাপেক্ষে ব্যবহৃত হয়েছে।

পুয়ের্তো রিকোর উপর ব্যাপক আধিপত্য বিরাজ করতে পারে এমন ক্ষমতা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি ফেডারেল আর্থিক নিয়ন্ত্রণ বোর্ড [1] গঠনের প্রস্তাব আনা হয়। গত ১লা মে রোজ রবিবার ছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই প্রস্তাবের বিরুদ্ধে সেদিন বিভিন্ন নাগরিক, ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক গ্রুপ একটি বিশাল মিছিলের আয়োজন করে।

দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অনিয়মিত অঞ্চল। অঞ্চলটি গুরুতর অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন। একই দিনে পুয়ের্তো রিকোর গভর্নর আলেজান্দ্রো গার্সিয়া প্যাডিলা ঘোষণা করেছেন [2], তিনি ৪২২ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ পরিশোধ বন্ধ করেছেন। উল্লেখ্য, ঋণটি গত ২রা মে তারিখ সোমবারে পরিশোধ করার কথা ছিল। ঋণ পরিশোধের পরবর্তী নির্দিষ্ট সময়সীমা ১লা জুলাই। দেশটির সর্বমোট সরকারি ঋণ প্রায় ৭২ বিলিয়ন মার্কিন ডলার।

সমালোচকেরা বলেছেন, অন্যান্য বিষয়ের মধ্যে যুক্তরাষ্ট্রীয় আর্থিক নিয়ন্ত্রণ বোর্ডটি জাতীয় অর্থনীতিকে উদ্দীপনা দেওয়ার ব্যবস্থা সৃষ্টির পরিবর্তে মুচলেকাপত্র ধারকদের অর্থ পরিশোধের উপরই বেশি জোর দিবে। আর এটি ঔপনিবেশিক হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণেরই আরেকটি অস্ত্র হিসেবে কাজ করবে। বোর্ডটি পুয়ের্তো রিকোকে তাঁর ঋণ পুনর্বিন্যাস করার সুযোগ দিবে না। অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের দেউলিয়া আইন থেকে দ্বীপটি উপকৃত হতে পারে এমন ধারাগুলো পরিবর্তন করতে অনুমতি দিবে না। বর্তমান অর্থনৈতিক মন্দায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কাজের অভাবে অনেকেই পুয়ের্তো রিকো ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে।

দ্যা সেন্টার ফর দ্যা নিউ ইকোনমি একটি স্বাধীন, অলাভজনক এবং নির্দলীয় সংগঠন। পুয়ের্টোরিকো জন্য আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কার্যকর নীতি প্রচারের উপর সংগঠনটি জোর দিয়েছে। বিকল্প হিসেবে এটি রাজস্ব দায়িত্ব আইনের [3]প্রস্তাব তুলেছেঃ

Una Ley de Responsabilidad Fiscal, impulsada y manejada localmente, que busque reformar las instituciones clave y adopte una regla fiscal bien diseñada puede no solamente transformar la posición fiscal de Puerto Rico sino que puede a la vez introducir reformas de gobernanza que aseguren la solvencia y sostenibilidad fiscal del gobierno en el largo plazo. Una Ley de Responsabilidad Fiscal atiende las preocupaciones legítimas del gobierno federal y los reparos políticos que han surgido en la isla alrededor de la propuesta para una junta de control fiscal.

রাজস্ব দায়িত্ব আইনটি একটি প্রচারিত এবং স্থানীয়ভাবে তৈরি আইন। এটি মূল প্রতিষ্ঠান সংস্কার এবং রাজস্ব সংক্রান্ত একটি সুগঠিত নিয়ম অবলম্বন করতে চায়। এটি শুধুমাত্র পুয়ের্তো রিকোর রাজস্বের অবস্থা রুপান্তর করবে না, বরং দীর্ঘ মেয়াদে রাজস্ব সচ্ছলতা এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করতে শাসন কাজের সংস্কার শুরু করবে। একটি রাজস্ব দায়িত্ব আইন যুক্তরাষ্ট্রীয় সরকার এবং একটি আর্থিক নিয়ন্ত্রণ বোর্ড গঠনের জন্য আনা প্রস্তাবকে ঘিরে দ্বীপটিতে যেসব রাজনৈতিক আপত্তি আবির্ভূত হয়েছে সেগুলোর বৈধতা সংক্রান্ত বিষয় সমূহ তুলে ধরবে।

তদারকি বোর্ডের বিরুদ্ধে ১লা মে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচীর কয়েকটি ছবি এখানে দেওয়া হল, যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছেঃ

13123221_10154182465866457_528235206481202977_o

প্রতিবাদকারীরা একটি ব্যানার ধরে রেখেছেন, যেখানে লেখা আছে যে, “ঋণে জর্জরিত হয়ে থাকাই আমাদের ভবিষ্যৎ”। অনুমতি সাপেক্ষে ব্যবহৃত হয়েছে।

13151423_1701891413410361_7654076207616745791_n

পুয়ের্তো রিকোর আইনসভা ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচী পালন। অনুমতি সাপেক্ষে ব্যবহৃত হয়েছে।

Manifestantes adentro del centro comercial Plaza Las Américas.

প্লাজা লাস আমেরিকাস মলের ভিতরে অবস্থান নেওয়া প্রতিবাদকারীরা। অনুমতি সাপেক্ষে ব্যবহৃত হয়েছে।